Shares 2

ভেজা রাস্তায় বাইক ব্রেক করার সঠিক নিয়ম - জানুন বিস্তারিত

Last updated on 07-Nov-2022 , By Ashik Mahmud Bangla

ভেজা রাস্তায় বাইক ব্রেক করতে গিয়ে অনেক বাইকার ভাই দূর্ঘটনার সম্মুখীন হয়ে থাকেন। বাইক এক্সিডেন্ট যে সব সময় নিজের দোষে হয় এমনটা কিন্তু না। আমি আমার লাইফে এমন অনেক বাইক এক্সিডেন্ট দেখেছি যেখানে বাইকারের কোন দোষই ছিলো না। আমরা যারা বাইকার আছি আমাদের উচিৎ রাস্তায় চলাচলের সময় সর্ব্বোচ্চ সতর্ক থাকা। শুকনো রাস্তায় বাইক ব্রেক করা আর ভেজা রাস্তায় বাইক ব্রেক করা দুইটা কিন্তু এক জিনিস না। রাস্তা যখন ভেজা কাদাযুক্ত থাকে তখন সেই রাস্তায় বাইক ব্রেক করতে হলে অনেক কিছু মেনে তারপর বাইক ব্রেক করতে হয়।

ভেজা রাস্তায় বাইক ব্রেক করার পূর্বে যে কাজগুলো করনীয়ঃ

১- ভেজা রাস্তায় বাইক ব্রেক পূর্বে সবার আগে আপনার বাইকের টায়ার প্রেশার সঠিক রাখতে হবে। বাইকের টায়ার প্রেশার যদি বেশি থাকে সেক্ষেত্রে ভেজা রাস্তায় বাইক ব্রেক করলে বাইক স্লিপ করে দূর্ঘটনা ঘটার সম্ভাবনা অনেক বেড়ে যায়।

বর্তমান সময়ে অনেক বাইকার ভাইকে দেখি বাইকের সামনে ৪৫ এবং পেছনে ৫৫ থেকে ৬০ পর্যন্ত প্রেশার দিয়ে থাকে। শুনতে অবাক লাগলেও এটা সত্য অনেকেই এই কাজটা করে থাকেন। কিন্তু এই কাজটা কখনো করা যাবে না , আপনার বাইকের টায়ারে লেখা থাকে আপনার বাইকের টায়ারের জন্য রিকমন্ডেড টায়ার প্রেশার কত।

রিকমন্ডেড টায়ার প্রেশার থেকে কিছুটা বেশি আপনি রাখতে পারেন কিন্তু তারমানে এই না যে আপনি টায়ার প্রেশার অনেক বেশি রাখবেন।

২- রাস্তায় চলাচল করার সময় এমন অনেক বাইকার ভাইকে দেখি যাদের বাইকের টায়ারে কোন বিট থাকে না। সামান্য কিছু টাকা বাঁচাতে গিয়ে নিজের জীবনকে ঝুঁকিতে ফেলবেন না। ভেজা রাস্তায় সঠিক নিয়মে ব্রেক করতে চাইলে আপনার বাইকের টায়ারের গ্রিপ ভালো থাকতে হবে।

৩- ভেজা রাস্তায় বাইক ব্রেক করার পূর্ব শর্ত হচ্ছে বাইকের হ্যান্ডেল অবশ্যই সোজা রাখতে হবে। বাইকের হ্যান্ডেল যদি বেঁকে যায় সেক্ষেত্রে আপনার বাইক স্লিপ করার সম্ভাবনা অনেক বেড়ে যায়। সেজন্য এই দিকটিতে খেয়াল রাখুন।

৪- অতিরিক্ত গতি পরিহার করতে হবে , কারন অতিরিক্ত গতি নিয়ে ভেজা রাস্তায় বাইক ব্রেক করতে গেলে দূর্ঘটনার সম্ভাবনা অনেক বেড়ে যায়।

ভেজা রাস্তায় বাইক ব্রেক করার সঠিক নিয়মঃ

১- ভেজা রাস্তায় বাইক সঠিক নিয়মে ব্রেক করতে হলে ইঞ্জিন ব্রেক করার চর্চা করুন। ইঞ্জিন ব্রেক বাইকের জন্য সবচেয়ে নিরাপদ ব্রেকিং। তবে একটা কথা মনে রাখবেন আপনি ইঞ্জিন ব্রেকে অভ্যস্ত না হলে ব্যস্ত রাস্তায় কখনো ইঞ্জিন ব্রেক করতে যাবেন না।

২- সামনের ব্রেক ধরার বদ অভ্যাসটা বাদ দিয়ে দিন। অনেক বাইকার ভাই আছেন যারা সামনের ব্রেক হার্ড ব্রেক করার কারনে দূর্ঘটনার সম্মুখীন হয়ে থাকেন। সব সময় বাইকের সামনের এবং পেছনের ব্রেক একসাথে ধরার চেষ্টা করুন। এতে করে অল্প সময়ে আপনি ভেজা রাস্তায় বাইক নিরাপদে ব্রেক করতে পারবেন।

আপনি যদি এই দুইটি নিয়ম মেনে বাইক ব্রেক করেন তাহলে ভেজা রাস্তায় ব্রেক করার সময় আপনি নিরাপদ থাকতে পারবেন। তবে সব কিছুই চর্চার ব্যাপার তাই নিরাপদ ব্রেকিং এর চর্চা করুন এবং নিয়ন্ত্রিত গতিতে বাইক রাইড করুন।

Published by Ashik Mahmud Bangla