Shares 2

বাইক মডিফিকেশন করলে কি মামলা হবে ? বিস্তারিত জানুন

Last updated on 31-Jul-2024 , By Ashik Mahmud Bangla

বাইক মডিফিকেশন করতে কম বেশি সবাই ভালোবাসে, হাল্কা স্টিকার করানো , সিট কভার পরিবর্তন ছোট ছোট কিছু জিনিস সংযুক্ত করা এই ধরনের বাইক মডিফিকেশন করলে দেখা যায় আপনাকে সচরাচর মামলা দেয় না। কিন্তু কিছু মোডিফিকেশন আছে যেগুলা করলে আপনি অবশ্যই মামলার সম্মুখীন হবেন। কিছু কিছু বাইকার ভাই আছেন যারা এমনভাবে বাইক মডিফিকেশন করেন, যা দেখে বোঝা যায় না এটা আসলে কি বাইক। আজ আমি এই বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করবো।

বাইক মডিফিকেশন

বাইক মডিফিকেশন করলে কি মামলা হবে ?

১- ফুল বডি কিট লাগানো

অনেকেই আছেন যারা বাইক মফিফাই করে কমিউটার বাইকে স্পোর্টস বাইকের বডি কিট লাগান, দেখা যাচ্ছে আপনার বাইক হচ্ছে সুজুকি জিক্সার, কিন্তু আপনি সেটার সাথে অন্য কোন বাইকের বডি কিট সংযুক্ত করেন, যেটার সাথে প্রস্তুতকারকের তৈরি বাইকের মিল নেই সেক্ষেত্রে আপনি মামলার সম্মুখীন হবেন।

২- হলার লাগানো

অনেকেই আছেন যারা বাইকে হলার লাগিয়ে থাকেন, আপনি যদি আপনার বাইকে আফটার মার্কেট হলার লাগান এবং এর ফলে আপনি যদি মামলার সম্মুখীন হন তাহলে আপনার জরিমানা অনেক আসবে। শুধু তাই না অনেকেই আছেন যারা এমন বিরক্তিকর হলার লাগান যা অন্যের সমস্যার কারন হয়ে দাঁড়ায়। তাই টাকা দিয়ে কখনো এমন কিছু কিনবেন না যা অন্যের সমস্যার কারন হয়ে দাঁড়ায়।

রং-পরিবর্তন-করলে

৩- রং পরিবর্তন করলে

অনেকেই বাইক মডিফাই করতে গিয়ে বাইকের রং পরিবর্তন করে ফেলেন। এই জিনিসটি করলে আপনি মামলার সম্মুখীন হবেন। বাইকের কিছু জিনিস পরিবর্তন করা আইনগত অপরাধ। তাই আপনি যখন বাইক মডিফিকেশন করবেন একটা জিনিস অবশ্যই খেয়াল রাখবেন আপনার বাইকের পেপারসে যে রঙ আছে সেটা যেনো কখনো পরিবর্তন না হয়ে যায়।

৪- বাইকের বডির কিছু জিনিস খুলে ফেলা

অনেকেই আছেন যারা বাইকের বিভিন্ন অংশ খুলে ফেলেন, যেমন হেডলাইট, লুকিং গ্লাস ইত্যাদি। আপনি যদি আপনার বাইক থেকে এসব গুরুত্বপূর্ণ জিনিস খুলে ফেলেন তাহলে পুলিশ চাইলে আপনাকে মামলা দিতে পারে। একটা জিনিস সব সময় মনে রাখবেন লুকিং গ্লাস , হেডলাইট এই জিনিসগুলো সব সময় দেয়া হয় আপনার নিরাপত্তার কথা চিন্তা করে। আর আপনি যখন বাইক থেকে এই জিনিসগুলো খুলে ফেলবেন তখন আপনি নিজেই এক্সিডেন্টের সম্মুখীন হবেন।

বিকন-লাইট-এবং-ইমারজেন্সি-হর্ণ-লাগানো

৫- বিকন লাইট এবং ইমারজেন্সি হর্ণ লাগানো

আপনি যদি আপনার বাইকে বিকন লাইট লাগান, যে লাইটগুলো জরুরী সেবা দেয়া যানবাহনে লাগানো থাকে তাহলে আপনি মামলার সম্মুখীন হবেন। কারন একটা জিনিস মনে রাখবেন এই লাইটগুলো বাইকে লাগানোর রাইট আমাদের নেই। তাই এই ধরনের মডিফাই করা থেকে বিরত থাকুন।

পরিশেষে একটা কথা বলতে চাই , সেটা হচ্ছে নিজের নিরাপত্তার কথা চিন্তা করে আমাদের দেশের আইন সম্পর্কে জানার চেষ্টা করুন। আপনি যদি আইন কানুন জানেন এবং সেগুলো মেনে চলেন তাহলে আপনি অনেক সমস্যা থেকে বেচে যাবেন। বাইকের মামলা আরও অনেক কারনেই হতে পারে,তবে যে কারনগুলোতে বেশি মামলা হয় আজ আমি আপনাদের সামনে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করলাম।

Published by Ashik Mahmud Bangla