Shares 2

বাইক কিনতে কি কি কাগজ লাগে ? নতুনদের জন্য । জানুন বিস্তারিত

Last updated on 16-Jul-2024 , By Raihan Opu Bangla

বাইক কিনতে কি কি কাগজ লাগে এই সম্পর্কে আমরা অনেকেই ভালোভাবে জানি, কিন্তু যারা প্রথম বাইক কিনতে যাচ্ছেন তারা অনেকেই জানেন না বাইক কিনতে কি কি কাগজ লাগে। আপনি যখন নতুন বাইক কিনবেন আপনাকে বেশ কিছু কাগজ জমা দিতে হবে। আপনি যদি পুরাতন বাইক কিনেন তাহলেও আপনাকে বাইকের মালিকানা পরিবর্তন করতে কিছু কাগজ জমা দিতে হয়।বাইক কিনতে কি কি কাগজ লাগে ?

বাইক কিনতে কি কি কাগজ লাগে ?

নতুন বাইক কেনার ইচ্ছা আমাদের সবার থাকে, তাই প্রথমে জেনে নেয়া যাক নতুন বাইক কিনে রেজিস্ট্রেশন করতে কি কি কাগজ লাগে। ১- আপনার জাতীয় পরিচয় পত্রের ফটোকপি , তবে আসলটা সাথে রাখবেন। ২- আপনার বাসার ইউটিলিটি বিল এর কপি , বিদ্যুৎ বিল অথবা পানির বিল, তবে বিদ্যুৎ বিল অধিকাংশ জায়গায় গ্রহণ করা হয়। চলমান দুই মাস অথবা তিন মাসের বিলের কপি সাথে রাখবেন। অনেক সময় বেশি পুরনো বিল নিয়ে গেলে কিছুটা ঝামেলা করে।the bill

৩- আপনার ড্রাইভিং লাইসেন্সের কপি। ৪- পাসপোর্ট সাইজের কয়েক কপি ছবি। আপনি যখন নতুন বাইক কিনতে যাবেন তখন আপনার বাইক রেজিস্ট্রেশনের জন্য আপনার এই কাগজগুলো লাগবে। ইচ্ছা থাকার পরও অনেকেই নতুন বাইক কিনতে পারেন না, তাই পুরাতন বাইক কিনে থাকেন। পুরাতন বাইক কিনতে কি কি কাগজ লাগে সেগুলো নিয়ে জেনে নেয়া যাক।old-bike

আপনি যখন পুরাতন বাইক ক্রয় বা বিক্রয় করবেন তখন আপনাকে বেশ কয়েকটা ফরম পুরন করতে হবে, তবে এই ফরমগুলো পূরণ করতে আপনার যে কাগজগুলো অবশ্যই লাগবে, সেগুলো হলোঃ 

১- আপনার জাতীয় পরিচয় পত্রের ফটোকপি , তবে আসলটা সাথে রাখবেন। 

২- আপনার ড্রাইভিং লাইসেন্সের কপি। 

৩- পাসপোর্ট সাইজের কয়েক কপি ছবি।

নতুন বাইক হউক অথবা পুরনো বাইক আপনি যেই বাইক কিনতে চান না কেনো আপনার বেসিক এই কাগজগুলো অবশ্যই লাগবে, তবে এর পাশাপাশি আপনাকে বেশ কিছু ফরমও পূর্ণ করতে হবে। আপনি যদি সরাসরি শোরুমকে দিয়ে আপনার বাইকের কাগজ করতে দেন তাহলে ওরা আপনার ফরমগুলো রেডি করে দেয়। তবে আপনি চাইলে আপনার বাইকের কাগজ নিজেও করিয়ে নিতে পারেন।  

Published by Raihan Opu Bangla