Shares 2

রিভো বাংলাদেশে এবার তাদের কাস্টমারদের জন্য নিয়ে এসেছে রিভো হোম সার্ভিস

Last updated on 13-Dec-2025 , By Arif Raihan Opu

বর্তমানে বাংলাদেশের ইলেক্ট্রিক ভেহিকল বা টু-হুইলারের জনপ্রিয়তা বেড়েই চলেছে। তাই বাংলাদেশে এখন অনেক আন্তর্জাতিক মানসম্পন্ন ইলেক্ট্রিক স্কুটার ব্র্যান্ড রয়েছে। তবে জনপ্রিয় ইলেক্ট্রিক স্কুটার ব্র্যান্ড হচ্ছে রিভো।

রিভো হোম সার্ভিস

রিভো হোম সার্ভিস

রিভো বাংলাদেশে লঞ্চ হবার পর থেকেই তাদের স্কুটার গুলো দিয়ে সবার দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছে। লুকস, স্টাইল, ডিজাইন এবং পারফর্মেন্স সব দিক থেকেই রিভো কাস্টমারদের চাহিদা পূরণ করতে সক্ষম হয়েছে। 

এছাড়া রিভো বাংলাদেশ সারা দেশে তাদের সার্ভিস সেন্টার এবং শোরুম দ্রুত বিস্তার করেছে। যাতে করে তারা কাস্টমারদের আরও দ্রুত সেবা প্রদান করতে সক্ষম হয়। সেই ধারাবাহিকতায় রিভো বাংলাদেশ নিয়ে এসেছে “হোম সার্ভিস”।

কাস্টমারদের সমস্যার সমাধান এখন বাড়িতে বসেই করা সম্ভব। রিভোর হোম সার্ভিসের মাধ্যমে এখন কাস্টমার নিজ বাড়িতে বসেই তার রিভো স্কুটারটি সার্ভিস করাতে পারবেন। 

রিভোর এই হোম সার্ভিস মুলত সপ্তাহে ৬ দিন রাত ২৪ ঘন্টা প্রদান করা হবে। তবে একদিন সাপ্তাহিক ছুটি রাখা হয়েছে। এছাড়া ৭২ ঘন্টা ওয়ারেন্টি সার্ভিসও প্রদান করা হবে। 

এমনকি ফোন কলের মাধ্যমেও কাস্টমার তাদের স্কুটারের সমস্যা জানতে পারবেন ও সমাধান নিতে পারবেন। তবে শুধু মাত্র ৯ – ৬ পর্যন্ত কলের মাধ্যমে আপনার সমস্যা জানাতে পারবেন। 

ফোন নাম্বার হচ্ছে – ০১৩৩৫০৬৭০৮০

এছাড়া রিভোর সকল অথোরাইজড শোরুম থেকে আপনার সকল সমস্যার সমাধান দ্রুত করা হবে বলে তারা জানিয়েছেন। তাই আপনার পছন্দের রিভো স্কুটারটি ক্রয়ের জন্য রিভোর শুরুমে যোগাযোগ করুন। ধন্যবাদ। 

 

Published by Arif Raihan Opu