Shares 2
ট্র্যাকার্সবিডি জিপিএস সিস্টেম ফিচার্স এবং বিস্তারিত
Last updated on 03-Nov-2024 , By Raihan Opu Bangla
বাংলাদেশে প্রচলিত ট্র্যাকিং ডিভাইসগুলোর মধ্যে অনুমোদিত এবং অনেক ফিচার সংবলিত ডিভাইসের সংখ্যা খুব ই কম। ট্র্যাকার্সবিডি বাংলাদেশে প্রায় এক যুগ ধরে ভেহিকল ট্র্যাকিং সিস্টেম ক্যাটাগরি তে বিটিসিএল থেকে রেজিস্টার্ড, সাথে এর অনেক গুলো ইউনিক ফিচার একে অন্যান্য ট্র্যাকিং ডিভাইস থেকে করেছে আলাদা।
ট্র্যাকার্সবিডি জিপিএস সিস্টেম ফিচার্স
চলুন ট্র্যাকার্সবিডি এর ডিভাইসের ফিচারগুলো সম্পর্কে বিস্তারিত ধারণা নেওয়া যাক-
আইওএস/অ্যান্ড্রয়েড অ্যাপঃ ডিভাইসটি সহজে অপারেটিং এর জন্য রয়েছে অ্যাপ যা আইফোন বা যে কোন অ্যান্ড্রয়েড ফোনে সাপোর্ট করে।
২৪/৭ লাইভ ট্র্যাকিংঃ সার্বক্ষণিক ট্র্যাকিং আপডেট অ্যাপ দ্বারা দেখা যায়।
ওয়াইড ভোল্টেজ রেঞ্জঃ ডিভাইসটি অনেক লং রেঞ্জ পর্যন্ত সিগন্যাল ট্রান্সমিট করতে সক্ষম।
ভয়েস মনিটরিংঃ ভয়েস দ্বারাও কিছু কিছু ক্ষেত্রে মনিটরিং ও কন্ট্রোল সম্ভব।
ভাইব্রেশন অ্যালার্টঃ বাইকটি লক করা অবস্থায় কেউ স্পর্শ অথবা চুরির চেষ্টা করলে রাইডারের নিজের ফোনে ভাইব্রেশন ও নোটিফিকেশন আসবে যা দ্বারা সব সময় বাইকার অ্যালার্ট থাকতে পারবেন।
ট্রাফিক আপডেটঃ অ্যাপ দ্বারা লাইভ ট্রাফিক আপডেট দেখা সম্ভব এর ফলে সম্ভাব্য ট্রাফিক জ্যাম ও অজানা রাস্তা লোকেট করা সহজ হবে।
স্ট্রিট ভিউঃ বাইকার যেখানে বাইকটি পার্কিং করেছেন তার স্যাটেলাইট স্ট্রিট ভিউ অ্যাপ থেকে দেখা সম্ভব।
স্পিড অ্যালার্টঃ বাইকার তার বাইকের সর্বোচ্চ গতিসীমা অ্যাপ এ সেট করে দিতে পারেন, এক্ষেত্রে ওভার স্পিড হলে বাইকারের ফোনে নোটিফিকেশন চলে আসবে।
লো ব্যাটারি প্রটেকশনঃ ট্র্যাকার্সবিডি ব্যাবহারে বাইকের ব্যাটারির উপর কোন প্রভাব পড়বে না। ডিভাইসের ইন বিল্ট ব্যাটারি ও রিলে বাইকের মেইন ব্যাটারির ডিসচার্জ হওয়া কে নিয়ন্ত্রণ করে।
রিমোট-ইঞ্জিন কন্ট্রোলঃ বাইকার তার অ্যাপ দ্বারা যে কোন স্থান থেকে তার ইঞ্জিন অন এবং অফ করতে পারেন।
হিস্টোরি প্লে-ব্যাকঃ বাইকের ওভারঅল রান ডিটেইলস এর কয়েক বছর পর্যন্ত হিস্টোরি অ্যাপের মাধ্যমে দেখা সম্ভব।
জিওফেন্সঃ জিওফেন্স একটা চমৎকার ফিচার, এর মাধ্যমে বাইকার তাই বাইকটি নির্দিষ্ট একটি গন্ডির মধ্যে সেট করে দিতে পারবেন ফলে পরিচিত হোক বা অপরিচিত উক্ত এরিয়ার বাইরে বাইকটি নিয়ে যাওয়ার চেষ্টা করা মাত্রই বাইকটির ইঞ্জিন অটোমেটিক শাট-অফ হয়ে যাবে।
লো-মান্থলি ফিঃ মাত্র ৩০০ টাকা মাসিক চার্জে ট্রাকার্সবিডি ইউজার রা এতসব সুবিধা সহ লাইভ ট্র্যাকিং করতে পারবেন এবং ২৪/৭ ক্লায়েন্ট সাপোর্ট পাবেন যা নিঃসন্দেহে একটি ভালো ডিল বলা চলে।
বিস্তারিত জানতে ট্র্যাকার্সবিডি এর অফিসিয়াল ফেসবুক পেজ ও ওয়েবসাইট ভিজিট করুন।
T
Published by Raihan Opu Bangla