Shares 2
বিএইচএল উদ্বোধন করেছে তাদের ইঞ্জিন এসেম্বলি প্লান্ট
Last updated on 29-Jul-2024 , By Shuvo Bangla
বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড (বিএইচএল) সম্প্রতি গ্লোবাল স্ট্যান্ডার্ড অপারেশন এর আওতায়, ম্যানুফ্যাকচারিং ক্যাটাগরি ১ এর আওতায় সম্মানিত করা হয়েছে। গত ২৭ ফেব্রুয়ারি ২০২১ তারিখে ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ (এনআরবি) এর সিনিয়র সচিব, ইন্টারনাল রিসোর্স ডিভিশন ও চেয়ারম্যান মিস্টার আবু হেনা মোঃ রাহমাতুল মুনিম হোন্ডা এর ম্যানুফ্যাকচারিং ফ্যাক্টরি ভিজিট করেন।
বিএইচএল উদ্বোধন করেছে তাদের ইঞ্জিন এসেম্বলি প্লান্ট
তার এর সাথে আরও উপস্থিত ছিলেন, এনআরবি এর সদস্য মিস্টার সৈয়দ গোলাম কিবরিয়া, ডা. আব্দুল মান্নান সিকদার, জাকিয়া সুলতানা, হাফিজ আহমেদ মোরশেদ, অপূর্ব কান্তি দাস, প্রদিত্যু কুমার সরকার সহ আরও অনেক অফিশিয়াল এই ফ্যাক্টরি পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন।
অপর দিকে বিএইচএল এর পক্ষে সেখানে উপস্থিত ছিলেন, সিইও এবং ম্যানেজিং ডিরেক্টর মিস্টার হিমিহিকো কাতসুকি, তার সাথে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড এর হেড অফ ফাইন্যান্স ও কার্মাশিয়াল, মিস্টার শাহ মোহাম্মদ আশিকুর রহমান। ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ (এনআরবি) এর সিনিয়র সচিব, ইন্টারনাল রিসোর্স ডিভিশন ও চেয়ারম্যান মিস্টার আবু হেনা মোঃ রাহমাতুল মুনিম এর এই ফ্যাক্টরি পরিদর্শনে বিএইচএল এর কর্মকর্তা ও কর্মচারীরা অনেক বেশি উৎসাহিত হয়েছেন।
এছাড়া তার এই পরিদর্শন আমাদেরকে আরও অনেক বেশি উৎসাহিত করবে বলে, জানান মিস্টার কাতসুকি। তিনি আরও জানান যে তারা এই পরিদর্শনে অনেক বেশি খুশি এবং উৎসাহি হয়েছেন বাংলাদেশের মোটরসাইকেল মার্কেট নিয়ে কাজ করতে।
এছাড়া তিনি আরও বলেছেন যে, বাংলাদেশের মোটরসাইকেল মার্কেট অনেক বেশি সম্ভাবনাময়। তার সাথে সরকারের নীতি নির্ধারন অনুযায়ী আমরা আমাদের নতুন প্লান্ট ও ইনভেস্টমেন্টে করেছি। আমরা বর্তমানে বাংলাদেশে সুইং আর্ম এবং ফ্রেম তৈরি করছি। এর সাথে আমরা সম্পূর্ন ভাবে ইঞ্জিন এসেম্বলি লাইন আমাদের প্লান্টে বসিয়েছি।
আমাদের লক্ষ্য হচ্ছে গ্লোবাল স্ট্যান্ডার্ড রেখে বাংলাদেশের জন্য মোটরসাইকেল তৈরি করা। অপর দিকে আমাদের R&D এর থেকে আমরা বাংলাদেশের জন্য সবচেয়ে সাশ্রয়ী দামে মোটরসাইকেল তৈরি করেছি Honda Dream Neo, বাইকটির বর্তমানে দাম হচ্ছে ৮৯,৯০০/- টাকা। হোন্ডা সব সময় সাশ্রয়ী মুল্যে ও এর সাথে কোয়ালিটির কোন আপোষ করে না।
তারা স্ট্যান্ডার্ড বজায় রেখে সব কিছু তৈরি করে থাকে এবং সবার মাঝে যোগাযোগের স্বাধীনতায় বিশ্বাসী। বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড সরকার এবং সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞ যে তারা তাদের উপর আস্থা রেখেছেন। এরপর মিস্টার শাহ মোহাম্মদ আশিকুর রহমান হোন্ডার 4S (Sales, Service, Spare parts and Safety Riding) এর উপর একটি প্রেজেন্টশন প্রদর্শন করেন।
বিএইচএল শুধু মাত্র ইন্ডাস্ট্রি করছে তাই নয়, তারা সমাজিক ভাবে অনেক কাজ করেছে সেই সাথে কর্মসংস্থানের সুযোগ তৈরি করছে। বিএইচএল বাংলাদেশের সরকার ও এনবিআর এর সকলের প্রতি কৃতজ্ঞ যে তারা মোটরসাইকেল ইন্ডাস্ট্রিকে একটা সম্ভাবনাময় খাত হিসেবে দেখছেন। এনবিআর এর SRO অনুযায়ী বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড (বিএইচএল) তাদের ক্যাটাগরি ২ ম্যানুফ্যাকচারিং প্লান্ট স্থাপন করেছে।
লোকাল প্রযুক্তিযুক্ত করার মাধ্যমে হোন্ডা SRO অনুযায়ী বাংলাদেশে ক্যাটাগরি ১ প্লান্ট স্থাপন করে এবং ১৫৫সিসি পর্যন্ত ম্যানুফ্যাকচার করতে পারবে। বিএইচএল সব সময় এনআরবি এর SRO মেনেই মোটরসাইকেল তৈরি করে আসছে। ২০১৫ সালে হোন্ডা ড্রিম নিও এর দাম ছিল ১,৪৯,০০০/- টাকা, কিন্তু বর্তমানে লোকাল ম্যানুফ্যাকচারের কারণে ২০২০ এর ডিসেম্বর থেকে বাইকটির দাম কমে আসে ৮৯,৯০০/- টাকা।
দাম কমেছে প্রায় শতকরা ৪০ ভাগ। সরকারের উদ্যোগের কারণে বর্তমানে মোটরসাইকেল একটি প্রয়োজনীতা হিসেবে দেখা হচ্ছে। বিএইচএল বাংলাদেশে মোটরসাইকেল সেক্টরে আরও বেশি ইনভেস্ট করবে বলে আশা করা যাচ্ছে, তবে এর জন্য তাদের প্রয়োজন নীতি নির্ধারনের সামঞ্জস্যতা।
বিএইচএল পুরোপুরি ইঞ্জিন এসেম্বলি লাইন স্থাপন করেছে যাতে করে বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট নিশ্চিত করা যায়। ধন্যবাদ।
T
Published by Shuvo Bangla