Shares 2
লং মোটরসাইকেল অ্যাডভেঞ্চার ট্রিপের জন্য কিভাবে প্রস্তুত হবেন - বিস্তারিত
Last updated on 31-Jul-2024 , By Saleh Bangla
বন্ধুরা, আপনারা অনেকেই হয়তো মোটরসাইকেল নিয়ে লং রাইড বেশ পছন্দ করেন, আর অনেকেরই হয়তো সামনে বেশ দীর্ঘ এ্যাডভেঞ্চার রাইডের প্রাথমিক পরিকল্পনাও রয়েছে। হতে পারে কি কি বিষয়ে প্রস্তুতি নেবেন, বা কি কি করা উচিৎ, সেসব সহ সামনের লং এ্যাডভেঞ্চার রাইডের প্রস্তুতি নিয়ে আপনি বেশ চিন্তিত। তাই বাস্তব পরিস্থিতির বিবেচনায় লং মোটরসাইকেল অ্যাডভেঞ্চার ট্রিপের জন্য কিভাবে প্রস্তুত হবেন সে বিষয়ে আজ আমরা জানার চেষ্টা করবো; আমাদের সাথেই থাকুন।
লং মোটরসাইকেল অ্যাডভেঞ্চার ট্রিপের জন্য কিভাবে প্রস্তুত হবেন?
একটি লং মোটরসাইকেল অ্যাডভেঞ্চার ট্রিপের জন্য মনস্থির করে বিস্তৃত প্রস্তুতির আগে প্রথমে কয়েকটি বিষয়ে পরিষ্কার হওয়া উচিত। যেমন: প্রথমেই মোটামুটি ধারনা থাকতে হবে সেই মোটরসাইকেল ট্রিপটি কোথায় বা কোন ধরনের এলাকায় হবে, রাইডিং টেরেইনের মোটামুটি অবস্থা কি হতে পারে, আবহাওয়া পরিস্থিতি কেমন হতে পারে, আর ট্রিপটি আনুমানিক কতোদিনের হতে পারে ইত্যাদি। দ্বিতীয়ত, রাইড চলাকালিন আপনার রাত্রিযাপনের পরিকল্পনা কি; তাঁবুতে ক্যাম্পিং করবেন নাকি হোটেলে থাকার ব্যবস্থা করবেন ইত্যাদি।
তাই, এসব প্রাথমিক প্রশ্নের উত্তর যখন আপনার কাছে থাকবে তখন আপনার পরিকল্পনা এবং মোটরসাইকেল নিয়ে আপনাকে কিভাবে প্রস্তুত হতে হবে তার সম্পর্কে মোটামুটি একটি ধারনা আগেই পেয়ে যাবেন। আর তারপরে বিস্তারিত প্রস্তুতি আরো সহজ হয়ে যাবে। তবে উইকএন্ড হাইকিংয়ের জন্য এতোসব প্ল্যানিংয়ের প্রয়োজন পড়েনা। কেবল মোটরসাইকেলের কন্ডিশন চেক করে সাধারন প্রয়োজনীয় জিনিষপত্র প্যাক করে নিলেই এরকম ট্রিপে বেড়িয়ে পড়া যায়।
তবে অনেক দিনের ও বড়ো রাইডের জন্য ব্যপক প্রস্তুতির বিকল্প নেই; কেননা আপনি যখন একের পর এক শহর অতিক্রম করে দীর্ঘ যাত্রায় যাবার পরিকল্পনা করছেন তখন পরিস্থিতি সত্যিই ভিন্ন। এরকম রাইডে অনেকক্ষেত্রেই বিভিন্ন স্থানে পরিস্থিতি জটিল হয়ে ওঠা খুবই স্বাভাবিক। আর তাই এরকম রাইডের প্রস্তুতিতে আমাদের নিম্নবর্নিত পরামর্শগুলো একটু দেখে নিন।
রাইডের আগে মোটরসাইকেলের ফুল সার্ভিস করিয়ে নিন
প্রথমত: একটি লং মোটরসাইকেল অ্যাডভেঞ্চার ট্রিপের প্রস্তুতির প্রথমেই সেই মোটরসাইকেলটির একটি সম্পূর্ণ সার্ভিস করিয়ে নেয়া অত্যন্ত জরুরি। তারপর অন্যান্য প্রস্তুতি নেবার ফাঁকে ফাঁকে মোটরসাইকেলটির সার্বিক কন্ডিশন ভালোভাবে নিশ্চিতের জন্য ট্রায়াল রাইড নেয়াও জরুরী। আর এসময় এতে কোন দুর্বল পার্টস পাওয়া গেলে তাও বদলে নেওয়া উচিৎ। এতে নিশ্চিত হওয়া যাবে যে’ মোটরসাইকেলটি টপ রাইডিং কন্ডিশনে রয়েছে আর স্বাভাবিকভাবে রাইডে কোন ঝামেলা করবে না।
মোটরসাইকেলের প্রয়োজনীয় এবং দ্রুত নষ্ট হয় এমন বেসিক পার্টস সঙ্গে রাখুন
রাইডের প্রস্তুতির শুরুতেই মোটরসাইকেলের সচরাচর ক্ষয় হয় বা নষ্ট হয় এমন প্রয়োজনীয় বেসিক পার্টসগুলোর তালিকা করুন, ও সেসব সংগ্রহ করে আলাদা একটি ব্যাগেজে নিন, যাতে প্রয়োজনের সময়ে সহজে খুজে পাওয়া যায়। উদাহরনস্বরুপ বলা যেতে পারে যেমন: ব্রেক-শু, কন্ট্রোল-লিভার, ক্যাবল, স্পেয়ার টিউব, ক্লাচ-অ্যাসেম্বলি, চেইন-স্প্রোকেট ইত্যাদি বেশ দ্রুতই নষ্ট হয়। তাই লং অ্যাডভেঞ্চার রাইডে এসব পার্টস সঙ্গে নেয়া উচিৎ। আর সেইসাথে এসব মেরামত বা বদলানোর বেসিক নলেজ থাকাটাও জরুরী।
ট্রিপের ধরন অনুযায়ী মোটরসাইকেলের প্রয়োজনীয় টুল কিট নিন
লং মোটরসাইকেল অ্যাডভেঞ্চার রাইডের প্রস্তুতিতে অবশ্যই ট্রিপের ধরণ অনুযায়ী মোটরসাইকেলের জন্য একসেট ভালো টুলকিট সেট সঙ্গে রাখা উচিৎ। এতে করে যেসব স্থানে মোটরওয়ার্কশপ নেই বা তাৎক্ষনিক কোন টেকনিক্যাল সাপোর্ট পাবার সুযোগ নেই সেখানে নুন্যতম কাজ করে মোরসাইকেল সচল করা সম্ভব হতে পারে। সুতরাং, বড়ো রাইডে মোটরসাইকেলের যথাযথ টুলকিট সাথে রাখা একেবারে বাধ্যতামূলক।
মোটরসাইকেলে কম্ফোর্ট ফিচার বাড়িয়ে নিন
লং মোটরসাইকেল ট্রিপের জন্য মোটরসাইকেল নিয়ে প্রস্তুতিতে মোটরসাইকেলের কম্ফোর্ট ফিচার নিশ্চিত করাও জরুরী। হয়তো আপনি আপনার রাইডে বেশ কিছুদিন বা সপ্তাহ হাজার হাজার মাইল মোটরসাইকেল চালাবেন। সেকারনে মোটরসাইকেল রাইডিংটা শারীরিকভাবে আরামদায়ক হওয়া অত্যন্ত জরুরী। কেননা, শরীর ভালো থাকলে মনও ভালো থাকে আর তাতে সবকিছু উপভোগ্যও হয়ে ওঠে।
সুতরাং মোটরসাইকেলের কম্ফোর্ট ফিচার বাড়াতে বাড়তি কুশনযুক্ত সিট, হিটেড হ্যান্ডেলবার গ্রিপ, আপরাইট হ্যান্ডেলবার, বড় উইন্ডশিল্ড, বাড়তি লাইট সেটআপ, এ্যাডজাস্টেবল কন্ট্রোল লিভার, বড়ো ফুটপেগ ইত্যাদির সংযোজন খুব ভালো ফল দিতে পারে। আক্ষরিক অর্থেই বিভিন্ন রাইডিং কন্ডিশনে এসব বাড়তি ফিচার রাইডিংয়ের আরাম বাড়ায় এবং বিভিন্ন সারফেস ও ওয়েদার কন্ডিশন ভালোভাবে মোকাবেলা করতে সাহায্য করে।
বেসিক রুট প্ল্যান, ম্যাপিং এবং নেভিগেশন প্ল্যান করুন
একটি লং মোটরসাইকেল ট্রিপের প্রস্তুতির মধ্যে ট্রিপের বেসিক রুটপ্ল্যান ডিজাইন বা ম্যাপিং করা অন্যতম গুরুত্বপূর্ণ একটি বিষয়। এটি আক্ষরিক অর্থেই পুরো রাইডের একটি সংক্ষিপ্ত চিত্র পেতে সাহায্য করে। এর ফলে রাইড চলাকালিন সময় অপ্রত্যাশিত ঝামেলা কমে যায়।
এছাড়াও পথিমধ্যে বিভিন্ন ভিজিটিং স্পট খুঁজের বের করা, রোড নেভিগেশন, ও টাইমিং মিলিয়ে চলার বিষয়টিও অনেক সহজ হয়। আর সঠিক ট্রিপ-লেআউট হলে, যেকেউই চাইলে মোবাইল অ্যাপস ব্যবহার করে বা ডেডিকেটেড নেভিগেশন সিস্টেম ব্যবহার করে সহজেই সেইমতো অনরোড নেভিগেশন চালিয়ে যেতে পারেন এবং প্রয়োজনে বিকল্প পথও বেছে নিতে পারেন।
সঠিক ধরনের লাগেজ নির্বাচন করুন
একটি লং অ্যাডভেঞ্চার মোটরসাইকেল রাইডে সঠিক লাগেজ সিস্টেম বেছে নেয়াটাও খুবই গুরুত্বপূর্ণ। চাইলে যে কেউ হার্ড-প্যানিয়ার বা সফট-প্যানিয়ার লাগেজ ব্যবহার করতে পারেন। অথবা ট্রিপ ক্যাটাগরি, টেরেইন কন্ডিশন, রাইডিং এরিয়ার ওয়েদার কন্ডিশন, এবং ব্যবহৃত মোটরসাইকেলের ধরন অনুযায়ী উপযোগী স্যাডলব্যাগ ব্যবহার করতে পারেন। তবে লাগেজের টাইপ ও ক্যাপসিটি সঠিকভাবে নির্ধারন করার উপরই মোটরসাইকেলের সার্বিক ওয়েট ডিষ্ট্রিবিউশন, রাইডের কম্ফোর্ট, বহনকৃত গ্যাজেটের নিরাপত্তা, প্রভৃতি নির্ভর করে। আর সেকারনেই ভালোমানের টেইল টপ, স্যাডল ব্যাগ এবং ট্যাঙ্ক ব্যাগের সমন্বয়ে লাগেজ সিস্টেম সাজানো উচিৎ।
নিজস্ব নিরাপত্তা পরিকল্পনা রাখা
যেকোনো লং মোটরসাইকেল রাইডের প্রস্তুতিতে চেনা হোক বা অচেনা, যেকোন এলাকায় রাইড সময়কালীন সময় নিজের নিরাপত্তা নিশ্চিতে বিস্তারিত পরিকল্পনা রাখা উচিৎ। এজন্য ট্রাভেলিং এরিয়া সম্পর্কে যথেষ্ট খোঁজ-খবর নিন। এক্ষেত্রে রাজনৈতিক পরিস্থিতি, সামাজিক অস্থিরতা, আবহাওয়া পরিস্থিতি, স্থানীয় ঘটনাপ্রবাহ প্রভৃতি বিবেচনা করুন। আর রাইডের সময়ও সবসময় সামনের এলাকার খোঁজ-খবর রাখুন ও তথ্য সংগ্রহ অব্যহত রাখুন। এতে করে অপ্রত্যাশিত ঝামেলা এড়ানো যেমন সহজ হবে তেমনি সেই অনুযায়ী দ্রুত পরবর্তী পদক্ষেপ নেয়া সম্ভব হবে।
মোটরসাইকেলের নিরাপত্তার বিষয়ে ভাবুন
যেকোন রাইডে তো বটেই, চেনা বা অচেনা যেকোন এলাকায় লং রাইডের প্রস্তুতিতে মোটরসাইকেলের সেফটি নিয়েও বেশ ভালো প্লানিং থাকা জরুরী। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। এরকম লম্বা রাইডে পথিমধ্যে ও অচেনা এলাকায় রাত্রিযাপনকালে নিজের নিরাপত্তা নিশ্চিতের সাথে সাথে নিজের মোটরসাইকেলটিও নিরাপদ স্থানে রাখা উচিৎ। একারণেই রাইডিং এরিয়ার বিশদ তথ্য সংগ্রহের সাথে সাথে নিরাপদ পার্কিংসহ রাত্রিযাপনের স্থান সমূহেরও তথ্য সংগ্রহ করা উচিৎ।
আর প্রতিটি স্থানে মোটরসাইকেল পার্ক করার সময় নিরাপত্তার বিষয়টি যেমন নিশ্চিত হওয়া জরুরী তেমনি রাত্রিযাপনের স্থানে বা হোটেলে নিরাপদ পার্কিংজোন রয়েছে কিনা তা জেনে নিয়ে হোটেল বুকিং করা উচিৎ। এছাড়াও মোটরসাইকেলে নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা যেমন: একাধিক লকিং সিস্টেম, বার্গলার অ্যালার্ম, জিপিএস সিকিউরিটি সিস্টেম ইত্যাদি থাকা জরুরী। আর খোলা পার্কিং জোনে মোটরসাইকেলটিকে ধুলো, বৃষ্টি, তুষার প্রভৃতি থেকে রক্ষার জন্য একটি মোটরসাইকেল কভারও সাথে রাখা যেতে পারে।
বিকল্প বা ব্যাকআপ পরিকল্পনা রাখা
দীর্ঘ সময়ের মোটরসাইকেল অ্যাডভেঞ্চার ট্রিপগুলিতে মোটরসাইকেল নিয়ে চলার সময় আকস্মিক ও অপ্রত্যাশিত পরিস্থিতির সম্মুখীন হওয়াটা খুবই স্বাভাবিক। এরকম পরিস্থিতি এড়াতে বিকল্প বা ব্যাকআপ প্ল্যান বেশ কাজে দেয়। তাই লম্বা সময়ের দীর্ঘ রাইডের প্রস্তুতির সময় এবং ট্রিপ চলাকালীন সময়ে মূল পরিকল্পনার পাশাপাশি একটি বিকল্প পরিকল্পনা হাতে রাখা সবসময়েই ফলদায়ক। এটি নি:সন্দেহে বিভিন্ন ঝুঁকি কমাতে ও ঝামেলা এড়াতে সাহায্য করে, আর বেশিগ্রহনযোগ্য বিকল্প উপায় বেছে নিয়ে আরামদায়কভাবে এগিয়ে যাওয়ার পথ খোলা রাখে।
সবকিছু ডাবল চেক করুন
পরিশেষে, একটি দীর্ঘ সময়ের লম্বা মোটরসাইকেল রাইডের জন্য প্রস্তুত হওয়ার সময় ধীরোবে সব প্লান করুন। আমাদের উপরে উল্লিখিত পরামর্শগুলি গভীরভাবে বিবেচনা করুন। আর সুষ্ঠ প্রস্তুতির স্বার্থে প্রয়োজনীয় অপ্রয়োজনীয় সবকিছুই ডাবল চেক করুন।
এতে করে আপনার বাড়তি সময় ও প্রচেষ্টা ব্যায় হলেও আমরা আপনাকে আশ্বস্ত করতে পারি, আপনি এতে কখনই অনুশোচনা বোধ করবেন না। বরং নিশ্চিতভাবেই আপনার প্রয়াস ও পরিকল্পনা প্রায় ত্রুটিমুক্ত হবে। আর নিসন্দেহে এতে আপনি আরো বেশি আত্মবিশ্বাসী হয়ে রাইডে নেমে পড়তে পরবেন এবং একটি উপভোগ্য ও আরামদায়ক ট্রিপ সম্পন্ন করবেন; ধন্যবাদ।
T
Published by Saleh Bangla