Shares 2

মোটরসাইকেল এ অসহায়দের মাঝে “উপহার” দিচ্ছেন একদল তরুন!

Last updated on 13-Jul-2024 , By Ashik Mahmud Bangla

তাঁরা বেশির ভাগই কলেজ ছাত্র। কেউ কেউ পড়ালেখা শেষ করে চাকুরী খুঁজছেন। কেউ কেউ টিউশনি করছেন। এমন একদল তরুন করোনাভাইরাসের প্রকোপে কর্মহীন মধ্যবিত্ত পরিবারকে খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছেন। তাঁরা নিজেরা টাকা তুলে এই কাজটি শুরু করেন । ত্রাণ নয় এটি তাঁরা নাম দিয়েছেন ” উপহার “। রাঙ্গুনিয়া উপজেলার বিভিন্ন এলাকায় মোটরসাইকেল এ গিয়ে গত তিনদিনে ১৭০ পরিবারে এসব খাদ্য সামগ্রী তুলে দেন। রাঙ্গুনিয়া ব্লাড ব্যাংক নামে স্বেচ্ছাসেবী একটি সংগঠনের ৪০ জন তরুন এডমিন ও সদস্য স্বেচ্ছায় এই কাজটি করছেন। জানতে চাইলে সংগঠনের এডমিন মো. হাবীবুর রহমান বলেন, ” করোনার প্রকোপের কারনে সরকারি বিধিনিষেধ থাকায় কর্মজীবি লোকজন কাজে বের হতে পারছেন না।

মোটরসাইকেল এ অসহায়দের মাঝে “উপহার” দিচ্ছেন একদল তরুন!  

 

মধ্যবিত্ত অনেক পরিবার আছে যারা কাউকে কিছু বলতে পারছেন না তাঁদের জন্য এই উদ্যোগ। এ মাসের শুরুতে রাঙ্গুনিয়া ব্লাড ব্যাংকের ফেসবুক পেইজে কর্মহীন অসহায় মানুষের পাশে দাঁড়াতে সহযোগিতা চেয়ে স্ট্যাটাস দেয়া হয়। আমরা বেশ কয়েকজনের কাছে সাড়া পায়। তাঁদের সহযোগিতা ও নিজেদের প্রত্যেকের কাছ থেকে টাকা তুলে কাজটি শুরু হয়। যারা সমস্যায় আছেন কিংবা কাজ নেই কাউকে বলতে পারছেন না তাঁদের সহযোগিতা করার জন্য আরেকটি স্ট্যাটাসটি দেয়া হয়। তারপর থেকে ম্যাসেঞ্জারে বিভিন্ন ক্ষুদে বার্তা আসতে থাকে। 

যাচাই করে ১৭০ জনকে রোববার থেকে মঙ্গলবার(১৪ এপ্রিল) রাত পর্যন্ত মোটরসাইকেল করে এসব খাদ্য সামগ্রী পৌঁছে দেয়া হয়। হাবীবুর রহমান আরো বলেন, “অনেকেই দিনের বেলা খাদ্য সামগ্রী নিতে সংকোচ করবেন। তাই রাতেই পৌঁছেই দেয়া হয় এসব খাবার। খাদ্য সামগ্রীর মধ্যে চাল,ডাল, আলুসহ ৮ রকমের পণ্য প্রতি পরিবারকে সাড়ে ১০ কেজি করে দেয়া হয়। খাদ্য সামগ্রী পৌঁছানোর কাজটি চলমান।

সংগঠনের অন্যতম এডমিন তরুন শহীদুল ইসলাম শহীদ ও আদনান ফাহিম বলেন, ” এটি লোক দেখানো কার্যক্রম নয়, সত্যিকার অর্থে যারা কর্মহীন তাঁদের হাতে এসব খাদ্য সামগ্রী তুলে দেয়া হচ্ছে। খাদ্য সামগ্রী দিতে গ্রহীতার কোনো ছবি তোলা হয়নি। করোনার প্রকোপ থাকাকালীন যে কেউ চাইলে তাঁদের মাধ্যমে ত্রাণ কিংবা খাদ্য সামগ্রী পৌছাতে পারেন। ত্রাণ পৌঁছানোর কার্যক্রমটি দুয়েকদিনের মধ্যে শুরু করবেন।

 

মোটরসাইকেল এর মাধ্যমে রাঙ্গুনিয়ার প্রত্যন্ত অঞ্চলে গিয়ে তাঁরা খাদ্য পৌছাবেন জানিয়েছেন। ফেসবুকের মাধ্যমে এটি প্রচার করছেন তাঁরা। এই বিষয়ে জানতে চাইলে স্থানীয় ব্যবসায়ী ও মানবাধিকার নেতা মো. মাহাবুবুল আলম সিকদার বলেন, ” এইসব তরুনদের ব্যতিক্রমী কার্যক্রম সবার নজর কাড়ছে। মার্চের শুরুতে উপজেলার বিভিন্ন সড়কে যানবাহনে জীবানুনাশক ছিটিয়েছে এই দলটি। তরুনদের এসব কার্যক্রমে সহযোগিতা করা দরকার। এই বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদুর রহমান বলেন, ” স্বেচ্ছাসেবী তরুনদের এসব ভালো কাজ দেখে অন্যরা এগিয়ে আসলে সাধারণ মানুষ উপকৃত হবে।   

তথ্যসুত্রঃ বীরকন্ঠ

Published by Ashik Mahmud Bangla

Best Bikes

Honda CB Hornet 160R

Honda CB Hornet 160R

Price: 169800.00

Honda CB Hornet 160R ABS

Honda CB Hornet 160R ABS

Price: 255000.00

Honda CB Hornet 160R CBS

Honda CB Hornet 160R CBS

Price: 212000.00

View all Best Bikes

Upcoming Bikes

Zontes 703 RR

Zontes 703 RR

Price: 0.00

I-am RAPID

I-am RAPID

Price: 0.00

Salida ZL 9

Salida ZL 9

Price: 0.00

View all Upcoming Bikes