Shares 2
বাইক মডিফিকেশন করার আগে মডিফিকেশন মামলা সম্পর্কে জানুন
Last updated on 30-Jul-2024 , By Ashik Mahmud Bangla
নিজের সখের বাইকটাকে মডিফিকেশন করতে আমরা সবাই পছন্দ করি , কিন্তু মডিফিকেশন করে মডিফিকেশন মামলা এর সম্মুখীন হলে সেটা অনেক বড় একটা সমস্যা। মডিফিকেশন বাইক নিয়ে রাস্তায় বের হয়ে অনেকেই মামলার সম্মুখীন হয়েছেন , কেউ বা পুলিশের সাথে তর্কে জড়িয়ে গেছেন। কিন্তু আইন আসলে কি বলে , বাইকের মডিফিকেশন মামলা কি আসলেই হয় ? চলুন আজ এই সম্পর্কে বিস্তারিত জেনে নেয়া যাক।
বাইক মডিফিকেশন মামলা
সড়ক পরিবহণ আইন ২০১৮ এর ৪৭ নং আইন এর সপ্তম অধ্যায় এ মোটরযানের নির্মাণ, সরঞ্জাম বিন্যাস ও রক্ষণাবেক্ষণ নিয়ে স্পষ্ট বলা হয়েছে ,
৪০। (৩) কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত কারিগরি বিনির্দেশের (technical specification) ব্যত্যয় ঘটাইয়া কোনো মোটরযানের দৈর্ঘ্য , প্রস্থ , উচ্চতা , হুইল বেইজ , রিয়ার ওভার হ্যাংগ , ফ্রন্ট ওভার হ্যাংগ , সাইড ওভার হ্যাংগ , চাকার আকৃতি , প্রকৃতি ও অবস্থা , ব্রেক ও স্টিয়ারিং গিয়ার , হর্ন , সেফটি গ্লাস , সংকেত প্রদানের লাইট ও রিফ্লেক্টর , স্পিড গভর্নর , ধোঁয়া নির্গমণ ব্যবস্থা ও কার্বন নিঃসরণের পরিমাণ , শব্দ নিয়ন্ত্রণের মাত্রা বা সমজাতীয় অন্য কোনো কিছু পরিবর্তন করা যাইবে না।
(৪) রেজিস্ট্রেশনকৃত মোটরযানের কোনো কারিগরি , অভ্যন্তরীণ বা বাহ্যিক পরিবর্তনের ক্ষেত্রে , কর্তৃপক্ষের নিকট হইতে নির্ধারিত পদ্ধতিতে অনুমোদন গ্রহণ করিতে হইবে।
(৫) সরকার বা , সরকারের পূর্বানুমোদনক্রমে, কর্তৃপক্ষ, সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, বিশেষ ধরনের মোটরযানের রং নির্ধারণ করিতে পারিবে এবং উক্তরূপ নির্ধারিত রং সরকার বা কর্তৃপক্ষের অনুমোদন ব্যতীত পরিবর্তন করা যাইবে না।
আশাকরি আপনাদের ধারণা এখন ক্লিয়ার , পুলিশ আমাদের অনেক কিছুতেই অনেক ছাড় দিয়ে থাকেন। আর সব সময় একটা কথা মনে রাখবেন আইন তৈরী করা হয় সব সময় আমার আপনার নিরাপত্তার দিক বিবেচনা করে। তাই অযথা আইন না জেনে কখনো পুলিশের সাথে তর্কে জড়িয়ে যাবেন না। আপনি যদি সঠিক থাকেন তাহলে আপনাকে কেউ কখনো মামলা দিতে পারবে না। আর এই আইনগুলো কিন্তু শুধুমাত্র বাইকের জন্য প্রযোজ্য না, রাস্তায় চলাচলকারী সব যানবাহনের জন্য এই আইন প্রযোজ্য।
বাইক চালানোর সময় সব সময় নিজের নিরাপত্তার কথা মাথায় রেখে বাইক রাইড করুন , একটা জিনিস সব সময় মনে রাখবেন আমরা যারা দুই চাকা ব্যবহার করি কোন দূর্ঘটনা ঘটলে কিন্তু আমাদের ক্ষতি সবচেয়ে বেশি হবে।
T
Published by Ashik Mahmud Bangla