Shares 2
বাজাজ পালসার এনএস ১৬০ তে চলছে স্ক্র্যাচ কার্ড অফার !!!
Last updated on 28-Jul-2024 , By Saleh Bangla
বাজাজ মোটরসাইকেল এবং উত্তরা মোটরস লিমিটেড এক সাথে উদযাপন করছে ১ কোটি পালসার ব্যবহারকারী পুরো বিশ্বব্যাপি । বাজাজ পালসার হচ্ছে বাজাজের অন্যতম জনপ্রিয় সিরিজ । সম্প্রতি উত্তরা মোটর লিমিটেড দিচ্ছে স্ক্র্যাচ কার্ড অফার । যারাই এখন নতুন বাজাজ পালসার এনএস ১৬০ কিনলেই পাচ্ছেন স্ক্র্যাচ কার্ড এবং কার্ডে থাকছে নিশ্চিত ক্যাশ ব্যাক ।
যারা কাস্টোমার তারা এখন প্রত্যেক পালসার এনএস ১৬০ বাইকের সাথে থাকছে স্ক্র্যাচ কার্ড । বাইকটি অবশ্যই অথোরাইজড ডিলার থেকে ক্রয় করতে হবে । প্রতিটি স্ক্র্যাচ কার্ডে থাকছে সর্বোনিম্ন ৫০০০ হাজার টাকা ডিস্কাউন্ট এবং সর্বোচ্চ ১০,০০০ হাজার টাকা পর্যন্ত ডিস্কাউন্ট । এই অফার টি ৩১শে ডিসেম্বর ২০১৮ তারিখ পর্যন্ত চলবে । ১৬০সিসি সেগমেন্টে অন্যতম জনপ্রিয় বাইক ।
Also Read: বাজাজ পালসার এনএস ১৬০ বাংলাদেশে অফিশিয়ালি লঞ্চ করলো উত্তরা মোটরস
বাইকটি লন হওয়ার পর পরই বাইকারদের দৃষ্টি আকর্ষন করতে সক্ষম হয়েছে । এনএস ১৬০ এর জন্য বাজাজ একে বারে নতুন ইঞ্জিন ব্যবহার করেছে । ইঞ্জিন থেকে ১৫.৩ বিএইচপি @ ৮৫০০ আরপিএম এবং ১৪.৬ এনএম টর্ক @ ৬৫০০ আরপিএম ক্ষমতা উৎপন্ন করে । এতে আরো রয়েছে ৪ টি ভালব ও টুইন স্পার্ক প্লাগ । ইঞ্জিনটিতে গিয়ার ট্রান্সমিশনের জন্য ৫ স্পিড গিয়ার বক্স যুক্ত করা হয়েছে ।
বাজাজ পালসার এনএস ১৬০ এর অন্যতম ফিচার হচ্ছে এর ওয়েল কুল্ড সিস্টেম । এনএস ১৬০ যখন লঞ্চ হয় বাইকটি তখন ওই সময়ে এই বাইকটি শুধু মাত্র ওয়েল কুল্ড হিসেবে ছিল (বর্তমানে টিভিএস এপাচি আরটিআর ৪ভি ও ওয়েল কুল্ড) এই সেগমেন্টে । এখানে বাইকটি ইঞ্জিন ওয়েল ব্যবহার করে থাকে কুলেন্ট হিসেবে । অল্প কিছু বাইক ই আছে যারা এই সেগমেন্টে ওয়েল কুল সিস্টেম ব্যবহার করে থাকে । বাইকটি সম্পর্কে বিস্তারিত জানতে আপনি এর আমাদের টেস্ট রাইড রিভিউ পড়তে পারেন অথাবা টেস্ট রাইড ভিডিও রিভিউ দেখতে পারেন ।
বাজাজ সবচেয়ে বেশি পরিচিত তাদের কমিউটার মোটরসাইকেল এর জন্য । এই বছর ই তারা লঞ্চ করেছে Bajaj Pulsar 150 DTSi Twin Disc । আমরা আশা করছি যে উত্তরা মোটরস ২০১৯ এর শুরুর দিকে বাজাজ পালসার এনএস ১৬০ এর টুইন ডিস্ক ও বাংলাদেশে লঞ্চ করবে । যেহেতু অফারটি ৩১ শে ডিসেম্বর ২০১৮ তারিখ পর্যন্ত । ধন্যবাদ ।
T
Published by Saleh Bangla