Shares 2
আপনার বাইকের টায়ারের জন্য সঠিক হাওয়ার পরিমাপ কত ?
Last updated on 29-Jul-2024 , By Ashik Mahmud Bangla
বাইকের টায়ারের জন্য সঠিক হাওয়ার পরিমাপ কিন্তু অনেকেই জানেন না। আবার অনেকেই আছেন গ্যারেজে গিয়ে ম্যাকানিক যা বলে সেই পরিমান টায়ার প্রেশার বাইকে দিয়ে থাকেন। কিন্তু আপনি জানেন কি আপনার বাইকের টায়ারের জন্য সঠিক একটি টায়ার প্রেশার নির্ধারন করা আছে।
আপনি যদি সেই পরিমানের চেয়ে বেশি হাওয়া টায়ারে দিয়ে থাকেন তাহলে বাইক স্লিপ করে এক্সিডেন্টের ঝুকি বেড়ে যায়। আবার যদি কম হাওয়া দেন তাহলে বাইকের টায়ার থেকে ভালো গ্রিপ পাওয়ার গেলেও সেটা বাইকের ইঞ্জিনের উপর অনেক প্রেশার ফেলে। তাই বাইকের টায়ারে সব সময় সঠিক হাওয়া রাখা উচিৎ।
আপনার বাইকের টায়ারের জন্য সঠিক হাওয়ার পরিমাপ
এখন তাহলে প্রশ্ন আসে আমার বাইকের টায়ারের জন্য সঠিক হাওয়ার পরিমাপ কত ? এটা বোঝার কিন্তু খুব সহজ একটা উপার আছে আর সেটা হচ্ছে আপনার বাইকের টায়ার চেক করে দেখা। কারন আপনার বাইকের টায়ারেই লেখা থাকে যে ওই টায়ারের জন্য উপযুক্ত প্রেশার আসলে কত।
সাধারণত সামনের টায়ারে ২৯ পিএসআই এবং পিছনের টায়ারে ৩৩ পিএসআই রাখাই উত্তম। তবে আমার ওজন যেহেতু বেশি এবং পিলিয়ন নিয়ে রাইড করা হয় তাই আমি আমার বাইকের টায়ারে সামনে সর্বোচ্চ ৩৫ এবং পিছনে ৪০ পিএসআই হাওয়া রাখি।
বাইক থেকে ভালো মাইলেজ পেতে , বাইকের ইঞ্জিনকে অতিরিক্ত প্রেশারের হাত থেকে বাচাতে সব সময় বাইকের টায়ারে সঠিক পরিমানে প্রেশার রাখুন।
T
Published by Ashik Mahmud Bangla