Shares 2
বিদেশি নাগরিকের ড্রাইভিং লাইসেন্স দেশে ব্যবহার করার নিয়ম
Last updated on 28-Jul-2024 , By Ashik Mahmud Bangla
বিদেশি নাগরিকের ড্রাইভিং লাইসেন্স দিয়ে যদি আমাদের দেশে আপনি যানবাহন চালাতে যান সেক্ষেত্রে আপনি কিন্তু আইনগত সমস্যার সম্মুখীন হবেন। আমাদের অনেকে ভাই আছেন যারা দেশের বাইরে থাকেন এবং তারা সেই দেশের নাগরিক , তাদের কাছে দেশের বিদেশি ড্রাইভিং লাইসেন্স আছে। কিন্তু আমাদের দেশের যে ড্রাইভিং লাইসেন্স সেটা তাদের কাছে নেই। এখন কথা হচ্ছে যারা এই ধরণের সমস্যার সম্মুখীন হয়েছেন তাদের বিষয়ে সড়ক পরিবহন আইন ২০১৮ কি বলছে সেই সম্পর্কেই আমরা আজ বিস্তারিত জানবো।
সড়ক পরিবহণ আইন ২০১৮ এর ৪৭ নং আইন এর ৯ ধারায় বলাহয়েছে ,
(১) যে কোনো বিদেশি নাগরিক তাহার নিজ দেশের যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত ড্রাইভিং লাইসেন্স কর্তৃপক্ষের নিকট উপস্থাপন ও পৃষ্ঠাঙ্কন করাইয়া উক্ত লাইসেন্সের মেয়াদকালে সমগ্র বাংলাদেশে মোটরযান চালনা করিতে পারিবেন।
(২) যে কোনো বিদেশি নাগরিক ড্রাইভিং লাইসেন্স প্রাপ্তির জন্য, নির্ধারিত ফিস প্রদান সাপেক্ষে, নির্ধারিত ফরমে ও পদ্ধতিতে কর্তৃপক্ষের নিকট আবেদন করিতে পারিবেন এবং উক্তরূপ কোনো আবেদন করা হইলে, তাহাকে এই আইনের অধীন ড্রাইভিং লাইসেন্স প্রদান করা যাইবে।
(৩) কোনো বিদেশি নাগরিক এই আইন, বিধি বা প্রবিধানের কোনো বিধান বা লাইসেন্সে প্রদত্ত কোনো শর্ত লঙ্ঘন করিলে, কর্তৃপক্ষ তাহার ড্রাইভিং লাইসেন্স স্থগিত, রহিত বা বাতিল করিতে পারিবে বা পৃষ্ঠাঙ্কিত বিদেশি ড্রাইভিং লাইসেন্স অকার্যকর করিতে পারিবে এবং এইরূপ ক্ষেত্রে সংশ্লিষ্ট বিদেশি নাগরিক বাংলাদেশে কোনো মোটরযান চালনা করিতে পারিবেন না।
সুতরাং আপনার কাছে যদি বিদেশি ড্রাইভিং লাইসেন্স থাকে সেক্ষেত্রে আপনি এই নিয়মগুলো মেনে সেই লাইসেন্স দিয়ে বাংলাদেশে যানবাহন চালাতে পারবেন।
T
Published by Ashik Mahmud Bangla