Shares 2

বাইকের ক্লাচ অনেকদিন ভালো রাখার ৫টি উপায়। জানুন বিস্তারিত

Last updated on 18-Jul-2024 , By Raihan Opu Bangla

বাইকের ক্লাচ বাইকের জন্য খুব বেশি জরুরী, তাই বাইকের ক্লাচ অনেকদিন ভালো রাখার উপায় আমাদের সকলের জানা থাকা উচিৎ। আপনি একটু খোঁজ খবর নিলে দেখতে পারবেন কারো কারো বাইকের ক্লাচ অনেক বেশি স্থায়ী হয়, আবার কারো কারো বাইকের ক্লাচপ্লেট খুব দ্রুত নষ্ট কয়ে যায়। 


কিন্তু এমনটা কেন হয় ? কিভাবে বাইকের বাইকের ক্লাচ অনেকদিন ভালো রাখার যায়? এই সম্পর্কে আজ আপনাদের সাথে আলোচনা করবো। আপনি যদি এইগুলো মেনে চলেন আশাকরি আপনার বাইকের ক্লাচ অনেকদিন ভালো থাকবে।

Bike clutch

বাইকের ক্লাচ অনেকদিন ভালো রাখার উপায়ঃ


১- নিজের রাইডিং স্টাইল পরিবর্তন করাঃ

আপনার বাইকের ক্লাচ প্লেট যদি বার বার নষ্ট হয় তাহলে আপনি বুঝে নিবেন আপনার রাইডিং স্টাইলে কোন না কোন সমস্যা আছে, যার ফলে আপনার বাইকের ক্লাচ টিকছে না। আমাদের অনেকের মধ্যে একটা অভ্যাস আছে, আর তা হচ্ছে বাইকের ক্লাচ সম্পূর্ণ না ধরে গিয়ার পরিবর্তন করা অথবা ক্লাচ সম্পূর্ণ না ছেড়ে বাইক টান দেয়া।


এটা বাইকের ক্লাচ প্লেটের জন্য অনেক বেশি ক্ষতিকর। তাই বাইক চালানোর সময় বাইকের ক্লাচ সম্পূর্ণ ছেড়ে দিন। এতে আপনার বাইকের ক্লাচপ্লেট ভালো থাকবে অনেক বেশি।Clutch lever

২- ক্লাচ লিভার সঠিক এডজাস্টমেন্ট রাখাঃ

বাইকের ক্লাচ লিভার যদি সঠিকভাবে এডজাস্ট করা না থাকে তাহলে এটি আপনার বাইকের ক্লাচপ্লেট নষ্ট করে দেয় দ্রুত। ক্লাচ লিভার এডজাস্ট না থাকলে আপনি যখন বাইকের ক্লাচ লিভার ছেড়ে দিবেন তখন এটি সম্পূর্ণ ফ্রি হয় না, যার ফলে আপনার গিয়ার শিফটিং করতেও সমস্যা হবে। বাইকের ক্লাচ লিভার কখনো খুব বেশি টাইট অথবা খুব বেশি ঢিল রাখতে হয় না।

ক্লাচ লিভারের ফ্রি প্লে সাধারনত ১০-১৫ মিলিমিটার হয়ে থাকে। যদি এর বেশি হয় সেক্ষেত্রে বাইকের ক্লাচ ও থ্রটলের সঠিক এডজাস্ট হবে না। আর একটা নির্দিস্ট সময় পর পর এটা নড়ে যায়, তাই আপনি যখন বাইক সার্ভিসিং করাবেন তখন এই বিষয়টি অবশ্যই চেক করিয়ে নিবেন।

বাইক

৩- একাধিক মানুষ একই বাইক ব্যবহার না করাঃ

আমরা অনেকেই নিজেদের বাইকের প্রতি কিছুটা উদাসীন, কেউ বাইক চাইলে তাকে বাইক চালানোর জন্য দিয়ে দেয়। কিন্তু এমটা উচিৎ না কারন আমাদের একেক জনের রাইডিং স্টাইল একেক রকম, আপনি আপনার বাইক যেভাবে চালাবেন আরেকজন কিন্তু আপনার বাইক সেভাবে চালাবে না। যদি আপনার বাইক অনেকেই ব্যবহার করে থাকে সেক্ষেত্রে আপনার বাইকের ক্লাচপ্লেট দ্রুত নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে।

বাইক

৪- সঠিকভাবে গিয়ার পরিবর্তন করাঃ

যারা অনেকদিন বাইক ব্যবহার করছেন তারা এই ব্যাপারে জানেন। বাইক চালানোর সময় একবারে একাধিক গিয়ার দেয়া উচিৎ না। একটা গিয়ার দিয়ে কিছুটা চালিয়ে গিয়ার পরিবর্তন করা উচিৎ। কিন্তু যারা নতুন বাইক চালান তারা নিজের অজান্তে অনেক সময় পর পর দুটি গিয়ার ফেলে দেন, এটি আপনার বাইকের ক্লাচের উপর বেশ বাজে প্রভাব ফেলে। তাই যারা নতুন বাইক চালান তারা এই ব্যাপারে খেয়াল রাখুন।ইঞ্জিন অয়েল

৫- সঠিক ইঞ্জিন অয়েল ব্যবহার করাঃ

সঠিক ইঞ্জিন অয়েল বাইকের ইঞ্জিন এবং বাইকের ক্লাচ উভয়ের জন্য জরুরী। আপনি যদি খারাপ বা নকল ইঞ্জিন অয়েল ব্যবহার করেন তাহলে এটি আপনার বাইকের ইঞ্জিন খুব কম সময়ের মধ্যে নষ্ট করে দিতে পারে। ঠিক তেমনি আপনি যদি ইঞ্জিন অয়েল কম দেন ইঞ্জিনে তাহলে এটি আপনার বাইকের ক্লাচপ্লেটের উপর বাজে প্রভাব ফেলতে পারে। 


যার ফলে আপনার বাইকের ক্লাচ দ্রুত নষ্ট হয়ে যেতে পারে। আপনি যদি বাইকের ক্লাচ অনেকদিন ভালো রাখার উপায় জানেন এবং সেগুলো মেনে চলেন তাহলে আশাকরি আপনার বাইকের ক্লাচপ্লেট অনেকদিন ভালো থাকবে। আমাদের বাইক দ্রুত নষ্ট হয় আমাদের ছোট ছোট কিছু ভুলের জন্য। সব সময় হেলমেট ব্যবহার করুন এবং গতি আপনার নিজের নিয়ন্ত্রণে রাখুন। ধন্যবাদ।       

Published by Raihan Opu Bangla