Shares 2
ফাইন্ডার - বাংলাদেশে জিপিএস ট্র্যাকিং সার্ভিস | প্রোডাক্ট রিভিউ
Last updated on 14-Jul-2024 , By Ashik Mahmud Bangla
Finder GPS বাংলাদেশের অন্যতম গাড়ি, লঞ্চ এবং মোটরবাইক ট্র্যাকিং সিস্টেম সার্ভিস। ফাইন্ডার ই হচ্ছে বাংলাদেশে প্রথম ট্র্যাকিং সার্ভিস যারা বিটিআরসি থেকে ট্র্যাকিং সাভির্সের লাইসেন্স পেয়েছিল।
বর্তমানে বাংলাদেশে অনেক ট্র্যাকিং সার্ভিস রয়েছে। তাদের মধ্যে ফাইন্ডারের ই রয়েছে সবচেয়ে ভাল মানের সার্ভিস এবং প্রোডাক্ট। ফাইন্ডার মুলত মনিকো আইটি এর একটি সার্ভিস। প্রোডাক্টের কথা বলতে গেলে বলা যায় যে, এটি ছোট, শক্ত এবং মজবুত। এছাড়া ডিভাইসের জন্য জায়গা কম লাগে। অপর দিকে ইনস্টলেশন সহজ এবং ব্যাটারি ব্যাক আপও দারুন, কারণ ডিভাসের ভেতরে একটি ব্যাটারি দেয়া হয়েছে। এখন চলুন দেখা যাক ডিভাইসের এপটিতে কি কি দেয়া হয়েছে। এপের মধ্যে আপনি আপনার প্রয়োজনীয় সকল ইনফরমেশন পাবেন। এখানে জিও ফেন্সিং, ট্র্যাফিক, ট্র্যাকিং রেকর্ডস সহ আরও অনেক ইনফরমেনশন পাবেন।
ডিভাইস ফিচার্স
- ইন্টারনাল জিপিএস এবং জিএসএম এন্টেনা
- রিমোট সিস্টেম অন/অফ। এসএমএস এর মাধ্যমে ইঞ্জিন খোলা বন্ধ করা
- ওভার স্পিড এলার্ট
- পাওয়ার কাট/লো ব্যাটারি এলার্ট
- জিও ফেন্সিং
- ইগনিশন অন/অফ এলার্ট
- ইগনিশন সেন্সিং
আপনারা দেখতেই পাচ্ছেন যে, ডিভাইসটির ফিচার অন্যান্য থেকে সম্পূর্ন আলাদা এবং অনেক ফিচার্স সমৃদ্ধ। শুধু মাত্র এই দিয়ে কি একটি ডিভাইসের পরিচয় পাওয়া যায়? তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি ডিভাইসটির স্পেসিফিকেশন। যতে করে আপনারা ডিভাইসটি সম্পর্কে আরও ভাল ভাবে জানতে পারেন।
Subscribe To Our Youtube Channel
ডিভাইস স্পেসিফিকেশন
Max Output | GSM850/GSM900:33±3dBm |
GSM1800/GSM1900:30±3Bm | |
Max frequency error | ±0.1ppm |
GPS chipset | MTK high sensitivity chip |
Frequency | L1,1575.42MHz C/A code |
GPS channel | 66 |
Location accuracy | <10 meters |
Tracking sensitivity | -165dBm |
Acquisition sensitivity | -148dBm |
TTFF (open sky) | Avg. hot start≤1sec |
Avg. cold start≤35sec | |
Battery | 270mAh/3.7V |
LED Indicator | GPS(blue), GSM(green), Power(red) |
Working Voltage/current | 9-18VDC |
Operating Temperature | -20℃~ 70℃ |
Operating Humidity | 5%~95%,non-dense |
Standby time | 60 hours |
Working time | 3 hours |
Dimension | 80(L) ×43.0 (W) ×13.0 (H) mm |
Weight | 48.5g |
এখন দেখতেই পাচ্ছেন ডিভাইসটির ফিচার এবং স্পেসিফিকেশন। তাই এখন এটি সম্পূর্ন আপনার উপর নির্ভর করবে যে আপনার বাইকের নিরাপত্তার জন্য কোন ট্র্যাকিং সার্ভিসটি ভাল হবে। আপনার বাইকটি চুরির হাত থেকে রক্ষা করতে বা নিরাপত্তা দিতে একটি ভাল লক বা ট্র্যাকিং ডিভাইসের প্রয়োজন। আশা করি ফাইন্ডার আপনাকে সেই নিরাপত্তা দিতে সমর্থ হবে। ধন্যবাদ। বিস্তারিত জানতে কল করুনঃ 09678-346337 অথবা ভিজিট করুন www.finder-lbs.com
T
Published by Ashik Mahmud Bangla