Shares 2

বাংলাদেশে শীঘ্রই লঞ্চ হতে যাচ্ছে নতুন Hero Hunk 150R!

Last updated on 21-Nov-2023 , By Shuvo Bangla

হিরো বাংলাদেশ এর অফিশিয়াল ফেসবুক পেজে ছোট একটি টিজার ভিডিও এর মাধ্যমে ঘোষণা করেছে যে নতুন Hero Hunk 150R বাংলাদেশে শীঘ্রই লঞ্চ হতে যাচ্ছে। আমরা আশা করছি এই নতুন হিরো হাঙ্ক বাইকটি আগামী মাসের দিকে লঞ্চ হতে পারে।  

হিরো বাংলাদেশে শীঘ্রই লঞ্চ হতে যাচ্ছে নতুন Hero Hunk 150R !

আমাদের জানা মত নতুন এই Hero Hunk 150 বাইকটি সম্পূর্ন নতুন ভাবে ডিজাইন করা হবে। এর ফিচার্সে যুক্ত করা হয়েছে নতুন হ্যালোজেন হেডলাইট, নতুন মাসকুলার ডিজাইন, হাফ চেইন কভার, প্রশস্ত রেয়ার টায়ার, এবং হতে পারে তারা যুক্ত করতে যাচ্ছে রেয়ার মনোশক সাসপেনশন। আমরা আশা করছি যে নতুন হিরো হাঙ্ক ১৫০ বাইকটি দেখতে বা তার ডিজাইনের ক্ষেত্রে Hunk 200R এর মত হতে পারে। গত বছর আমরা BRTA তে হিরো থ্রিলারের সাথে সাথে অন্য একটি বাইক দেখে ছিলাম অনুমোদনের অপেক্ষায় রয়েছে। যার এয়ার স্কুপে লেখা ছিল Hunk।


যদিও আমরা এখনও নিশ্চিত নই যে এই নতুন Hero Hunk 150R বাইকটিতে কি ধরনের বা কোন ইঞ্জিন ব্যবহার করা হবে। তবে হিরো হয়ত তাদের পুরাতন ইঞ্জিন যেটা ১৫০সিসি, এয়ারকুল্ড, এবং কার্বুরেটর ইঞ্জিন সেটা দিতে পারে অথবা তারা হিরো থ্রিলারের ১৬০সিসি, ফুয়েল ইঞ্জেকশন ইঞ্জিন ব্যবহার করতে পারে, যা থেকে ১৫বিএইচপি শক্তি উৎপন্ন হয়ে থাকে। গত বছর হিরো লঞ্চ করেছিল সম্পূর্ন নতুন Hero Thriller 160 বাইকটি। আর এই বাইকটির মাধ্যমে হিরো প্রথমবারের মত প্রবেশ করেছে স্পোর্টস কমিউটার সেগমেন্টে। 

 

এই সেগমেন্টটি বাংলাদেশে ধীরে ধীরে এখন বেশ জনপ্রিয়তা পেয়েছে। হিরো যে শুধু মাত্র নতুন ডিজাইন নিয়ে এসেছে তা নয় এর সাথে যুক্ত করেছে ১৬০সিসি বিশিষ্ট একটি ইঞ্জিন এবং সামনের চাকার সাথে যুক্ত করেছে সিঙ্গেল চ্যানেল এবিএস। যদি আপনি খেয়াল করে থাকেন যে ১৫০-১৬০ সেগমেন্টে প্রতিটি ব্র্যান্ডের কয়েকটি ভেরিয়েন্ট রয়েছে। আর নতুন এই হিরো হাঙ্ক হিরোর লাইন আপ এ যুক্ত হবার পর তিনটি ভেরিয়েন্ট হয়ে যাবে। হিরো সাধারণত কমিউটার মোটরসাইকেলের জন্য বেশি বিখ্যাত বা পরিচিত। তবে Hero Thriller সব কিছু পরিবর্তন করে দিয়েছে। এ থেকে বোঝা যায় যে স্পোর্টস সেগমেন্টেও হিরো ফাইট করার সক্ষমতা রাখে। ধন্যবাদ।

Published by Shuvo Bangla