Shares 2
দাম কমলো টিভিএস এর দুটি মডেলের মোটরসাইকেলের
Last updated on 08-Jul-2024 , By Saleh Bangla
বাংলাদেশে প্রায় প্রতিটি মোটরসাইকেল কোম্পানি কাস্টমারদের আর্কষনের জন্য তাদের অফার দিচ্ছে । টিভিএস মোটরসাইকেল ইন্ডিয়ান কোম্পানি যেটি কমিউটার মোটরসাইকেলের জন্য বেশ জনপ্রিয় । কিছুদিন আগে তারা টিভিএস এ্যাপাচি আরটিআর ১৬০ ৪ভি লঞ্চ করেছে । বাইকটি ১৬০সিসি সেগমেন্টের মার্কেটে একটা প্রভাব ফেলেছে । বর্তমানে তারা তাদের সব থেকে ভাল দুইটি কমিউটার মোটরসাইকেলের নতুন দাম ঘোষনা করেছে ।
Model | Price | New Price |
Metro Plus(Drum Brake) | 1,18,900 | 1,09,900 |
Metro Plus(Disc Brake) | 1,23,900 | 1,16,900 |
Metro (kick) | 95,900 | 88,900 |
Metro (ES) | 1,04,900 | 94,900 |
কিছুদিন আগেই টিভিএস লঞ্চ করেছে টিভিএস এ্যাপাচি আরটিআর ১৬০ ৪ভি যেটি ১৬০ সিসি সেগমেন্টে বেশ স্টাইলিশ বাইক । শুধুমাত্র স্টাইলিশ না বরং এই বাইকে অনেক ফিচারস দেওয়া আছে । আপনি আমাদের ফার্স্ট ইম্প্রেশন ভিডিও দেখে আসতে পারেন ।
টিভিএস মেট্রো ১০০ সিসি সেগমেন্টের কমিউটার বাইক । ১০০ সিসি সেগমেন্ট হওয়া সত্ত্বেও বাইকটি দেখতে বেশ সুন্দর এবং স্টাইলিশ । বাইকটিতে ফোর স্ট্রোক, সিঙ্গেল সিলিন্ডার, এসওএইচসি, ২ ভাল্ব, এয়ার কুল্ড ইঞ্জিন দেওয়া আছে । বাইকটি ১০০ সিসি সেগমেন্টের কিন্তু ইঞ্জিনটি প্রায় ৭.৫ বিএইচপি @ ৭৫০০ আরপিএম এবং ৭.৮ এনএম টর্ক @ ৫০০০ আরপিএম দিতে সক্ষম । বাইকটিতে কিক স্টার্ট এবং সেলফ স্টার্ট দুইটি আছে ।
আর একটি কমিউটিং মোটরসাইকেল যেটি টিভিএস এর ১১০ সিসি সেগমেন্টের সেটি হল টিভিএস মেট্রো প্লাস । বাইকটি দেখতে বেশ সুন্দর এবং স্টাইলিশ । বাইকটির ইঞ্জিন বেশ পাওয়ারফুল । ইঞ্জিনটি হল ফোর স্ট্রোক, এসওএইচসি, ২ ভাল্বস এবং এয়ার কুল্ড ইঞ্জিন । ইঞ্জিনটি প্রায় ৮.৩ বিএইচপি @ ৭০০০ আরপিএম এবং ৮.৭ এনএম টর্ক @ ৫০০০ আরপিএম দিতে সক্ষম । বাইকটি ডিস্ক এবং ড্রাম দুই ভার্শনে পাওয়া যায় । বাইকটি তার মাইলেজ এর জন্য বেশ জনপ্রিয় ।
টিভিএস মোটরসাইকেল তাদের দুইটি মডেলের বাইকের দাম কমিয়েছে । কিন্তু তারা কোন মডেলে ডিস্কাউন্ট বা অন্যান্য মোটরসাইকেলের দাম কমায়নি । বর্তমানে অন্যান্য মডেলের মোটরসাইকেলের দাম আগের মতই আছেঃ
TVS Apache RTR 160 4V | 2,04,900 |
TVS Apache RTR 160(SD) | 1,70,900 |
TVS Apache RTR 160(DD) | 1,79,900 |
TVS Stryker | 1,22,900 |
TVS Wego (Scooter) | 1,46,900 |
TVS Jupiter | 1,64,900 |
গতমাসে বাজাজ তাদের ৬ টি মডেলের মোটরসাইকেলে দাম কমিয়েছিল বর্তমানে হোন্ডা তাদের ১১০ সিসি কমিউটিং মোটরসাইকেল এ ফ্রি রেজিষ্ট্রেশন দিচ্ছে । এছাড়া হিরো ও তাদের কমিউটিং মোটরসাইকেলের দাম কমিয়েছে , সেই ধারা অনুসারে ইয়ামাহা ও তাদের কমিউটিং মোটরসাইকেলে রেজিষ্ট্রেশন অফার দিচ্ছে । এই অফারগুলোর কারনে বাংলাদেশের মোটরসাইকেল মার্কেট ধীরে ধীরে বেশ প্রতিদ্বন্দীতার চলে আসছে । ধন্যবাদ সবাইকে ।
T
Published by Saleh Bangla