Shares 2

তেতুলিয়া-তামাবিল-টেকনাফ একটানা ১৪৯৫ কিলোমিটার বাইক রাইড

Last updated on 31-Jul-2024 , By Raihan Opu Bangla

আমি তৌহীদ আলম তানভীর । আমারা ৭ জনের একটি টিম নিয়ে তেতুলিয়া-তামাবিল-টেকনাফ একটানা রাইড এর উদ্দেশ্যে ১৮ নভেম্বর ২০২১ তারিখ ঢাকা থেকে তেতুলিয়ার পথে যাত্রা শুরু করি।


তেতুলিয়া-তামাবিল-টেকনাফ একটানা ১৪৯৫ কিলোমিটার বাইক রাইড

৭ জনের মধ্যে ৪ জন বাইকার ১৮ তারিখ সকালে তেতুলিয়ার উদ্দেশ্যে রওয়ানা হই এবং বাকি ৩ জন ১৮ তারিখ বিকেলে তেতুলিয়ার উদ্দেশ্যে রওয়না হয়। সবাই সহিসালা মতে তেতুলিয়া পৌছাই আলহামদুলিল্লাহ।


১৯ নভেম্বর ২০২১ তারিখে আমাদের প্রয়োজনীয় বিশ্রাম ও টুকটাক কাজ শেষ করে আমরা ৭ জন বাইকার বিকেল ৩ টার সময় আমাদের যাত্রা শুরু করি তামাবিল এর উদ্দেশ্যে।

যাত্রা পথে আমরা পর্যাপ্ত যাত্রা বিরতি দেই যাতে করে প্রত্যেকেই সুস্থ ভাবে আমরা বাইক চালিয়ে আমাদের গন্তব্যে পৌছাতে পারি। এর মাঝে আমাদের টিমের একটা বাইকে কয়েকবার ত্রুটি দেখা দেয় যার কারণে আমাদের তেতুলিয়া থেকে তামাবিল পৌছাতে ২০ তারিখ সন্ধ্যা ৬ঃ৩০ বেজে যায়।


তামাবিল এ পৌছানোর পর আমরা ৩-৪ ঘন্টার একটা পাওয়ার ন্যাপ নেই যাতে করে আমাদের তামাবিল থেকে টেকনাফ এর রাইড টা সুস্থ ভাবে দিতে পারি।তারপর বিশ্রাম শেষ করে আমারা রাত ১১ টায় তামাবিল থেকে টেকনাফ এর উদ্দেশ্যে যাত্রা শুরু করি।
এবারও যাত্রা পথে আমরা পর্যাপ্ত যাত্রা বিরতি দেই নিজেদের কে ফিট রাখার জন্য। দুর্ভাগ্যবসোত আমাদের টিমের আরো একটি বাইকে ২-৩ বার ত্রুটি দেখা দেয়ায় অনেক টা সময় আমাদের ব্যয় হয়ে যায় বাইকটা ত্রুটি মুক্ত করতে। সবকিছু ঠিকঠাক হওয়ার পরে আমরা আবার যাত্রা শুরু করি এবং সহিসালা মতে আলহামদুলিল্লাহ আমরা ৭ জন বাইকার ২১ নভেম্বর ২০২১ রাত ১১ টায় টেকনাফ ০ পয়েন্টে পৌছাই।
এতগুলো সমস্যা ফেস করার পরও আমরা কেউ কাওকে ছেড়ে যাইনি বা ট্যুর কন্টিনিউ করার চেষ্টা করিনি।সমস্যা গুলো সমাধান করে একসাথে ট্যুর টা শেষ করেছি আলহামদুলিল্লাহ।
টিম NEXT GEAR (Ride At Your Own Limit) কখনো কোন ট্যুরে টিম মেট কে ছেড়ে চলে যায়নি।ইনশাআল্লাহ ভবিষ্যতেও এর ব্যাতিক্রম ঘটবেনা।

এতোটা পথ পারি দিতে আমাদের সবার প্রচুর কষ্ট হয়েছে কিন্তু গন্তব্যে পৌছানোর পরে সবার মদ্ধে যে আনন্দ দেখতে পেয়েছি তা কোটি টাকা দিয়ে কেনা সম্ভবনা। সব ক্লান্তি এক নিমেষে শেষ হয়ে গেছে। সবাই দোয়া করবেন আমাদের জন্য। কোথাও কোন ভুল বলে থাকলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

সম্ভবত বাংলাদেশে এটাই প্রথম ও সব থেকে বড় টিম (৭) জন একসাথে সুস্থ ভাবে "তেতুলিয়া-তামাবিল-টেকনাফ" ১৪৯৫ কিলোমিটার একটানা রাইড সম্পন্ন করেছি। আলহামদুলিল্লাহ ।
টিম - 
NEXT GEAR (Ride At Your Own Limit)

টিম মেট -
Tanvir Tauhid
Sifat S Sonket
Khairul Hassan Sun
Joynal Abidin Ratul
Rakib Hossain
Md Foesj Islam
Shamim H. Khan 



লিখেছেনঃ তৌহীদ আলম তানভীর

আপনিও আমাদেরকে আপনার বাইকের মালিকানা রিভিউ পাঠাতে পারেন। আমাদের ব্লগের মাধ্যেম আপনার বাইকের সাথে আপনার অভিজ্ঞতা সকলের সাথে শেয়ার করুন! আপনি বাংলা বা ইংরেজি, যেকোন ভাষাতেই আপনার বাইকের মালিকানা রিভিউ লিখতে পারবেন। মালিকানা রিভিউ কিভাবে লিখবেন তা জানার জন্য এখানে ক্লিক করুন এবং তারপরে আপনার বাইকের মালিকানা রিভিউ পাঠিয়ে দিন articles.bikebd@gmail.com – এই ইমেইল এড্রেসে।

Published by Raihan Opu Bangla