Shares 2
বাংলাদেশে মোটরসাইকেল বিক্রিতে দুইটি হেলমেট ফ্রি দেওয়ার সিদ্ধান্ত বিআরটিএ এর: আইন নাকি প্রস্তাব?
Last updated on 11-Jan-2026 , By Arif Raihan Opu
দুঃখজনক হলেও সত্য বাংলাদেশের অধিকাংশ মোটরসাইকেল ব্যাবহারকারী এখনো হেলমেট ব্যাবহারের প্রতি উদাসীন। যার ফলে বাইকার ও আরোহীদের সড়ক দূর্ঘটনাজনিত মৃত্যু এবং মাথায় আঘাতজনিত আহত হওয়ার হার উল্লেখযোগ্য ভাবে বাড়ছে। সাধারণ মোটরসাইকেল চালকদের হেলমেট পরার ব্যাপারে উৎসাহী করতে সম্প্রতি বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ একটি নতুন নীতিমালার ঘোষণা দিয়েছেন। নীতিমালা অনুযায়ী মোটরসাইকেল ক্রয়ের সময়েই বিক্রেতাকে ২ টি হেলমেট ফ্রি দেওয়া বাধ্যতামূলক করা হচ্ছে।

মোটরসাইকেল ক্রয়ে ২টি ফ্রী হেলমেট বাধ্যতামুলক - বিআরটিএ
শনিবার, ১০ই জানুয়ারি ২০২৬ তারিখে নোয়াখালী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিআরটিএ চেয়ারম্যান এ কথা জানান। তিনি জোর দিয়ে উল্লেখ করেন কেউ যদি মোটরসাইকেল বিক্রি করে তবে তাকে অবশ্যই বাধ্যতামূলকভাবে ২ টি বিএসটিআই অনুমোদিত হেলমেট সাথে ফ্রি দিতে হবে।
ইতিমধ্যেই এই নীতিমালা করা হয়েছে এবং চূড়ান্ত বাস্তবায়নের অপেক্ষায় রয়েছে। তিনি আরো বলেন এখন থেকে ড্রাইভিং লাইসেন্স প্রদান ও এই বিষয়ে আইন প্রয়োগের ফলে আরো কঠোরতা অবলম্বন করা হবে।

জনাব আবু মমতাজ আরো উদ্বেগ প্রকাশ করে বলেন বর্তমানে মোট সড়ক দূর্ঘটনার ৭৩% শিকার হন মোটরসাইকেল আরোহীগণ। এসব দুর্ঘটনায় নিহতদের বড় একটি অংশের বয়স ৫ থেকে ২৯ বছরের মধ্যে।
আরও পড়ুনঃ সড়ক দূর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হলে সরকারী আর্থিক সহায়তা নিতে যে নিয়মগুলো অনুসরণ করবেন

অথচ এই তরুণরাই আমাদের দেশের ভবিষ্যৎ। এই জায়গায় কোনো আপোষ করা হবে না। দেশের অর্থনীতি এগিয়ে নিতে হলে এই বয়সী মানুষের মৃত্যুহার কমাতে হবে। এজন্য আইন প্রয়োগের পাশাপাশি সচেতনতা সবচেয়ে গুরুত্বপূর্ণ।
একই সাথে বিআরটিএর বর্তমান কার্যক্রম প্রসঙ্গে তিনি জানান আমরা বিআরটিএ এর সব কার্যক্রম অটোমেশনের আওতায় নিয়ে আসছি। খুব শিগগিরই সব সেবা অনলাইনে চালু হবে, যেন মানুষকে আর হয়রানির শিকার হতে না হয়।
আরও পড়ুনঃ BRTA - ড্রাইভিং লাইসেন্স বিতরণ আপডেট । ডাকযোগে কার্ড যাবে
আশা করছি, এই মাসের শেষ নাগাদ অনলাইন কার্যক্রম চালু করতে পারবো। পাশাপাশি উক্ত অনুষ্ঠানে নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলার সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের সহায়তায় বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) নোয়াখালী সার্কেলের উদ্যোগে ৪১টি পরিবারের মাঝে এক কোটি ৬৫ লাখ টাকার আর্থিক অনুদান বিতরণ করা হয়।
মোটরসাইকেল ক্রয়ের সময় দুইটি ফ্রি হেলমেট প্রদান বাধ্যতামূলকের এই নীতিমালা কে আমরা স্বাগত জানাই। সাধারণ মোটরসাইকেল চালকদের পক্ষ থেকে বিআরটিএ এর কাছে আমাদের অনুরোধ, বিক্রেতাগণ যেন শুধুমাত্র নীতিমালা রক্ষার্থে নয় বরং জীবন রক্ষার্থে ভাল মানের হেলমেট প্রদান করে- এই দিকে যাতে নজরদারি বজায় রাখা হয়।
বাইক ও বাইক বিষয়ক সকল তথ্য ও আপডেট এর জন্য বাইকবিডির সাথেই থাকুন।
T
Published by Arif Raihan Opu