Shares 2

সুজুকি দিচ্ছে ফ্রী রেজিস্ট্রেশন অফার - মার্চ ২০১৯

Last updated on 13-Jul-2024 , By Saleh Bangla

র‍্যাংকন মোটরবাইকস লিমিটেড বাংলাদেশে Suzuki Bike এর একমাত্র অফিশিয়াল ডিসট্রিবিউটর । তাদের অনুমোদিত ডিলার পয়েন্ট থেকে Suzuki Gixxer , Suzuki Gixxer SFSuzuki Hayate ক্রয়ের মাধ্যমে ২০১৯ সালের মার্চ মাসের জন্য দিচ্ছে ফ্রী রেজিস্ট্রেশন অফার ।

সুজুকি দিচ্ছে ফ্রী রেজিস্ট্রেশন অফার - মার্চ ২০১৯

suzuki gixxer single disc

বাংলাদেশে সুজুকি জাপানিজ মোটরসাইকেল কোম্পানি গুলোর মধ্যে অন্যতম একটী কোম্পানি । আমরা তাদের ঢাকার বাইক শোতে Suzuki Hayabusa এবং Suzuki Boulevard M109R দুটো এক্সকুলসিভ মোটরসাইকেল প্রদর্শন করতে দেখেছি । সুজুকি তাদের ফ্ল্যাগশিপ মোটরসাইকেল Suzuki Gixxer এর মাধ্যমে বাংলাদেশে সর্বাধিক জনপ্রিয়তা লাভ করেছে । সুজুকি জিক্সার ১৫৫সিসি এয়ার কুল্ড ইঞ্জিন রয়েছে যা প্রায় ১৪.৬ বিএইচপি @ ৮০০০ RPM এবং টর্ক ১৪ এনএম @ ৬০০০ RPM পর্যন্ত ক্ষমতা উৎপন্ন করতে পারে । মোটরসাইকেলটিতে ৫ স্পীড গিয়ারবক্স, পুরোপুরি ডিজিটাল স্পিডোমিটার, কিক ও সেলফ উভয় স্টার্টিং সিস্টেম রয়েছে । 

suzuki gixxer sf 2017

বাইকের ফ্রন্ট ডিস্ক ব্রেককে স্ট্যান্ডার্ড হিসাবে ধরা হয় । তবে আপনি রেয়ার ব্রেক এর ক্ষেত্রে ডিস্ক ব্রেক বা রেয়ার ড্রাম ব্রেকের মধ্যে যেকোন একটি পছন্দ করতে পারেন । এর বেশিরভাগ প্রতিযোগীদের মতো তাদের সর্বোচ্চ স্থিতিশীলতা এবং ব্রেকিং পারফরম্যান্সের জন্য ১৪০ টি সেকশনের রেয়ার টায়ার রয়েছে । সামনে সাসপেনশনটি টেলিস্কোপিক এবং পিছন দিকে রয়েছে সুইং আর্ম মনো শক সাসপেনশন । সুজুকি জিক্সার এর ওজন ১৩৫কেজি এবং এই বাইকের ট্যাঙ্কে ১২ লিটার ফুয়েল নেয়া যায় ।

>>Suzuki GSX-R150 Review<<


সুজুকি জিক্সার এবং জিক্সার এসএফ উভয় একই প্ল্যাটফর্ম শেয়ার করে, তাদের উভয়েরই একই ইঞ্জিন ও চ্যাসি থাকে, শুধু মাত্র জিক্সার এসএফ এর ইঞ্জিনের চারপাশে একটি বডি কিট থাকে এবং এর ওজনেও জিক্সারের এর তুলনায় খানিকটা বেশি।

ফ্রী রেজিস্ট্রেশন অফার - মার্চ ২০১৯

Model Name Price in BDT 
Hayate1,14,950


Gixxer2,09,950
Gixxer 20172,29,950
Gixxer Duel Tone2,19,950
Gixxer Duel Tone (Duel Disc)2,29,950
Gixxer SF (Single Disc)2,39,950
Gixxer SF (Duel Disc)2,49,950
Gixxer Motogp (Single Disc)2,49,950
Gixxer Motogp (Duel Disc)2,59,950


suzuki hayate in bangladesh new color

সুজুকি হায়াতে বাংলাদেশের বাজারে সুজুকির একমাত্র কমিউটিং মোটরসাইকেল । এতে ১১০ সিসি ইঞ্জিন রয়েছে যা থেকে প্রায় ৮.১ বিএইচপি এবং  ৮.৮ এনএম টর্ক উৎপন্ন করে । বাইকের ওজন ১১৪ কেজি এবং এটি টেস্ট কন্ডিশনে ৮৫ কিলোমিটার মাইলেজ দিতে পারে। Lets See Suzuki Gixxer price in Bangladesh here.

suzuki free registration march 2019 ফ্রী রেজিস্ট্রেশন

সম্প্রতি সুজুকি বাংলাদেশে ৩টি নতুন বাইক লঞ্চ করেছে, যার মধ্যে ছিল Suzuki Hayate এর নতুন সংস্করন রয়েছে । বাইকটি নতুন গ্রাফিক্স এর সাথে এসেছে । তবে ইঞ্জিন এবং অন্য সব কিছুই একই রকম । র‍্যাঙ্কন মোটরবাইকস লিমিটেড Suzuki GSX-R150 অফিশিয়ালি লঞ্চ করেছে এবং এর দাম ধরা হয়েছে ৩,৯৯,০০০ টাকা ।

Published by Saleh Bangla