Shares 2
ফাইন্ডার জিপিএস ট্র্যাকিং সার্ভিস বাইকবিডির নতুন ট্র্যাকিং পার্টনার
Last updated on 03-Aug-2024 , By Ashik Mahmud Bangla
Finder GPS বাইকবিডি ডট কম এর নতুন ট্র্যাকিং পার্টনার হিসেবে যুক্ত হয়েছেন । কিছু দিন আগে মনিকো টেকনোলজিস লিমিটেড এবং বাইকবিডি এর মধ্যে MoU সাইনিং এর মাধ্যমে তারা বাইকবিডি এর পার্টনার হিসেবে যুক্ত হয়েছেন । ফাইন্ডার জিপিএস প্রায় দশ বছরেরও বেশি সময় ধরে বাংলাদেশে কাজ করে আসছে ।
Also Read: সর্বশেষ জিপিএস বাইক নিউজ বাংলাদেশ
ফাইন্ডার জিপিএস ট্র্যাকিং হচ্ছে মনিকো টেকনোলজিস লিমিটেড এর একটি সিস্টার কনসার্ন । ফাইন্ডার ২০০৮ সালে প্রথম যাত্রা শুরু করে এবং ২০০৯ সাল থেকে তারা অফিশিয়াল ভাবে তাদের কার্যক্রম শুরু করে । খুব অল্প সময়ে তারা মার্কেটে ভাল একটা জায়গা দখল করে নেয় । বলা যায় যে, ভেহিকল ট্র্যাকিং সিস্টেমের ক্ষেত্রে বাংলাদেশে মনিকো টেকনোলজিস কে পাওনিয়ার হিসেবে ধরা যায় । গত ২৮শে জানুয়ারি ২০২০ তারিখে বাইকবিডি ও ফাইন্ডার জিপিএস ট্র্যাকিং সিস্টেম এর মধ্যে MoU সাইনিং হয় । এখন থেকে বাইকবিডির অফিশিয়াল ট্র্যাকিং পার্টনার হচ্ছে ফাইন্ডার জিপিএস । মনিকো টেকনোলজিস এর পক্ষে তাদের চিফ অপারেশন অফিসার ও পরিচালক মোঃ সাখাওয়াত সোবাহান এবং বাইকবিডি এর পক্ষে চিফ এক্সিকিউটিভ অফিসার, মিস্টার শুভ্র সেন স্বাক্ষর করেন । এছাড়া এই সাইনিং আরও উপস্থিত ছিলেন মনিকো টেকনোলজিস এর জেনারেল ম্যানেজার মিস্টার সোহেল আমান, সহকারী পরিচালক বিজনেস ডেভলপমেন্ট মোঃ খালিদ বিন আনোয়ার, ফাইন্ডার ভেহিকল ট্র্যাকিং সিস্টেম এর সহকারী জেনারেল ম্যানেজার হারুন উর রশিদ, ব্র্যান্ডিং ও মিডিয়া এর সহকারী পরিচালক অনুপম রয় । আরও উপস্থিত ছিলেন, বাইকবিডি এর চিফ টেকনোলজি অফিসার মিস্টার আসাদ ইকবাল ।
Also read: সর্বশেষ ফাইন্ডার বাইক নিউজ বাংলাদেশ
ফাইন্ডার জিপিএস ২০০৯ সাল থেকে মার্কেটে সার্ভিস দিয়ে আসছে । খুব অল্প সময়ে তারা কাস্টোমার সার্ভিস এবং কাস্টোমাইজ সলিউশন দিয়ে আসছে । তবে সবচেয়ে ইউনিক ব্যাপার হচ্ছে তারা নিজেদের জন্য একটি ম্যাপ তৈরি করেছে । যা মনিকো ম্যাপ নামে তারা তৈরি করেছে । মনিকো ম্যাপ বাংলাদেশের জিপিএস ট্র্যাকিং সিস্টেমে নতুন একটি সিস্টেম । ফাইন্ডার জিপিএস এর নতুন নতুন সব ফিচার সমৃদ্ধ করে তৈরি করা হয়েছে, যেমন এপিআই কানেকশন, কাস্টোমাইজ ল্যান্ডমার্কস, জিইও এলার্ট, ওভার স্পিড এলার্ট, পাওয়ার এলার্ট ইত্যাদি । বাইকবিডি এর সদস্যদের জন্য ফাইন্ডার একটি কাস্টোমাইজ প্যাকেজ দিচ্ছে । বাইকবিডির সদস্য ও ফ্যানদের জন্য ডিভাইসের দাম রাখা হয়েছে ৩৫০০/- টাকা । এছাড়া ১০০০/- টাকার একটি ইস্টলেশন চার্জ দিতে হবে, তবে এটি শুধু মাত্র ঢাকা ও চট্টগ্রামের জন্য প্রযোজ্য হবে । আর মাসিক চার্জ হচ্ছে ৩৫০/- টাকা । এই প্যাকেজটি শুধু মাত্র বাইকবিডির সদস্য, ফ্যান ও ফলোয়াররা উপভোগ করতে পারবেন ।
এই বিষয়ে আরও পড়ুনঃ
T
Published by Ashik Mahmud Bangla