Shares 2

ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট এর মোটরসাইকেল রাইডিং - এশিয়ান গেমস ২০১৮

Last updated on 09-Jul-2024 , By Saleh Bangla

গত এক সপ্তাহ ধরে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ভিডিও দেখতে পাচ্ছি যা খুব বেশি ভাইরাল হয়েছে । যা অনেক বাইকারদের দৃষ্টি আকর্ষন করেছে পুরো পৃথিবী জুড়ে । এমনকি বাংলাদেশেও এর প্রভাব পরেছে । সবাই ভিডিওটি শেয়ার করছে । এই ভিডিওটি হচ্ছে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো ওয়াই দোদো এর মোটরসাইকেল রাইডিং, যা তিনি এশিয়ান গেমস ২০১৮ এর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য রাইড করেছেন । 

ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট এর মোটরসাইকেল রাইডিং 

এই ভিডিওতে দেখানো হয়েছে তিনি এশিয়ান গেমস ২০১৮ এর উদ্বোধনী অনুষ্ঠানে যাবেন । কিন্তু রাস্তায় ট্রাফিক জ্যামের কারনে দেরি হয়ে যাচ্ছে । তাই তিনি সিদ্ধান্ত নেন যে নিজে মোটরসাইকেল রাইড করে যাবেন । এই ভিডিওতে তিনি যে মোটরসাইকেল রাইড করেছেন সেটি হচ্ছে ইয়ামাহা এফজেড ১ । এই ভিডিওটির মধ্যে সবচেয়ে বড় যে মেসেজটি দেয়া হয়েছে সেটি হলো, সারা বিশ্ব জুড়ে মোটরসাইকেল হচ্ছে সবচেয়ে সস্তা এবং সহজ যান । সাব কন্টিনেন্টে ইন্দোনেশিয়া বাইকের অনেক বড় মার্কেট এবং আপনার যদি একটি বাইক থাকে তবে আপনি প্রতিদিন কোন ঝামেলা ছাড়াই চলাচল করতে পারবেন । 

 ভিডিওটিতে আমরা দেখতে পাই যে, মিস্টার প্রেসিডেন্ট জোকো ওয়াই দোদো রাইড করছেন ইয়ামাহা এফজেড ১ বাইক । উনি ভীড় এড়ানোর জন্য র‍্যাম্প থেকে ভীড়ের উপর দিয়ে জাম্প করেন । এছাড়া ব্যস্ত ট্রাফিকের মধ্য দিয়ে আকাবাকা ফাক দিয়ে রাইড করেন । যখন তিনি ছোট রাস্তায় ট্রাফিকের মুখোমুখি হন তখন আমরা একটা ছোট স্টপি দেখতে পাই ভিডিওতে । পুরো ভিডিও জুড়ে আমরা দেখতে পাই যে ইয়ামাহা মোটরসাইকেল এর ব্যালেন্স ও অসাধারন কন্ট্রোলিং ।

 এই ভিডিওতে প্রেসিডেন্ট অনেক ভাল ভাল মেসেজ দিয়েছেন । পুরো ভিডিওতে আমরা মেসেজ দেখতে পাই । যেমন প্রেসিডেন্ট বাইকে বসার সাথে সাথে একটি হেলমেট চান সেফটির জন্য । এছাড়া যখন স্কুলের সামনে আসেন তখন থামেন এবং স্কুলের বাচ্চাদের রাস্তা পার হতে দেন । বাংলাদেশে আমরা এটা মাঝে মাঝে ফলো করি । হ্যা কার অনেক বেশি সেফ এবং কমফোর্টেবল বাইকের চেয়ে, তবে বাইক আপনার মুল্যবান সময় ও খরচ বাচিয়ে দেবে । আর তেলের ক্ষেত্রেও অনেক বেশি সাশ্রয়ী । আপনি যদি সব সময় বাইক রাইড করে থাকেন তবে অবশ্যই সেফটি গিয়ার পরে রাইড করবেন । 

 দিন দিন ঢাকা অনেক বেশি ভীড়ের নগরীতে পরিনত হচ্ছে । এছাড়া এর জ্যামের পরিমান ও বাড়ছে । আর তাই আপনার যদি একটি বাইক থাকে তবে আপনি খুব সহজে আপনার প্রতিদিনের চলাচল করতে পারবেন । দিন দিন বাংলাদেশে বাইক রাইডারের সংখ্যা বাড়ছে । তাই আমরা সব রাইডাদের অনুরোধ করব যাতে তারা সেফটি গিয়ার পরে বাইক রাইড করেন এবং ট্রাফিক আইন মেনে চলুন ।

Published by Saleh Bangla

Best Bikes

Honda CB Hornet 160R

Honda CB Hornet 160R

Price: 169800.00

Honda CB Hornet 160R ABS

Honda CB Hornet 160R ABS

Price: 255000.00

Honda CB Hornet 160R CBS

Honda CB Hornet 160R CBS

Price: 212000.00

View all Best Bikes

Upcoming Bikes

I-am RAPID

I-am RAPID

Price: 0.00

Salida ZL 9

Salida ZL 9

Price: 0.00

Salida ZL 8

Salida ZL 8

Price: 0.00

View all Upcoming Bikes