Shares 2

ডিস্কভার উৎসব ২০১৮ - বাজাজ ডিস্কভার ১২৫ এবং ১১০

Last updated on 10-Jul-2024 , By Saleh Bangla

বাজাজ বাংলাদেশের ইন্ডিয়ান মোটরসাইকেল ব্র্যান্ডের  মধ্যে অন্যতম । মোটরসাইকেল সেলস এর দিক থেকে বাজাজ তাদের রেকর্ড ধরে রেখেছে । বাজাজ পালসার ১৫০ বাইকটি ১৫০সিসি সেগমেন্টে বহুল জনপ্রিয় একটি বাইক । বলা যায় যে ১৫০সিসি সেগমেন্টে সবচেয়ে বেশি বিক্রি হওয়া বাইকের মধ্যে পালসার ১৫০ অন্যতম । কমিউটার স্পোর্টস বাইক হিসেবে বাজাজ পালসার ১৫০ এর জনপ্রিয়তা অনেক বেশি । এছাড়া বিক্রির দিক থেকেও পালাসার অনেক এগিয়ে আছে । তবে বাজাজ সম্প্রিত তাদের ১২৫সিসি সেগমেন্টে নতুন বাইক লঞ্চ করেছে । আর সেটি হচ্ছে বাজাজ ডিস্কভার ১২৫সিসি । নতুন বাইক লঞ্চ উপলক্ষে তারা নিয়ে এসেছে ডিস্কভার উৎসব ২০১৮ । 

 যদি সেলস এর দিক থেকে ধরা হয় । তবে বাজাজ সবার চেয়ে বেশি এগিয়ে থাকবে । বাজাজের দুটি মডেল সবচেয়ে বেশি বিক্রির তালিকায় জায়গা করে নেবে । মডেল দুটি হচ্ছে বাজাজ প্লাটিনা এবং বাজাজ ডিস্কভার । এছাড়া সম্প্রতি বাজাজ ১৬০সিসি সিরিজের অন্যতম নেকেড স্পোর্টস বাইক বাজাজ পালসার এনএস ১৬০ লঞ্চ করেছে । বাইকটি নিয়ে আগ্রহের শেষ ছিল না । বাইকটি স্পোর্টি লুকস ও ডিজাইনের কারনে বেশ ভাল জনপ্রিয়তা পেয়েছে ।

<<<Bajaj Pulsar NS160 First Impression>>>

 

১২৫সিসি সেগমেন্টে বাজাজ ডিস্কভার ১২৫সিসি এই সেগমেন্টের স্টাইলিশ বাইক । প্রথম দর্শনে বাইকটি সবাইকেই ইম্প্রেস করবে । কমিউটার সেগমেন্টে বাইক অনেক খানি ডিজাইন পরিবর্তনের কারনে এর লুকস চেঞ্জ হয়েছে । তাই একে আরো স্টাইলিশ ও এগ্রেসিভ দেখা যায় । তাছাড়া এতে নতুন গ্রাফিক্স ও ফিচার যুক্ত করা হয়েছে । তাই বাজাজ এই নতুন ১২৫সিসি এর সাথে ঘোষনা দিয়েছে ডিস্কভার উৎসব ২০১৮ । 

 বাজাজ ডিস্কভার ১২৫ এই নতুন বাইকটিতে ইঞ্জিন আগের মতই ১২৫সিসির এর ইঞ্জিন ব্যবহার করা হয়েছে । তবে ইঞ্জিনটি আগের চেয়ে অনেক বেশি রিফাইন করা হয়েছে । ইঞ্জিন ডিস্প্লেসমেন্ট হচ্ছে ১২৪.৬সিসি এবং ইঞ্জিনটি ফোর স্ট্রোক, সিংগেল সিলিন্ডার, ডিটিএস-আই, এয়ারকুল্ড ইঞ্জিন । ইঞ্জিনটি থেকে প্রায় ১৪.৭২বিএইচপি @ ৭৫০০আরপিএম ও ১১ এনএম টর্ক @ ৫৫০০ আরপিএম ক্ষমতা উৎপন্ন করতে পারে । বাজাজ ডিস্কভার ১২৫সিসি এর ফিচার্স অনেক পরিবর্তন করা হয়েছে । তবে সবচেয়ে বেশি যেই ফিচারটি নিয়ে কথা হচ্ছে তা হল এর এলইডি ডিআরএল সিস্টেম । বাইকটির হেডলাইটের সাথে এই সিস্টেম প্রথম বারের মত যুক্ত করা হয়েছে । এছাড়া টেল লাইটের ডিজাইনেও পরিবর্তন আনা হয়েছে ।  বাজাজ ডিস্কভার উৎসব ২০১৮ এই অফারটি শুধু মাত্র ঢাকার ইস্কাটন ও ঢাকায় অবস্থিত সকল অথোরাইজড ডিলারের কাছে পাওয়া যাবে । এছাড়া ঢাকার আশে পাশে নারায়ণগঞ্জ, সাভার, গাজীপুর, টাঙ্গাইল এবং মানিকগঞ্জের শোরুমেও এই অফার কার্যকর হবে । এই ডিস্কভার উৎসব অফারে প্রত্যেকে কাস্টমার প্রতিটি বাইকের সাথে পাচ্ছেন হেলমেট ও ২ লিটার ইঞ্জিন ওয়েল । অফারটি শুধু মাত্র ডিস্কভার ১২৫ এবং ডিস্কভার ১১০ এর ক্ষেত্রে প্রযোজ্য হবে । 

 এইছিল বাজাজ ডিস্কভার উৎসব ২০১৮ এর বিস্তারিত । যেহেতু এটি লিমিটেড অফার । অফারটি পেতে শীঘ্রই যোগাযোগ করুন বাজাজের নিকটস্থ শো-রুমে । পরবর্তি আপডেট পেতে আমাদের ওয়েভ সাইট ভিজিট করুন ও ফেসবুক ফ্যান পেজে চোখ রাখুন ।

Published by Saleh Bangla

Best Bikes

Honda CB Hornet 160R

Honda CB Hornet 160R

Price: 169800.00

Honda CB Hornet 160R ABS

Honda CB Hornet 160R ABS

Price: 255000.00

Honda CB Hornet 160R CBS

Honda CB Hornet 160R CBS

Price: 212000.00

View all Best Bikes

Upcoming Bikes

I-am RAPID

I-am RAPID

Price: 0.00

Salida ZL 9

Salida ZL 9

Price: 0.00

Salida ZL 8

Salida ZL 8

Price: 0.00

View all Upcoming Bikes