Shares 2
টিভিএস স্বাধীনতা উৎসব অফার - ফেব্রুয়ারি ২০২২
Last updated on 31-Jul-2024 , By Raihan Opu Bangla
টিভিএস স্বাধীনতা উৎসব অফার
বাংলাদেশে ইন্ডিয়ান মোটরসাইকেল কোম্পানির মধ্যে অন্যতম এবং জনপ্রিয় মোটরসাইকেল কোম্পানি হচ্ছে টিভিএস। সেলস এর দিক থেকেও এই কোম্পানিটি সবার চেয়ে এগিয়ে আছে। টিভিএস তাদের কাস্টোমারদের জন্য নিয়ে এসেছে “টিভিএস স্বাধীনতা উৎসব অফার”।
টিভিএস কমিউটার এবং স্পোর্টস দুটো সেগমেন্টেই বেশ জনপ্রিয়। ১০০ সিসি থেকে ১৬০ সিসি পর্যন্ত তাদের মোটরসাইকেলের মডেলের অনেক বড় একটি লাইন আপ রয়েছে।
এই স্বাধীনতা উৎসব অফার এর মধ্যে টিভিএস দিচ্ছে দুই বছরের মোটসাইকেল রেজিস্ট্রেশন ফি ফ্রী এবং সেই সাথে দেয়া হচ্ছে ১০,০০০ টাকা পর্যন্ত মোটরসাইকেল এক্সচেঞ্জ বোনাস।
টিভিএস স্বাধীনতা উৎসব অফার – ফেব্রুয়ারী ২০২২
টিভিএস এর যেকোন মডেলের মোটরসাইকেল ক্রয়ের ক্ষেত্রে টিভিএস থেকে কাস্টোমার পেয়ে যাবেন ২ বছরের রেজিস্ট্রেশন ফি ফ্রী।
যদি আপনি বাইক এক্সচেঞ্জ করে থাকেন তবে আপনি পেয়ে যাবেন ২ বছরের রেজিস্ট্রেশন ফি ফ্রী সহ ১০,০০০ টাকা পর্যন্ত বোনাস। কিন্তু এক্সচেঞ্জ এর ক্ষেত্রে শর্ত হচ্ছে আপনাকে RTR 2V/4V সিরিজের বাইক ক্রয় করতে হবে, শুধু মাত্র তখন ই আপনি পেয়ে যাবেন ১০,০০০ টাকা বোনাস।
TVS Ntorq 125 Race Edition First Impression Review
সম্প্রতি টিভিএস ইন্ডিয়াতে লঞ্চ করে করেছে TVS Apache RTR 165 RP, এবং লঞ্চের পরই এই ভার্সনটিকে সবাই দারূণ ভাবে পছন্দ করেছে। ফ্রন্ট থেকে টেইল পর্যন্ত বাইকটির ডিজাইন ও গ্রাফিক্স বেশ দারূণ।
ডিজাইনের ক্ষেত্রে TVS 4V এর মুল ডিজাইন রেখেছে, তবে তারা গ্রাফিক্স ও কসমেটিক চেঞ্জ করে বাইকটির একটি নতুন লুকস দিয়েছে।
RTR 165 RP বাইকটিতে দেয়া হয়েছে ১৬৪.৯সিসি সিঙ্গেল সিলিন্ডার, ফোর ভাল্ব ইঞ্জিন, এবং এই ইঞ্জিন থেকে 19 BHP @ 10000 rpm and 14 Nm @ 8750 rpm পর্যন্ত শক্তি উৎপন্ন করতে পারে। বাইকটি এই সেগমেন্টে সবচেয়ে দ্রুত গতির ও শক্তিশালী একটি মোটরসাইকেল।
এছাড়া ইঞ্জিনের ট্রান্সমিশনের জন্য এতে দেয়া হয়েছে ৫ স্পিড গিয়ারবক্স এবং স্লিপার কাচ, যা এই সেগমেন্টে একদম নতুন। সামনের দিকে দেয়া হয়েছে ২৪০মিমি এবং রেয়ারে দেয়া হয়েছে ২৭০মিমি ডিস্ক ব্রেক।
আমরা আশা করছি যে এই বাইকটি বাংলাদেশে দ্রুত লঞ্চ করা হবে। এই “স্বাধীনতা উৎসব অফার – ফেব্রুয়ারী ২০২২” এ টিভিএস এর কাস্টোমাররা তাদের পছন্দের টিভিএস বাইকটি ক্রয় করতে পারবেন। ধন্যবাদ।
T
Published by Raihan Opu Bangla