Shares 2

বিএইচএল লঞ্চ করেছে নতুন Honda XBlade 160 2024

Last updated on 11-Aug-2024 , By Raihan Opu Bangla

বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড (বিএইচএল) সম্প্রতি একটি জমকালো আয়োজনের মাধ্যমে বাংলাদেশে লঞ্চ করেছে Honda XBlade এর নতুন একটি ভার্সন, যা হচ্ছে Honda XBlade 160 2024। 

বিএইচএল লঞ্চ করেছে নতুন Honda XBlade 160 2024

বিএইচএল লঞ্চ করেছে নতুন Honda XBlade 160 2024

নেকেড কমিউটার স্পোর্টস সিরিজে বর্তমানে Honda XBlade 160 অনেক জনপ্রিয় একটি মডেল। এই মডেলটি ইতিমধ্যে বাইকারদের মনে জায়গা করে নিয়েছে। বাইকটির লুকস, ডিজাইন ও পারফর্মেন্স এই সেগমেন্টের জন্য বেশ প্রতিদ্বন্দিতাপূর্ন একটি মডেল। 

বিশেষ ভাবে এই বাইকটির মাইলেজ সবাইকে অবাক করে দিয়েছে। এই বাইকটি যারা ব্যবহার করছেন তারা অনেকেই জানিয়েছেন যে এই বাইকটি গড়ে ৫২/৫৫ কিলোমিটার প্রতি লিটার মাইলেজ প্রদান করে থাকে। 

এই বাইকটির জনপ্রিয়তা দেখে বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড সম্প্রতি তাদের এই লাইন আপে নতুন ভাবে যুক্ত করেছে Honda XBlade 160 2024 ভার্সন। যদিও বাইকটির ইঞ্জিনে বা মুল ডিজাইনে সেভাবে কোন পরিবর্তন নিয়ে আসা হয়নি। 

তবে বাইকটিতে দেয়া হয়েছে নতুন কালার, গ্রাফিক্স, স্টিকার ডিজাইন, সহ কিছু পরিবর্তন আনা হয়েছে। এছাড়া নতুন ও আধুনিক প্রযুক্তি যুক্ত করা হয়েছে। সব মিলিয়ে বাইকটি আগের চেয়ে আরও বেশি আকর্ষণীয় হয়ে উঠেছে। 

নতুন Honda XBlade 160 2024

এই লঞ্চিং অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিগুয়ারু মাতসুজাকি, সিইও এবং ম্যানেজিং ডিরেক্টর, বিএইচএল, শাহ মোহাম্মদ আশিকুর রহমান, চিফ মার্কেটিং অফিসার, বিএইচএল, সহ আরও উপস্থিত ছিলেন বিএইচএল এর উর্ধ্বতন কর্মকর্তাগণ। 

টিম বাইকবিডি এই অনুষ্ঠানটিতে উপস্থিত ছিল। তারা তাদের সামাজিক যোগাযোগ মাধ্যম দ্বারা এই বাইকারদের সামনে তুলে ধরেছে। 

নতুন Honda XBlade 160 2024 বাইকটিতে দেয়া হয়েছে সম্পূর্ন নতুন রোবো ফেস এলইডি হেডল্যাম্প সহ নতুন ফিউচারিস্টিক গ্রাফিক্স, শক্তিশালী এইচইটি ইঞ্জিন, যা থেকে সর্বোচ্চ ৫২/৫৫ কিলোমিটার পর্যন্ত মাইলেজ পাওয়া যায়। এই বাইকটির দাম রাখা হয়েছে ১,৯৫,০০০/- টাকা। 

বিএইচএল লঞ্চ Honda XBlade 160 2024

বাইকটি হোন্ডার অথোরাইজড শোরুমে পাওয়া যাবে। আপনি যদি হোন্ডার মোটরসাইকেল সম্পর্কে জানতে চান তবে হোন্ডার শোরুমে যোগাযোগ করুন। 

মোটরসাইকেলের দাম, ও বাইকের সবর্শেষ খবর সহ সকল তথ্য জানতে আমাদের ওয়েব সাইট ভিজিট করুন। ধন্যবাদ। 

Published by Raihan Opu Bangla