Shares 2

গ্রুপ রাইডিং এর সময় নিরাপদে রাইড করার টিপস সমূহ

Last updated on 27-Jul-2024 , By Saleh Bangla

বন্ধু-বান্ধব আমাদের জীবনে খুবই মূল্যবান সম্পদ । আমরা বেশির ভাগ সময় আমাদের বন্ধুদের সাথে কাটায় এবং নানান রকম কাজ-কর্ম করে থাকি । বাইক রাইডারদের জন্য গ্রুপ রাইড এর মত মজার জিনিস আর নাই । বন্ধুদের সাথে গ্রুপ রাইডে মজায় আলাদা । তাই বলে আমরা গ্রুপ রাইড নিরাপদবিহীনভাবে চালাবো না কারন গ্রুপ রাইডিং এর ফলে অনেক এ্যাকসেডেন্ট হয়েছে । তাই গ্রুপ রাইড এর জন্য কিছু টিপস দেওয়া হল ।

গ্রুপ রাইডিং নিরাপদে রাইড করার টিপস

motorcycle-large-groups

  • গ্রুপ রাইড প্ল্যানিং এর আগে রাইডারদের অবশ্যই যোগাযোগ এর ব্যবস্থা করে নিতে হবে ।
  • বাইক চালানোর সময় কখন সামনের বাইকের দিকে শুধু লক্ষ্য রাখবেন না কারন যদি আপনার সামনের বাইকের রাইডার অফ রোড বা খাদে পড়ে যায় তাহলে আপনি সামনের বাইকটাকে লক্ষ্য রাখতে রাখতে এ্যাকসেডেন্ট করবেন । আপনার সামনের বাইক থেকে আপনি ২ সেকেন্ড মত দূরত্ব বজায় রাখুন কারন যদি সামনের বাইকটাই কোন দূর্ঘটনা হয় তাহলে আপনি উনাকে সাহায্য করতে পারবেন এবং নিজেও সমস্যা থেকে দূরে থাকতে পারবেন ।
  • কোহেসিভ গ্রুপ মেইনটেইন করা খুব গুরুত্বপূর্ন বিষয় । আমি কোহেসিভ গ্রুপ মানে বলছি না যে প্রতিটা বাইকারকে পাশাপাশি যেতে । এজন্য আপনাদের উচিত রাস্তার মাঝে দূরত্ব বজায় রেখে চলা যাতে সবাই নিরাপদভাবে যেতে পারে ।motorcycle-group-ridingযখন আপনি মোটরসাইকেল চালাবেন তখন যে স্মুথলি, সেফলি, লজিক্যালি ও টেকনিক্যালি চালাচ্ছে তাকে ফলো করবেন । কারন এর ফলে সহজে ও নিরাপদে চালানো যায় । কারন তারা প্রায় সব টেকনিক জানে বাইক চালানোর যার ফলে দূর্ঘটনা থেকে দূরে থাকা যাবে এবং আপনি নিরাপদ ভাবে আপনার ঠিকানায় পৌছে যাবেন ।
  • আমি প্রথম দিকেই বলেছি যে গ্রুপ রাইড এ প্রতিযোগিতা হবেই । কিন্তু তাই বলে প্রতিযোগিতার মধ্যে ডুবে যেয়েন না কারন আপনি তখন দ্রুত গতিতে বাইক চালাবেন । যার ফলে আপনি দূর্ঘটনার শিকার হতে পারেন । পাবলিক রোড এ আপনার কখন ও উচিত না দ্রুত গতি বা কোন রকম স্টান্ট করার ।

 Also Read: গ্রুপ রাইডিং এর সময় কিভাবে নিরাপদে মোটরসাইকেল চালাবেন ?

  • আবহাওয়া গ্রুপ রাইডিং এর জন্য আর একটি গুরুত্বপুর্ন বিষয় । গরমের দিনে মধ্য দুপুরের দিকে গ্রুপ রাইড থেকে বিরত থেকেন কারন এই সময় প্রচুর রোদের তাপমাত্রা থাকে আর হেলমেট এর কারনে মাথার ভিতরে প্রচুর গরম হয়ে যায় যার ফলে আপনি অসুস্থ হয়ে যেতে পারেন যার কারনে আপনি গ্রুপ রাইডের মজাটা মিস করবেন । কিন্তু শীতকালে পারলে দিনের মধ্য এর দিকে বের হবেন কারন এই সময় গরম কম থাকে আর আবহাওয়াটাও ঠান্ডা ঠান্ডা থাকে । কিন্তু আপনাকে শীতকালে খেয়াল রাখতে হবে কুয়াশার বিষয়টি ।
  • হাতের ইশারা গ্রুপ রাইডিং এর খুব গুরুত্বপুর্ন বিষয় । প্রত্যেক রাইডারকে হাতের ইশারার সিগন্যাল বুঝতে হবে । কারন গ্রুপ রাইড এ এগুলোয় হল ভাষা ।group-ride-page-2-2
  • যদি অন্য কোন যান-বাহন অতিক্রম করতে চায় তাহলে আপনি আপনার বাইকটা ধীরে করে যানবাহনটাকে যেতে দিন কারন এর ফলে বড় দূর্ঘটনা ঘটতে পারে যেটা আপনার আর আপনার বন্ধুদের জন্য সুখকর হবে না।
  • সব সময় বাইক রাইডিং এর আগে আপনার বাইকটাকে ভাল ভাবে দেখে নেবেন যে কোন সমস্যা আছে কিনা না হলে রাস্তায় হঠাৎ করে বাইকটা থেমে যেয়ে দূর্ঘটনার সৃষ্টি করতে পারে ।
  • সব সময় সিগন্যাল ও ট্রাফিক এর নিয়ম-কানুন মেনে চলবেন না হলে আপনি বড় সমস্যায় পড়বেন ।group
  • যদি গ্রুপ রাইড এর সময় আপনার খারাপ লাগে তাহলে আপনি গ্রুপ থেকে আলাদা হয়ে যাবেন । কারন এটা আপনার নিজের ইচ্ছা ও স্বাধীনতা ।

 অতএব আপনি যদি গ্রুপ রাইডের টিপসগুলো মেনে চলেন এবং নিজের উপর যদি বিশ্বাস থাকে তাহলে ইনশাল্লাহ যে কোন দূর্ঘটনা থেকে নিজেকে রক্ষা করতে পারবেন।

Published by Saleh Bangla