Shares 2
বর্ষায় মোটরসাইকেলের যত্নআত্তি – ১২ টি পরামর্শ
Last updated on 01-Aug-2024 , By Saleh Bangla
বৃষ্টির মধ্যে মোটরসাইকেল রাইড বলা যায় এমন এক ধরনের মজা যা সেইসব মোটরসাইক্লিস্টদের কাছে বেশ পছন্দনীয় যারা মূলত: আনন্দভ্রমন ও অ্যাডভেঞ্চারের জন্যই মোটরসাইকেল চালান। হতে পারে অনেকেই আনন্দভ্রমন বা অ্যাডভেঞ্চারের জন্য মোটরসাইকেল চালান না, কিন্তু যারা সাধারনভাবে মোটরসাইকেল ব্যবহার করেন তাদেরও বর্ষাকালে মোটরসাইকেল নিয়ে বের হতে হয়। তো বর্ষাকালে ব্যবহৃত মোটরসাইকেলের কিছু বাড়তি যত্নআত্তি প্রয়োজন হয়ে থাকে। তো আজ আমরা এখানে বর্ষায় মোটরসাইকেলের যত্নআত্তি নিয়ে জানবো আর এবিষয়ে নিম্নে আমাদের ১২টি পরামর্শ রইলো।
বর্ষায় মোটরসাইকেলের যত্নআত্তি – ১২ টি পরামর্শ
বর্ষাকালে নিজের ব্যবহৃত মোটরসাইকেলটির যত্ন বা রক্ষণাবেক্ষণে প্রথম এবং প্রধান লক্ষ্য হলো মোটরসাইকেলটিকে সঠিক ও সমস্যাহীনভাবে কর্মক্ষম রাখা। যেহেতু বর্ষাকালে সর্বত্রই ময়লা, কাদা, এবং পানি একাকার হয়ে থাকে আর তা সহজেই মোটরসাইকেলের সর্বত্র সর্বত্র লেগে থাকে। ফলে এসব পানি, ময়লা, কাদা সহজেই মোটরসাইকেলের বিভিন্ন অংশের ক্ষতি করতে পারে, মরিচা ধরাতে পারে, বা চলমান অংশগুলিকে জ্যাম করে দিতে পারে। এছাড়াও অতিরিক্ত আর্দ্রতা এর গুরুত্বপূর্ন অংশগুলিকে অনেকসময়ই অকার্যকর করে দিতে পারে। তাই এসময়ে মোটরসাইকেলের যত্ন নিয়ে আমাদের কিছু পরামর্শ আমরা নিম্নে তুলে ধরেছি।
- বর্ষাকালে, বছরের অন্য যেকোনো সময়ের তুলনায় আপনার মোটরসাইকেলটি বেশি যত্ন নিয়ে পরিষ্কার রাখুন। এতে করে আপনার মোটরসাইকেলটি ছোপ পড়া ময়লা, পানির দাগ, ও আর্দ্রতা থেকে মুক্ত থাকবে এবং সর্বপরি মরিচা ধরা থেকে রক্ষা পাবে। সুতরাং যখনই আপনি কোন রাইড থেকে ফিরে আসবেন, তখনই চেষ্টা করুন আপনার মোটরসাইকেলটি মোটামুটি পরিষ্কার করে ফেলতে।
- বর্ষায় প্রতিবার রাইডের পরে বাড়ি ফিরে, অথবা আপনি যখন রাইড করেন না, আর আপনার মোটরসাইকেলটি গ্যারেজে অলস পড়ে থাকে তখন এটি যাতে শুকনো অবস্থায় থাকে তা নিশ্চত করুন। তাই রাইডের পরে আপনি মোটরসাইকেলটি থেকে বৃষ্টির পানি মুছে ফেলুন অথবা একটি এয়ার-ব্লোয়ার দিয়ে এর ফাঁকফোকরের পানি বের করে দিন। ফলে এটি অতিরিক্ত আর্দ্রতা ও মরিচাধরা থেকে রক্ষা পাবে এবং এর রঙকেও বিবর্ণ হতে বাধা দেবে।
- বর্ষাকালে আপনার মোটরসাইকেলটি সবসময় একটি শেডের নিচে এবং শুকনো জায়গায় পার্ক করার চেষ্টা করুন। এটি আপনার মোটরসাইকেলের সাথে সংযুক্ত সংবেদনশীল অভ্যন্তরীণ অংশগুলি এবং মূল্যবান ইলেকট্রনিক্সগুলিতে আর্দ্রতা তৈরি হওয়া এড়াতে সহায়তা করবে। এছাড়াও এটি ধাতব অংশগুলিতে মরচে ধরা এবং আদ্রতাজনিত ক্ষয় এড়াতে সাহায্য করবে।
- বর্ষাযকালে আপনার মোটরসাইকেলের টায়ারে সঠিক এয়ার-প্রেশার বজায় রাখুন। এর ফলে এর চাকাগুলি ভিজা এবং কর্দমাক্ত রাস্তা আরও ভালভাবে আঁকড়ে ধরতে পারবে। আর চাকায় সঠিক এয়ার-প্রেশার মোটরসাইকেলের ব্রেকিং এফিশিয়েন্সিও নিশ্চিত করে। তবে বৃষ্টির দিনে চাকায় এয়ার-প্রেশার স্বাভাবিক সময়ের চেয়ে কিছুটা কম রাখাই ভালো। আর অবশ্যই, বর্ষার আগে জীর্ণ টায়ার বদলাতে ভুলবেন না।
- বর্ষাকালে প্রতিদিন মোটরসাইকেল নিয়ে বের হবার আগে এর ব্রেকগুলি একটু পরীক্ষা করে নেবেন। কেননা সেগুলি মরিচা, কাদা, বা ময়লা জমার কারণে জ্যাম হয়ে থাকতে পারে এবং সঠিকভাবে কাজ নাও করতে পারে৷ তাই মোটরসাইকেলের ব্রেক মেকানিজম পরিষ্কার এবং মসৃণভাবে কার্যকরী রাখুন। প্রয়োজনে ব্রেক-শু, প্যাড, ও অন্যান্য ব্রেক মেকানিজম বদলে নিন।
- বর্ষাকালে মোটরসাইকেলের ড্রাইভ-চেইন সহজেই বেশ নোংরা হয়ে যায় এবং সহজেই মরিচা পড়ে, বিশেষ করে ফুল-চেইন কভার ছাড়া মোটরসাইকেলগুলোতে। তাই মোটরসাইকেলের ড্রাইভ-চেইন সবসময় পরিষ্কার রখুন, লুব্রিকেন্ট দিন, এবং সঠিক এলাইনমেন্টে রাখুন।
- বর্ষাকালে মোটরসাইকেলের ইলেকট্রিক্যাল সমস্যা খুবই সাধারণ একটি বিষয়। তাই এর ওয়্যারিং, ইলেকট্রনিক্স, লাইট এবং সিগন্যাল গুলির দিকে নিবিড়ভাবে লক্ষ রাখুন। কখনোই তাতে পানি জমতে দেবেন না। সবসময় এয়ার-ব্লোয়ার দিয়ে পানি সরিয়ে ফেলুন। আরও প্রয়োজনে শর্ট-সার্কিট এড়াতে বর্ষার আগে একজন ভালো মেকানিক দ্বারা এর লুজ-কানেশনগুলো ভালো করে পরীক্ষা করে নিন।
- মোটরসাইকেলের ব্যাটারি একটি বেশ সেনসিটিভ ইলেকট্রনিক পার্ট, যেটি বিভিন্ন ইলেকট্রনিক গ্যাজেট সহ মোটরসাইকেলকে একটিভ রাখে। তাই এটির নিয়মিত রক্ষণাবেক্ষণ প্রয়োজন, বিশেষ করে বর্ষাকালে। তাই বর্ষাকালে ব্যাটারি সঠিকভাবে চার্জ করুন, এর টার্মিনালগুলি পরিষ্কার করুন, ও শুকনো রাখুন। আর প্রয়োজনে পুরানো ব্যাটারি এসময়ে বদলে নিতে দেরী করবেন না।
- বৃষ্টির দিনের ভিজা ও ঠান্ডা আবহাওয়ায় মোটরসাইকেলের ইঞ্জিনের ইনটেক-ম্যানিফোল্ডে আর্দ্রতা তৈরি হওয়ার কারণে প্রায়শই কোল্ড-স্টার্টের সমস্যা হয়ে থাকে। তাই মোটরসাইকেলের স্পার্ক-প্লাগ সময়ে সময়ে পরিষ্কার করা এবং এটিকে শুষ্ক রাখা উচিৎ। আর প্রয়োজন পড়লে অবশ্যই এটি বদলে নেয়া উচিৎ।
- বৃষ্টির দিনে মোটরসাইকেলের এয়ার-ফিল্টারের কর্মক্ষমতা অনেকসময়ই বাধাগ্রস্ত হয়। কেননা এটি সহজেই ভেজা বাতাস থেকে আর্দ্রতা শুষে নেয় এবং ভিজে যায়। ফলে এটি সামান্য নোংরা হলেও এতে বায়ুপ্রবাহের পরিমাণ অনেকটাই কমে যায়। তাই এসময়ে এয়ার-ফিল্টারকে পরিষ্কার এবং আর্দ্রতা থেকে শুষ্ক রাখার জন্য অতিরিক্ত যত্ন নিতে হবে। আর প্রয়োজন পড়লে অবশ্যই এটি বদলে নিতে হবে।
- বর্ষাকালে একটি মোটরসাইকেলের সমস্ত মুভিং-পার্টগুলিকে নিয়মিত পরিষ্কার করে লুব করা বিশেষ প্রয়োজন, বিশেষ করে প্রতিবার গভীরভাবে ময়লা ধুয়ে ফেলার পরে। এটি মরিচা ধরা ও ধাতব অংশের ক্ষয় এড়াতে সাহায্য করে এবং সব মুভিং-পার্টগুলিকে মসৃণভাবে চলমান রাখে। আর এইক্ষেত্রে মরিচা এবং ক্ষয় এড়াতে অ্যান্টি-রাস্ট এজেন্ট স্প্রে করেও ভাল ফল পাওয়া যেতে পারে।
- একটি মোটরসাইকেল মূলত: অসংখ্য যন্ত্রাংশের সম্মিলিত রুপ। আর তাই সবসময়ই এটি নিয়মিত রক্ষণাবেক্ষণে রাখতে হয়। আর বর্ষাকালে এটি আরো অনেকবেশি প্রয়োজন হয়। তাই বর্ষাকালে একটি মোটরসাইকেল থেকে ঝামেলামুক্ত এবং মসৃণ পারফরমেন্স পেতে নিয়মিত রক্ষণাবেক্ষণের কোন বিকল্প নেই। এবিষয়ে একজন রাইডারকে অনেক বেশি গুরুত্ব দিতে হবে আর এটি অবশ্যই আপনাকে প্রাত্যহিক চলাফেরায় সুফল দেবে।
T
Published by Saleh Bangla