Shares 2
রানার বিজয় উৎসব অফার ২০১৯ ০% ডাউন পেমেন্ট অফার - বাইকবিডি
Last updated on 14-Jul-2024 , By Ashik Mahmud Bangla
রানার অটোমোবাইলস বাংলাদেশী মোটরসাইকেল ব্র্যান্ড । রানার বাংলাদেশী মোটরসাইকেল প্রেমীদের জন্য নিয়ে এসেছে দারুন একটি বিজয় উৎসব অফার ২০১৯ । এখন মোটরসাইকেল প্রেমীরা রানার বাইক ০% ডাউন পেমেন্ট কিনতে পারবেন । এছাড়া স্পেয়ার্স পার্টস এর ক্ষেত্রে রয়েছে ১৬% ডিস্কাউন্ট ।
রানার অটোমোবাইলস বাংলাদেশেই তাদের মোটরসাইকেল গুলো তৈরি করে আসছে । তারা বাংলাদেশের বাজার এবং মানুষের ক্রয় ক্ষমতার দিকে লক্ষ্য রেখে মোটরসাইকেল তৈরি ও বাজারজাত করছে । তাদের মোটরসাইকেল গুলো অন্যান্য ব্র্যান্ডের তুলনায় দামে কিছুটা কম । তাই রানার বাংলাদেশে কমিউটার সেগমেন্টে নিজেদের একটা জায়গা করে নিয়েছে ।
বিজয় উৎসব অফার ২০১৯
Model | Price |
Knight Rider | 1,40,000 |
Turbo 125 | 1,18,500 |
Kite+ | 83,000 |
Royal+ | 91,000 |
Bullet | 95,000 |
F100-6A | 80,000 |
Cheeta | 79,000 |
AD 80S Deluxe | 69,000 |
AD 80S Alloy | 67,000 |
Bike RT | 59,000 |
রানার এই বিজয় উৎসব অফার ২০১৯ এ দিচ্ছে ০% ডাউন পেমেন্ট এ বাইক । এর মানে হচ্ছে আপনি শুধু মাসিক কিস্তির ফি দিয়ে আপনি বাইক নিতে পারবেন । এতে করে আপনার ডাউন পেমেন্টের একটা বড় টাকা আপনাকে এক সাথে দিতে হচ্ছে না । রানার সর্বোচ্চ ৩০ মাসের কিস্তিতে লোন দিচ্ছে । এছাড়া আপনি চাইলে ৬ থেকে ২৪ মাস পর্যন্ত লোন নিতে পারবেন । এছাড়া ১৬টি ফ্রি সার্ভিস পাচ্ছেন । এর সাথে থাকছে স্পেয়ার্স পার্টসের ক্ষেত্রে ১৬% ডিস্কাউন্ট । এই অফারটি খুব সীমিত সময়ের জন্য দেয়া হয়েছে ।
রানারের জনপ্রিয় বাইকের মধ্যে রয়েছে রানার নাইট রাইডার, রানার টার্বো ১২৫, রানা বুলেট, রানার এডি ৮০ । এছাড়া রানারের কাইট প্লাস স্কুটারটি স্কুটারের মধ্যে জনপ্রিয় স্কুটার । এছাড়া রানার দিচ্ছে বাংলাদেশের সবচেয়ে কম দামের বাইক । এই বাইকটি হচ্ছে রানার বাইক আরটি । বাইকটি ৮০সিসির সিঙ্গেল সিলিন্ডার, ইঞ্জিন বিশিষ্ট একটি বাইক । যার ইঞ্জিন থেকে ৬বিএইচপি পর্যন্ত ক্ষমতা উৎপন্ন হয় । বাইকটি মাইলেজের দিক থেকেও অনেক ভাল, বাইকটি প্রতি লিটারে ৭৬ কিমি পর্যন্ত মাইলেজ দিতে সক্ষম । রানার টার্বো ১২৫ বর্তমানে রানারে জনপ্রিয় বাইকের মধ্যে একটি । বাইকটি ডিজাইন, স্টাইল এবং লুকস ১২৫সিসির কমিউটার সেগমেন্টে অন্যতম । বাইকটিতে দেয়া হয়েছে ১২৫ সিসি বিশিষ্ট, সিঙ্গেল সিলিন্ডার, ৪ স্ট্রোক, দুটি ভাল্ব, এয়ার কুল্ড ইঞ্জিন দেয়া হয়েছে । ইঞ্জিন থেকে 11.256 bph @ 8500rpm এবং 11.0 N.m @ 7000 rpm পর্যন্ত ক্ষমতা উৎপন্ন হয় । রানার বর্তমানে নেপালে তাদের বাইক রপ্তানী করছে । নেপালের বাজার ধরতে তারা ইতিমধ্যে উচ্চ সিসির বাইক তৈরি করছে । রানারের এই বিজয় উৎসব অফার ২০১৯ বাইকারদের জন্য একটি দারুন অফার । আশা করা যাচ্ছে এতে করে যারা বাইক কিনতে আগ্রহী তারা নিজেদের স্বপ্নের রানার বাইকটি কিনতে পারবেন ।
T
Published by Ashik Mahmud Bangla