Shares 2

শীঘ্রই বাংলাদেশে লঞ্চ হতে যাচ্ছে Bajaj Pulsar N250

Last updated on 01-Aug-2024 , By Raihan Opu Bangla

বাংলাদেশের মোটরসাইকেল প্রেমীদের জন্য অনেক বড় একটি সুখবর হচ্ছে যে বাংলাদেশে উচ্চ সিসির বাইক লঞ্চ হতে যাচ্ছে। বাজাজ বাংলাদেশে লঞ্চ করতে যাচ্ছে Bajaj Pulsar N250।

শীঘ্রই বাংলাদেশে লঞ্চ হতে যাচ্ছে Bajaj Pulsar N250

শীঘ্রই বাংলাদেশে লঞ্চ হতে যাচ্ছে Bajaj Pulsar N250

বাংলাদেশে প্রথমবারের মত কোন মোটরসাইকেল কোম্পানি তাদের উচ্চ সিসির মোটরসাইকেল লঞ্চ করতে যাচ্ছে। বাজাজ বাংলাদেশে সবার আগে উচ্চ সিসির মোটরসাইকেল লঞ্চ করতে যাচ্ছে। যদিও সবাই অপেক্ষায় ছিল বাইকটি কবে লঞ্চ হবে। তবে আমরা ধারণা করছি বেশ দ্রুত বাইকটি বাংলাদেশে লঞ্চ করা হবে। আর সূত্র মতে বাইকটি আগামী ২৭শে নভেম্বর ২০২৩ তারিখে বাংলাদেশে লঞ্চ হতে যাচ্ছে। 

এখানে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে তারাই প্রথম মোটরসাইকেল ব্র্যান্ড যারা তাদের উচ্চ সিসির মোটরসাইকেল লঞ্চ করতে যাচ্ছে। যদিও উচ্চ সিসির পারমিশন পাবার পর থেকে অনেক মোটরসাইকেল ব্র্যান্ড তাদের মোটরসাইকেল বাংলাদেশে লঞ্চ করার চেষ্টা করছে। তবে এক্ষেত্রে বাজাজ সবচেয়ে বেশি সফল বলা যায়। 

Bajaj Pulsar N250 বাইকটি নিয়ে বেশি কিছু দিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যম ও মোটরসাইকেল কমিনিটিতে বেশ আলোচনা দেখা যাচ্ছে। সবার আগ্রহের কেন্দ্র এখন এই বাইকটি। সেই সাথে অনেক প্রশ্ন জমা হয়েছে। আসলে সবাই জানতে চাচ্ছে বাইকটি কবে লঞ্চ হবে আর এর পারফর্মেন্স কেমন হবে। 

বাংলাদেশে লঞ্চ হতে যাচ্ছে Bajaj Pulsar N250

আমরাও এখন পর্যন্ত জানি না যে বাইকটির পারফর্মেন্স কেমন হবে। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে ছবি গুলো দেখা যাচ্ছে তাতে বাইকটির লুকস, ডিজাইন, স্টাইল পুরোটাই দেখতে এর ছোট ভার্সন Bajaj Pulsar N160 এর মতো। 

এই বাইকটিতে দেয়া হয়েছে সিঙ্গেল সিলিন্ডার, ফোর স্ট্রোক, দু ভাল্ব, ওয়েল কুল্ড, এফআই ইঞ্জিন। এই শক্তিশালী ইঞ্জিন থেকে সর্বোচ্চ 24.20 বিএইপি @ 8750 RPM এবং 21.50 NM টর্ক @ 6500 RPM শক্তি উৎপন্ন করতে সক্ষম। 

Bajaj Pulsar N250

বাইকটি সম্পর্কে বিস্তারিত জানতে আপনি বাজাজ শোরুমে যোগাযোগ করুন অথবা আমাদের ওয়েব সাইট ভিজিট করুন। আর বাইক ও বাইকের সর্বশেষ খবরের জন্য আমাদের ওয়েব সাইটে চোখ রাখুন। ধন্যবাদ। 

Published by Raihan Opu Bangla