Shares 2

লকডাউনে বাইক বন্ধ রাখার আগে যে কাজগুলো করবেন

Last updated on 28-Jul-2024 , By Ashik Mahmud Bangla

লকডাউনে বাইক বন্ধ রাখার আগে যে কাজগুলো করবেন

শুরু হচ্ছে লকডাউন, লকডাউনে বাইক বন্ধ রাখতে হবে। চাইলেই আপনি বাইক নিয়ে রাস্তায় নামতে পারবেন না। আবার লকডাউন কতদিন চলবে সেটাও আমরা কেউ সঠিকভাবে জানি না। এই সময় বাইক পরে থাকতে থাকতে বাইকে বিভিন্ন সমস্যা দেখা দেয়। তবে আপনি যদি কিছু নিয়ম মেনে চলেন তাহলে লকডাউনে বাইক বন্ধ করে রাখলেও আপনার বাইকের তেমন কোন ক্ষতি হবে না।

লকডাউনে বাইক বন্ধ রাখার আগে যে কাজগুলো করবেনঃ


১- বাইক ওয়াশ করিয়ে রাখুনঃ

কিছুদিন যাবত ভালো বৃষ্টি হচ্ছে, আর যারা বাইক বৃষ্টিতে রাইড করেছেন তাদের অধিকাংশের বাইক নোংরা হয়ে আছে। বাইক বন্ধ করে রাখার আগে বাইক ভালোভাবে ধুয়ে রাখুন। ময়লা অবস্থায় বাইক দীর্ঘদিন ফেলে রাখলে বাইকে বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে। 

এর মধ্যে অন্যতম হচ্ছে বাইকের বিভিন্ন জায়গায় মরিচা পরে যাওয়া। এর থেকে বাচতে বাইক ওয়াশ করে বাইকের যে জায়গাগুলোতে মরিচা ধরে সেই জায়গাগুলোতে হাল্কা তেল মেরে রাখুন। এতে করে আপনার বাইক বন্ধ থাকলেও বাইক ভালো থাকবে।

Also Read: বাইক বন্ধ রেখে বাইক ভালো রাখার উপায় । জানুন বিস্তারিত

২- বাইকের কভার করে রাখুনঃ

আপনি যদি মনে করেন এই লকডাউনে বাইক দীর্ঘদিন অফ করে রাখবেন তাহলে অবশ্যই আপনার প্রিয় বাইকটি ভালোভাবে কভার করে রাখুন। এটি আপনার বাইককে ধূলাবালির হাত থেকে রক্ষা করবে।


৩- টায়রে পরিমাণ মতো হাওয়া দিয়ে রাখুনঃ

বাইক ফেলে রাখলে বাইকের টায়রে হাওয়া কমে যায়। তাই বাইক যদি দীর্ঘদিনের জন্য ফেলে রাখেন বাইকের টায়ারে হাওয়া দিয়ে রাখুন। তাহলে আপনি যখন পরবর্তিতে বাইক বের করবেন আপনার কষ্ট কম হবে।

৪- ব্যাটারির দিকে খেয়াল রাখুনঃ

বাইক যদি দীর্ঘ সময়ের জন্য অফ রাখতে চান তাহলে বাইকের ব্যাটারি খুলে রাখুন। কারন বাইক দীর্ঘদিন অফ রাখলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয় বাইকের ব্যাটারি। কিন্তু যদি মনে করেন খুব বেশি সময়ের জন্য অফ রাখবেন না মাঝে মাঝে বাইক স্টার্ট দিয়ে রাখবেন তাহলে ব্যাটারি খুলে রাখার দরকার নেই। 

ব্যাটারিতে চাপ ফেলে এমন কোন ডিভাইস বাইকে লাগানো থাকলে সেটা খুলে ফেলুন কারন আপনার বাইক অফ থাকলে বাইকের ব্যাটারি চার্জ হবে না।


আরও পড়ুন >> বাইক বন্ধ রেখে বাইক ভালো রাখার উপায়


স্বাস্থ্যবিধি মেনে চলুন, নিজে সুস্থ থাকুন এবং পরিবারকে সুস্থ রাখুন। ধন্যবাদ  

Published by Ashik Mahmud Bangla