Shares 2

টিভিএস বাংলাদেশে লঞ্চ করেছে নতুন টিভিএস ম্যাক্স ১২৫ মোটরসাইকেল

Last updated on 06-Jan-2025 , By Raihan Opu Bangla

টিভিএস বাংলাদেশে লঞ্চ করেছে নতুন টিভিএস ম্যাক্স ১২৫ মোটরসাইকেল

টিভিএস বাংলাদেশে লঞ্চ করেছে তাদের নতুন মোটরসাইকেল TVS Max 125। বাইকটি ১২৫সিসি কমিউটার সেগমেন্টের নতুন মোটরসাইকেল। টিভিএস এর ১২৫সিসি সেগমেন্ট লাইন আপটি আরও শক্তিশালী হল।

টিভিএস ম্যাক্স ১২৫

Also Read: Tvs bike showroom in Rupgonj: Rupali Motors _(Narail.) 

১২৫সিসি সেগমেন্টে টিভিএস এর মডেল রয়েছে TVS Raider 125, TVS Stryker 125, এবং TVS Max Semi Trail 125। বর্তমানে এই মডেল গুলো বাংলাদেশের জনপ্রিয় ১২৫সিসি মডেলের মোটরসাইকেল। 

ঢাকায় টিভিএস এর ফ্ল্যাগশীপ শোরুমে জাকজমক আয়োজনের মাধ্যমে টিভিএস মোটরসাইকেল বাংলাদেশ লঞ্চ করেছে টিভিএস ম্যাক্স ১২৫। এই লঞ্চিং ইভেন্টে উপস্থিত ছিলেন টিভিএস অটো বাংলাদেশ এর ব্যবস্থাপনা পরিচালক জে একরাম হোসাইন। 

এছাড়া আরও উপস্থিত ছিলেন টিভিএস অটো বাংলাদেশে এর সিইও বিপ্লব কুমার রায়, বিজনেস হেড অভিজিৎ দে, চিফ ফিন্যান্সিয়াল অফিসার অমর নাথ মজুমদার, জিএম মার্কেটিং মোঃ আশরাফুল হাসান, হেড অব সেলস আতিকুত রহমান সহ প্রতিষ্ঠানের অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

টিভিএস ম্যাক্স ১২৫

নতুন এই টিভিএস ম্যাক্স ১২৫ বাইকটিতে দেয়া হয়েছে সম্পূর্ন নতুন ডিজিটাল স্পিডোমিটার, নতুন গ্রাফিক্স, টিউবলেস টায়ার এবং উন্নত মাফলার। এর সাথে আরও দেয়া হয়েছে ১২৪.৩ সিসি ইকো থ্রাস্ট ফোর-স্ট্রোক ইঞ্জিন। এই ইঞ্জিন থেকে ৮০০০ rpm এ ১১বিএইচপি এবং ৫৫০০ rpm এ ১০.৮ টর্ক উৎপাদন করতে সক্ষম। 

এছাড়া ফিচার্স এর মধ্যে সামনের দিকে দেয়া হচ্ছে টেলিস্কোপিক ফ্রন্ট, এবং সিরিজ স্প্রিং রেয়ার সাসপেশন। ফ্রন্টে দেয়া হয়েছে ডিস্ক ব্রেক। এছাড়া সিটের নিচে দেয়া হয়েছে স্টোরেজ স্পেস, ইউএসবি পোর্টের মাধ্যমে ফোন চার্জ দেয়ার সুবিধা আছে।

টিভিএস ম্যাক্স ১২৫

দেশ জুড়ে টিভিএস মোটরসাইকেলের অথোরাইজড শোরুমে পাওয়া যাবে। বাইকটির দাম ধরা হয়েছে ১,৩৫,৯৯৯/- টাকা। বাইকটির সম্পর্কে জানতে ও টিভিএস এর অফার পেতে সরাসরি টিভিএস এর শোরুমে যোগাযোগ করুন।

বাংলাদেশে এখন উচ্চ সিসির সেগমেন্টে প্রবেশ করেছে। আমরাও আশা করছি টিভিএস তাদের উচ্চ সিসির মোটরসাইকে গুলো বাংলাদেশে দ্রুত লঞ্চ করবে। ধন্যবাদ। 

Published by Raihan Opu Bangla