Shares 2

বাইকের ব্রেক দ্রুত ক্ষয় হওয়ার কারন এবং এর সমাধান। জানুন বিস্তারিত

Last updated on 29-Jul-2024 , By Raihan Opu Bangla

প্রতিদিন সকালে বাইক নিয়ে বের হওয়ার আগে বাইক পরিষ্কার করা আমাদের অনেকের অভ্যাস হয়ে গেছে। আমরা অনেকেই বাইকের  উপরের অংশগুলো সব সময় মুছে নতুনের মতোন করে রাখি। কিন্তু বাইকের ডিস্কের কি অবস্থা, সেখানে মাটি বালি আছে কিনা সেটা আমরা অনেকেই খেয়াল করি না। কিন্তু প্রতিটি যানবাহনের জন্য ব্রেক সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, কারন বাইকের ব্রেকের উপর আপনার নিরাপত্তা অনেকটাই নির্ভর করে। বাইকের ব্রেক দ্রুত ক্ষয় হয়ে যাওয়ার কারনে আমাদের অনেকেরই অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। কিন্তু এমনটা কেন হয় ? আজ আমরা এই নিয়ে বিস্তারিত আলোচনা করবো।

 বাইকের ব্রেক দ্রুত ক্ষয়

বাইকের ব্রেক দ্রুত ক্ষয় হওয়ার কারন এবং এর সমাধানঃ

বাইকের ব্রেক বেশ কিছু কারনে দ্রুত ক্ষয় হয়ে যায়, এর মধ্যে অন্যতম প্রধাণ কারন হচ্ছে নিজেদের কিছু ছোট ছোট ভুল। আপনি যদি ছোট ছোট কিছু বিষয় খেয়াল রাখেন তাহলে আপনার বাইকে ব্রেক ক্ষয় অনেক কমে যাবে।brake pad

১- নকল ব্রেক প্যাড ব্যবহার করলেঃ

আমাদের দেশে নকল জিনিসপত্রের কোন কমতি নেয়, আমরা নিজের অজান্তেই কিছু কিছু অসাধু ব্যবসায়ীদের কারনে প্রতারিত হয়ে যায়। বাইকে যখন নকল ব্রেক প্যাড ব্যবহার করা হয় তখন সেটি খুব দ্রুত ক্ষয় হয়ে যায়। ব্রেক প্যাড ক্ষয় হওয়ার জন্য এটি অন্যতম একটি কারন। তাই চেষ্টা করুন বিশ্বস্ত জায়গা থেকে বাইকের ব্রেক প্যাড কিনতে।Brake pad adjust

২- ব্রেক প্যাড এডজাস্ট না হলেঃ

ব্রেক প্যাড লাগানো দেখতে অনেক সহজ কাজ মনে হলেও ব্রেক প্যাড সেট করার পর আরও কিছু কাজ থাকে। এর মধ্যে অন্যতম হচ্ছে বাইকের ব্রেক প্যাড এডজাস্ট করা। বাইকের ব্রেক প্যাড যদি এডজাস্ট করা না হয় তাহলে আপনার বাইক থেকে আপনি ভালো ব্রেকিং পাবেন না। এর সাথে যদি বাইকের ব্রেক প্যাড এডজাস্ট না হয় তাহলে এটি বাইকের ডিস্কের সাথে লেগে থাকে এর ফলে এটি বেশি ক্ষয় হয়ে যায়।Bike disc

৩- ডিস্কে ময়লা ঢুকলেঃ

বাইকের ডিস্ক প্রচুর ময়লা হয় এবং এতে প্রচুর ধূলা জমে। বাইকের এই ধূলা ব্রেক প্যাডের সাথে মিশে গেলে ঘর্ষণের ফলে ব্রেক প্যাড দ্রুত ক্ষয় হয়ে যায়। আবার অনেক সময় ডিস্কে ময়লা ধূলা থাকলে বাইকের ব্রেক থেকে বেশ বাজে একটা শব্দ আসে।

আরও পড়ুন >> বাংলাদেশের সকল বাইকের বর্তমান মূল্য

৪- ডিস্কে মরিচা ধরলেঃ

অনেক সময় দেখা যায় অযত্নে বাইকের ডিস্কে মরিচা পরে যায় এবং বাইকের ডিস্কে অনেক দাগ পরে যায়। এর ফলে বাইকের ডিস্ক আর আগের মতোন মসৃণ থাকে না। বাইকের ডিস্ক যদি মসৃণ না থাকে তাহলে  আপনার বাইকের ব্রেক প্যাড তাড়াতাড়ি ক্ষয় হয়ে যায়। আবার অনেক সময় কিছু টাকা বাচানোর জন্য অনেকেই বাইকের ব্রেক প্যাড সময় মতো পরিবর্তন করি না। এর ফলে ক্ষয় হয়ে যাওয়া ব্রেক প্যাড থেকে বাইকের ডিস্ক বেশ ভালো আকারে ক্ষতিগ্রস্থ হয়।ABS brake

৫- ডিস্ক বেশি টাইট থাকলেঃ

বাইকে যখন ব্রেক প্যাড সেট করা হয় তখন ভালো মতোন চেক করে নিন। বাইকের ব্রেক যদি বেশি টাইট থাকে তাহলে আপনার বাইকের ব্রেক প্যাড দ্রুত ক্ষয় হয়ে যাবে। ব্রেক দ্রুত ক্ষয় হওয়ার পাশাপাশি ব্রেক অতিরিক্ত টাইট থাকলে আপনি বাইক থেকে মাইলেজও কম পাবেন এবং বাইকের গতিও কম উঠবে। তাই বাইকের ব্রেক সেট করার সময় বিশেষভাবে খেয়াল রাখুন।

৬-ব্রেক অয়েল কমে গেলেঃ

বাইকে নতুন ব্রেক প্যাড সেট করার সময় অনেক সময় ব্রেক অয়েল পরে যায়। ব্রেক অয়েল যদি পরে যায় তাহলে আপনার বাইকের ব্রেকে অতিরিক্ত চাপ পরবে। এর ফলে আপনার বাইকের ব্রেক প্যাড তাড়াতাড়ি ক্ষয় হয়ে যাবে। বাইকের ব্রেক দীর্ঘদিন স্থায়ী করতে বাইকের ব্রেকের ছোট ছোট বিষয়গুলোর দিকে লক্ষ্য রাখুন। আপনি যদি আপনার বাইকের যত্ন নেয়ার পাশাপাশি ব্রেকের দিকে খেয়াল রাখেন তাহলে আপনার বাইকের ব্রেক ক্ষয় অনেক কম হবে। সব সময় চেষ্টা করুন আসল ব্রেক প্যাড ব্যবহার করতে। এতে আপনার বাইক থেকে আপনি ভালো ব্রেকিং পাওয়ার পাশাপাশি আপনার বাইকের ব্রেক ক্ষয় কম হবে।

Published by Raihan Opu Bangla

Best Bikes

Honda CB Hornet 160R

Honda CB Hornet 160R

Price: 169800.00

Honda CB Hornet 160R ABS

Honda CB Hornet 160R ABS

Price: 255000.00

Honda CB Hornet 160R CBS

Honda CB Hornet 160R CBS

Price: 212000.00

View all Best Bikes

Latest Bikes

CFMoto 125NK

CFMoto 125NK

Price: 0.00

Liban Wind

Liban Wind

Price: 0.00

Liban Phoenix Plus

Liban Phoenix Plus

Price: 0.00

View all Sports Bikes

Upcoming Bikes

Liban Wind

Liban Wind

Price: 0.00

Liban Phoenix Plus

Liban Phoenix Plus

Price: 0.00

Liban Phoenix

Liban Phoenix

Price: 0.00

View all Upcoming Bikes