Shares 2

রিভো বাংলাদেশের নতুন ই-বাইক A10 ও A12 - সাশ্রয়ী গতিশীলতার গেম চেঞ্জার

Last updated on 12-Mar-2025 , By Raihan Opu Bangla

সারা বিশ্বে বর্তমানে ইলেক্ট্রনিক অটোমোবাইলের চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। বাংলাদেশেও ই-বাইকের জনপ্রিয়তা বৃদ্ধি পাওয়ার কারন হচ্ছে সাশ্রয় – অর্থাৎ জ্বালানী ও মেইনটেইনেন্স খরচ কমানো। দৈনন্দিন যাতায়াতকে নতুন মাত্রায় নিয়ে যেতে জনপ্রিয় ইলেক্ট্রিক ব্র্যান্ড Revoo তাদের REVOO A10REVOO A12 বাইক লঞ্চ করেছে যা অত্যাধুনিক প্রযুক্তি, অসাধারণ ব্যাটারি পারফরম্যান্স এবং দামের দিক দিয়ে বেশ সাশ্রয়ী।

REVOO A10 এবং REVOO A12 লঞ্চিং ইভেন্ট

revoo-a10-and-a12-launching

Revoo A10 মডেলটি তরুনদের জন্য আদর্শ হিসেবে বানানো হয়েছে। আধুনিক ডিজাইনের এই ই-বাইকে রয়েছে সম্পুর্ণ গ্রাফিন ব্যাটারি যা একবার চার্জে ৬৫-৭৫ কি.মি পর্যন্ত চলতে পারে। এই মডেলের টপ স্পিড ৩৫ কি.মি প্রতি ঘন্টা যা নিরাপদ ও আরামদায়ক যাতায়াত নিশ্চিত করে। এই মডেলের মূল্য নির্ধারণ করা হয়েছে মাত্র ৭৯,৯০০ টাকা।

Also Read: Electric Bike Price In Bangladesh

Revoo A12 মডেলের বাইকটি পেশাদার এবং কর্পোরেট ইউজারদের জন্য তৈরি করা হয়েছে। এই মডেলে রয়েছে ৬০ভোল্ট ২৬ এম্পিয়ার সম্পূর্ণ গ্রাফিন ব্যাটারি এবং ১০০০w মোটর। সর্বোচ্চ গতিবেগ ৪৭ কি.মি/ঘন্টা।

একবার ফুল চার্জে এটি চলতে পারবে ৭৫-৮৫ কি.মি প্রতি ঘন্টায়। হাই পারফর্মেন্স ওরিয়েন্টেড এই মডেলটির মূল্য নির্ধারণ করা হয়েছে ৯৯,৯০০ টাকা মাত্র।

গত ৮ই মার্চ, শনিবার মোহাম্মাদপুরে অবস্থিত রিভো বাংলাদেশ এর অফিশিয়াল শোরুমে নতুন দুইটি মডেলের ই-বাইক লঞ্চ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রিভো বাংলাদেশ এর নির্বাহী পরিচালক ভ্যাননি।

Also Read: REVOO Bike Price In Bangladesh

তিনি লঞ্চিং অনুষ্ঠানে বাংলাদেশের মানুষের জন্য আরো টেকসই ও সাশ্রয়ী বৈদ্যুতিক যানবাহনের মাধ্যমে দৈনন্দিন যাতায়াত সহজতর করা নিয়ে তাদের আশার কথা ব্যাক্ত করেন এবং গ্রাহকদের জন্য সর্বোচ্চ সুবিধার অঙ্গীকার করেন।

revoo-a10-and-a12-launching-in-bangladesh-price

নতুন লঞ্চ হওা বাইকগুলোর জন্য ৬ মাসের ডোরস্টেপ সার্ভিস এবং ২৪ মাস পর্যত ওয়ারেন্টি সার্ভিস প্রদান করা হবে বলে জানা গেছে ।

এছাড়াও তাদের শো-রুমে বর্তমানে ১ টাকা মিরাকল মোমেন্ট ক্যাম্পেইনে থাকছে মাত্র ১ টাকায় A10 বাইক কেনার আকর্ষণীয় সুযোগ।

বিস্তারিত তথ্যের জন্য Revoo বাংলাদেশের অফিশিয়াল শোরুম এবং ওয়েবসাইট ভিজিট করুন www.revoo.com.bd
 
 
 
 

Published by Raihan Opu Bangla