Shares 2
রয়্যাল এনফিল্ড বাংলাদেশ গত এক বছরে ১২ হাজার ব্যবহারকারীর মাইলফলক স্পর্শ করায় বিশেষ ঘোষণা দিল
Last updated on 13-Dec-2025 , By Badhan Roy
বিশ্বখ্যাত রয়্যাল এনফিল্ড বাংলাদেশ গত এক বছরে ১২ হাজার ব্যাবহারকারীর মাইলফলক স্পর্শ করায় বিশেষ ঘোষণা দিল। মোটরসাইকেল প্রস্তুতকারক কোম্পানি রয়্যাল এনফিল্ড বাংলাদেশে যাত্রা শুরু করে গত বছর অক্টোবর মাসে। ১২৪ বছর পুরাতন বিশ্বের সবচেয়ে পুরাতন এই মোটরসাইকেল ব্র্যান্ডটি ইফাদ মটরস লিমিটেড এর হাত ধরে গত বছর অক্টোবর মাসে লঞ্চ করা হয় বাংলাদেশে।

রয়্যাল এনফিল্ড বাংলাদেশ গত এক বছরে ১২ হাজার ব্যবহারকারীর মাইলফলক করেছে
রয়্যাল এনফিল্ড বাংলাদেশ গত এক বছরে আনুষ্ঠানিক ভাবে তাদের প্রি-বুকিং বাইকগুলো ডেলিভারি শুরু করে গত বছর ডিসেম্বর থেকে। লঞ্চিং এর পরপরই বাইক প্রেমীরা রয়্যাল এনফিল্ডের তেজগাঁও এর ফ্ল্যাগশিপ শোরুম গুলোতে যেমন ভিড় করেছিলেন তেমনই স্বল্প সময়ের মধ্যে তাদের অসংখ্য প্রি-বুকিং এর আবেদন জমা পড়ে।
রয়্যাল এনফিল্ড বাংলাদেশ শুরুতে একটি মাত্র ফ্ল্যাগশিপ শোরুম দিয়ে তাদের কার্যক্রম শুরু করলেও বর্তমানে সারাদেশে ১৯ টি শোরুমে তাদের কার্যক্রম চলমান এবং প্রতিটি শোরুমেই বর্তমানে ৩এস অর্থাৎ সেলস, স্পেয়ার এবং সার্ভিস সেবার ব্যবস্থা রয়েছে।

আরও পড়ুনঃ বাংলাদেশে সকল মোটরসাইকেলের দাম
বিক্রয় ও বিক্রয়োত্তর সেবা এবং আইকনিক রয়্যাল এনফিল্ড ব্র্যান্ডের লিগ্যাসি- সব মিলিয়ে গত একবছরে ইফাদ মটরস লিমিটেড ১২ হাজারের অধিক রয়্যাল এনফিল্ড ব্যাবহারকারীদের মাইলফলক স্পর্শ করতে সক্ষম হয়েছে।

প্রথম বর্ষপূর্তি এবং স্বল্প সময়ে এত পরিমাণ ব্যবহারকারীর মাইলফলক স্পর্শ করায় ইফাদ মটরস লি. বাইকারদের প্রতি বিশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। বাইকারদের প্রতি ধন্যবাদ জ্ঞাপনের নিদর্শন হিসেবে তারা তাদের আইকনিক ক্লাসিক ৩৫০ মডেল এর গানমেটাল গ্রে এডিশনের বাইকের উপর ১০ হাজার টাকার ক্যাশব্যাক অফার ঘোষণা করেছেন।
অফারটি রয়্যাল এনফিল্ডের প্রতিটি অফিশিয়াল শোরুমের জন্যই প্রযোজ্য। তাই দেরি না করে এই আকর্ষণীয় বর্ষপূর্তি উপহার গ্রহণ করুন এবং রয়্যাল লিগাসি তে যোগ দিন। আরো বিস্তারিত জানতে রয়্যাল এনফিল্ডের ফেসবুক পেজ এবং নিকটস্থ অফিশিয়াল শোরুমে যোগাযোগ করুন।
T
Published by Badhan Roy