Shares 2
বাংলাদেশ মোটরযান পরিসংখ্যান তথ্য উপাত্ত্য ২০১৬
Last updated on 06-Jul-2024 , By Shuvo Bangla
বাংলাদেশ মোটরযান পরিসংখ্যান তথ্য উপাত্ত্য ২০১৬
সারা বাংলাদেশে মোট কয়টা মোটরসাইকেল আছে ? সকল রেজিস্টার্ড মোটরসাইকেল , প্রাইভেট পেসেঞ্জার গাড়ির উপর এই পরিসংখ্যান প্রযোজ্য। অবৈধ , অনিবন্ধিত , চোরাই মোটরযান এই হিসেবের অন্তর্ভুক্ত নয়।
বাংলাদেশ মোটরযান পরিসংখ্যান 2016 মোটরসাইকেল : ২০১৫ সালে ( ০১ বছর ) সমগ্র বাংলাদেশে রেজিস্টার্ড মোটরসাইকেল এর সংখ্যা ২,৪০,৩৫৮টা। এই সংখ্যাটা বিগত অনান্য বছরের চাইতে অনেক বেশি। তার মধ্যে শুধু ঢাকায় মোটরসাইকেল এর সংখ্যা ৪৬,৭৬৪ টা। ২০১৬ সালে প্রথম দুই মাসে ১লা জানুয়ারী থেকে ফেব্রুয়ারী ২৯ তারিখ পর্যন্ত সমগ্র বাংলাদেশে রেজিস্টার্ড মোটরসাইকেল এর সংখ্যা ৪১,৪৬৭টা। এর মধ্যে ঢাকায় মোটরসাইকেল এর সংখ্যা ৬,৪৭৪ টা। মোটরসাইকেল ক্রয় বিক্রয় ও ব্যবহার অনান্য যে কোন সময়ের চাইতে অনেক বৃদ্ধি পাইছে।
- সারা বাংলাদেশে মোট কয়টা মোটরসাইকেল আছে ?
সারা বাংলাদেশে ছোট বড় সব মিলিয়ে রেজিস্টার্ড মোটরসাইকেল এর সংখ্যা ১৪,৩৩,৭৭৯ টা (২৯শে ফেব্রুয়ারী ২০১৬ পর্যন্ত) । যার মধ্যে ৩,৯০,০৬২ টা মোটরসাইকেল ঢাকার। ২৭% মোটরসাইকেল নাম্বার ঢাকার। ৭৩ % নাম্বার বাকি দেশ জুড়ে।
প্রাইভেট পেসেঞ্জার গাড়ি: কমপেক্ট , মিড, লার্জ, সিডান, স্টেশন ওয়াগন গাড়ি এই হিসেবের অন্তর্ভুক্ত। ২০১৫ সালে ( ০১ বছর ) সমগ্র বাংলাদেশে রেজিস্টার্ড প্রাইভেট পেসেঞ্জার গাড়ি এর সংখ্যা ২১.০৫২টা। এর মধ্যে শুধু ঢাকায় প্রাইভেট পেসেঞ্জার গাড়ি এর সংখ্যা ১৮,৪২২ টা। ২০১৬ সালে প্রথম দুই মাসে ১লা জানুয়ারী থেকে ফেব্রুয়ারী ২৯ তারিখ পর্যন্ত সমগ্র বাংলাদেশে রেজিস্টার্ড প্রাইভেট পেসেঞ্জার গাড়ি এর সংখ্যা ৩,৯১০টা। এর মধ্যে ঢাকায় প্রাইভেট পেসেঞ্জার গাড়ি ৩,৪০৬ টা।
- সারা বাংলাদেশে মোট কয়টা গাড়ি আছে ?
সারা বাংলাদেশে সর্বমোট রেজিস্টার্ড প্রাইভেট পেসেঞ্জার গাড়ি এর সংখ্যা ২,৯২,১৪৭ টা (২৯শে ফেব্রুয়ারী ২০১৬ পর্যন্ত) । যার মধ্যে ২,২৬,৬৪৫ টা গাড়ি ঢাকার। ৮৭% গাড়ির নাম্বার ঢাকার। ১৩ % নাম্বার বাকি দেশ জুড়ে। - প্রিয় নীল আকাশ
T
Published by Shuvo Bangla