Shares 2

৬০ টাকায় ঘরে পৌঁছে যাবে ড্রাইভিং লাইসেন্স - বিস্তারিত জানুন

Last updated on 13-Nov-2023 , By Ashik Mahmud Bangla

ড্রাইভিং লাইসেন্স পাওয়ার প্রক্রিয়া নিয়ে অভিযোগের কোন কমতি নেই , অনেক ভোগান্তির সম্মুখীন হতে হয় ড্রাইভিং লাইসেন্স পেতে গিয়ে। কিন্তু অবশেষে সব সমস্যার অবসান ঘটতে যাচ্ছে , এখন ড্রাইভিং লাইসেন্স পেতে  বিআরটিএ কার্যালয়ে আর দিনের পর দিন ধর্না দিতে হবে না।



৬০ টাকায় ঘরে পৌঁছে যাবে ড্রাইভিং লাইসেন্স - বিস্তারিত জানুন


ড্রাইভিং লাইসেন্স  খরচ পড়বে মাত্র ৬০ টাকা।


ড্রাইভিং লাইসেন্স পাবার প্রথম ধাপ হলো শিক্ষানবিশ লাইসেন্স , সেটি পেতে বিআরটিএ আসতে  হয় একদিন। পরীক্ষা দিতে আসতে হয় আরেকদিন , পরীক্ষায় পাস করলে আঙ্গুলের ছাপ দিতে আসতে হয় আরেকদিন। এখানেই কিন্তু শেষ না , এরপর করতে হয় লাইসেন্স পাবার আবেদন। সব মিলে একটি লাইসেন্স হাতে পেতে বিআরটি কার্যালয়ে ধর্ণা দিতে হয় কমপক্ষে পাঁচ থেকে সাতদিন।

বিআরটিএ এর নতুন পরিকল্পনায় গ্রাহককে মাত্র একদিনেই লাইসেন্স পাবার সব প্রক্রিয়া শেষ করতে পারবেন। সব শেষ হলে ড্রাইভিং লাইসেন্স অল্প টাকার বিনিময়ে আপনার বাসায় পৌঁছে যাবে। স্মার্ট বাংলাদেশ গড়তে এখন থেকে মানুষের ঘরে ড্রাইভিং লাইসেন্স পৌঁছে দেবে বিআরটিএ ,  এতে খরচ পড়বে মাত্র ৬০ টাকা।

লাইসেন্স প্রক্রিয়া সম্পন্ন হলে মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে গ্রাহককে জানিয়ে দেওয়া হবে। এরপর তার ঠিকানায় ডাক বিভাগের মাধ্যমে গুরুত্বপূর্ণ কার্ডটি পৌঁছে দেবে বিআরটিএ। ডাক বিভাগের সেবা , মোবাইলে এসএমএস দেওয়ার খরচ মিলিয়ে ৬০ টাকা ফি নির্ধারণ করা হয়েছে। ড্রাইভিং লাইসেন্স আবেদনের সময় অন্যান্য সেবামূল্যের সঙ্গে এ ফি কেটে রাখা হবে। 

যদি কোনো কারণে নির্দিষ্ট সময়ের মধ্যে না লাইসেন্স ঘরে না পৌঁছলে বিআরটিএ’র ওয়েবসাইট থেকে কপি সংগ্রহ করা যাবে , সেটায় বারকোড থাকবে। ফলে আইন প্রয়োগকারী সংস্থাও  এর সত্যতা চিহ্নিত করতে পারবে।

আমরা আশাকরি বিআরটিএ এর নতুন উদ্যোগ সঠিকভাবে বাস্তবায়ন হবে , আর যদি এটা সঠিকভাবে বাস্তবায়ন হয় তাহলে আমাদের মতো সাধারণ মানুষ অনেক ভোগান্তির থেকে রক্ষা পাবো।

Published by Ashik Mahmud Bangla