Shares 2

বাজাজ ইন্ডিয়াতে লঞ্চ করল নতুন Bajaj Pulsar NS125!

Last updated on 29-Jul-2024 , By Raihan Opu Bangla

বাজাজ বাংলাদেশে গত ২০ বছর ধরে বিক্রয়ের দিক থেকে ১ নাম্বার মোটরসাইকেল ব্র্যান্ড। বাজাজ পালসার ১৫০-১৬০সিসি সিরিজের অন্যতম মোটরসাইকেল যা সবচেয়ে বেশি বিক্রি হয়েছে। এবার তারা নতুন একটি মোটরসাইকেল যুক্ত করতে যাচ্ছে, সেটি হচ্ছে Bajaj Pulsar NS125। বাইকটি ইন্ডিয়াতে লঞ্চ করা হয়েছে, আমরা আশা করছি ভবিষ্যতে বাইকটি বাংলাদেশেও লঞ্চ করা হবে।

বাজাজ ইন্ডিয়াতে লঞ্চ করল নতুন Bajaj Pulsar NS125!

১২৫সিসি সেগমেন্ট সাধারণত কমিউটার সেগমেন্ট হিসেবেই ধরা হয়ে থাকে। তবে বাজাজ এই ব্যাপারটিকেই পরিবর্তন করেছে, তারা স্পোর্টি ফিল দেয়ার জন্য নতুন ভাবে নিয়ে এসেছে এনএস১২৫, অতীতে তারা ১৩৫সিসি Pulsar LS135 সিসিতে এই স্পোর্টি ফিল দিয়েছিল। এনএস (নেকেড স্পোর্টস) বাজাজের ১৬০-২০০ সিসি সেগমেন্টে অনেক জনপ্রিয় সিরিজ। নতুন এই Bajaj Pulsar NS125 বাইকটিতে দেয়া হয়েছে ১২৫সিসি DTSi ইঞ্জিন। 


ইঞ্জিন থেকে 11.8 BHP @ 8500 RPM এবং 11 NM of Torque @ 7000 RPM উৎপন্ন হয়। এই বাইকটি NS160 বা NS200 এর মত এয়ার কুলিং ইঞ্জিন এবং দুটি ভাল্ব যুক্ত। এর সাথে যুক্ত করা হয়েছে ৫ স্পিডের একটি গিয়ারবক্স।


আপনি যদি ডিজাইনের দিকে তাকান তবে দেখতে পাবেন, বাইকটি এর বড় ভার্সনের মত একই রকম। বাইকটির ফ্রেম হচ্ছে স্টীল ফ্রেম, সামনের দিকে রয়েছে টেলিস্কোপিক, রেয়ারে নাইট্রক্স মনোশক সাসপেনশন, স্প্লিট সিট, আন্ডার বেলি এক্সহস্ট, উলফ আই হেড লাইট এর সাথে টুইন পাইলট ল্যাম্প, এলইডি টেইল লাইটস, স্প্লিট গ্রেব রেইল। 

Bajaj Pulsar NS125!

এর সামনের দিকে দেয়া হয়েছে ৮০/১০০-১৭ টায়ার এবং রেয়ারে দেয়া হয়েছে ১০০/৯০-১৭ টায়ার। ব্রেকের দিকে বাইকটিতে দেয়া হয়েছে ২৪০মিমি ফ্রন্ট ডিস্ক ব্রেক এবং রেয়ারে দেয়া হয়েছে ১৩০মিমি ড্রাম ব্রেক। বাইকটি ওজনে প্রায় ১৪০ কেজি। 


বাইকটির গ্রাউন্ড ক্লিয়ারেন্স হচ্ছে ১৮০মিমি এবং এর সিট হাইট হচ্ছে ৮০৫মিমি । তবে এই বাইকটির ফুয়েল ট্যাঙ্ক ১২ লিটারে, যা এনএস ১৬০ এর মত একই। এখন প্রশ্ন হতে পারে, বাজাজ কেন এই বাইকটি তৈরি করেছে!


পুরো বিশ্ব জুড়ে মহামারী থাকার কারণে গণ পরিবহণ ব্যবহার করাটা বিপদজন এবং গত ১.৫ বছর ধরে মানুষ গণ পরিবহন এড়িয়ে চলেছে। এছাড়া আপনি গণ পরিবহণ ব্যবহারের ব্যয় বা খরচ অনেক বেড়ে গিয়েছে। বাসে ৫০ মানুষ এক সাথে যাওয়ার থেকে বাইকে ১জন যাওয়া অনেক বেশি রিস্ক ফ্রী। 


তাই ইন্ডিয়া ও বাংলাদেশের মানুষ দুই চাকার উপর অনেক বেশি নির্ভর করছে। আর সবাই নিজের জন্য একটি বাইক কেনার কথা ভাবছে। ২০২৪ সাল পর্যন্ত আমাদের দেশে ১৬৫সিসি এর উপরে কোন বাইক পাওয়া যাবে না, তাই তরুন বাইকাররা তাদের শখের ক্ষেত্রে স্টাইলিশ বাইক পছন্দ করে থাকে। 


বাজেটের মধ্যে NS160 বা NS200 নাহলে সে Bajaj Pulsar NS125 বাইকটি ক্রয় করতে পারবে।

Published by Raihan Opu Bangla