noadd
noadd

Shares 2

টিভিএস শরত উৎসব ক্যাশব্যাক সেপ্টেম্বর অফার ২০২৪

Last updated on 09-Sep-2024 , By Raihan Opu Bangla

বাংলাদেশে ভারতীয় মোটরসাইকেল ব্র্যান্ড এর মধ্যে অন্যতম জনপ্রিয় ব্র্যান্ড হচ্ছে টিভিএস মোটরসাইকেল। টিভিএস শরৎ ঋতু উপলক্ষ্যে তাদের মোটরসাইকেলে নিয়ে এসেছে ক্যাশব্যাক অফার। 

টিভিএস শরত উৎসব ক্যাশব্যাক সেপ্টেম্বর অফার ২০২৪

এই ক্যাশব্যাক অফারটিতে টিভিএস দিচ্ছে সর্বোচ্চ ৮,০০০ টাকার ক্যাশব্যাক অফার। টিভিএস তাদের নির্দিষ্ট কয়েকটি মডেলের মোটরসাইকেলে দিচ্ছে এই ক্যাশব্যাক অফার।

শরতের এই ক্যাশব্যাক অফারে টিভিএস তাদের আরটিআর সিরিজে দিচ্ছে ক্যাশব্যাক অফার। বাংলাদেশে টিভিএস এপাচি আরটিআর সিরিজটি অনেক জনপ্রিয় একটি সিরিজ। নেকেড স্পোর্টস সেগমেন্টে আরটিআর সিরিজ অনেক বেশি জনপ্রিয়। 

অপরটি টিভিএস বাংলাদেশের কমিউটার সেগমেন্টেও বেশ জনপ্রিয়। এই সেগমেন্টে তাদের বেশ কিছু দারূণ মোটরসাইকেল রয়েছে। এই সেগমেন্টের মডেল গুলো হচ্ছে TVS Raider, TVS Metro, এবং TVS Radeon

টিভিএস এর এই অফারটি সীমিত সময়ের জন্য দেয়া হচ্ছে। তাই আপনার পছন্দের টিভিএস মোটরসাইকেলটি ক্রয় করার জন্য আপনার কাছাকাছি টিভিএস মোটরসাইকেল শোরুমে যোগাযোগ করুন।

মোটরসাইকেল সম্পর্কিত সকল তথ্য, সাম্প্রতিক খবর, মোটরসাইকেলের ব্র্যান্ড, দাম, টিপস সহ সকল কিছু জানতে আমাদের ওয়েব সাইট ভিজিট করুন। ধন্যবাদ। 

Published by Raihan Opu Bangla