Shares 2
কিভাবে মোটরসাইকেল ফুয়েল ট্যাংকের মরিচাধরা ছিদ্র মেরামত করবেন?
Last updated on 31-Jul-2024 , By Saleh Bangla
সাধারণত: বেশিরভাগ মোটরসাইকেলের ফুয়েল ট্যাংকই ষ্টিলের পাত দিয়ে তৈরী করা হয়, যাতে কিনা সময়ের সাথে সাথে মরিচা ধরে যায়। আর একটি মরিচা ধরা ফুয়েল ট্যাংক একজন মোটরসাইকেল চালকের জন্য অবশ্যই একটি উল্লেখযোগ্য উদ্বেগের কারণ। কেননা একটি মরিচা ধরা ফুয়েল ট্যাংক শুধুমাত্র এর স্থায়ীত্ব ও নিরাপত্তাতেই বিঘ্ন ঘটায় না, বরং তা ফুয়েল ট্যাংকে ছিদ্র সৃষ্টি করে, ফুয়েলে দূষণ ঘটিয়ে ফুয়েল এফিশিয়েন্সি কমায়, ও ইঞ্জিন পারফরমেন্সও কমিয়ে দেয়। আর তাই মোটরসাইকেলের ফুয়েল ট্যাংকের মরিচা ও মরিচাধরা ছিদ্র মেরামত জরুরী এবং এখানে আমরা সেই মেরামতের উপায় সম্পর্কে জানবো।
কিভাবে মোটরসাইকেল ফুয়েল ট্যাংকের মরিচাধরা ছিদ্র মেরামত করবেন?
কিভাবে মোটরসাইকেল ফুয়েল ট্যাংকের মরিচাধরা ছিদ্র মেরামত করবেন?
একটি মোটরসাইকেল তার সার্ভিসলাইফে বিভিন্নধরনের যান্ত্রিক সমস্যায় পড়তে পারে ও সময়ের সাথে সাথে এর বিভিন্ন পার্টসও নষ্ট হয়ে যায়। এখানে মোটরসাইকেলের ফুয়েল ট্যাংকে মরিচা ধরা মোটামুটি একটি সাধারণ সমস্যা, যা অনেকসময়ই তেমন গুরুত্ব দেয়া হয় না। মোটরসাইকেলের ফুয়েল ট্যাংকে মরিচা ধরার ফলে এতে অনেকসময়ই ছিদ্র সৃষ্টি হতে পারে। এতে ফুয়েল লিক হওয়া সহ ফুয়েল দূষিত হয়ে ইঞ্জিনের কার্যক্ষমতাও কমে যেতে পারে। আর তাই আমরা এখানে মোটরসাইকেলের ফুয়েল ট্যাংকে মরিচা ধরা ছিদ্র মেরামতের বিস্তারিত পদক্ষেপগুলো বর্ননা করবো।
মোটরসাইকেলের ফুয়েল ট্যাংকে মরিচা ধরা ছিদ্র মেরামত করা মূলত: তেমন জটিল কাজ নয়। সঠিক যন্ত্রপাতি, উপকরণ, এবং পদ্ধতির সাহায্যে আপনি সহজেই আপনার নিজের গ্যারেজে এই কাজটি করে ফেলতে পারেন। এই মেরামতের কাজটি সম্পূর্ণ করার জন্য আপনার কিছু যন্ত্রপাতি এবং উপকরণের প্রয়োজন হবে, যেমন স্ক্রু ড্রাইভার, রেঞ্চ, প্লায়ারস, একটি তারের ব্রাশ, শিরিষ কাগজ, মেটাল বডি ফিলার বা মেটাল পুটি, পেট্রল-প্রতিরোধী সিলান্ট, স্প্রে প্রাইমার, ফুয়েল ট্যাঙ্কের জন্য উপযুক্ত পেইন্ট, ও পরিস্কার কিছু কাপড়। অতিরিক্তভাবে, মেরামতের কাজ করার সময় আপনার নিজের নিরাপত্তার জন্য চশমা, গ্লাভস, এবং ফেস-মাস্ক এর ব্যবস্থা রাখুন।
তো কাজের শুরুতেই, মোটরসাইকেলের দাহ্য পদার্থগুলো আপনার কাজের জায়গা থেকে নিরাপদ দূরত্বে সরিয়ে রাখুন। মোটরসাইকেলটি ভালভাবে বায়ু চলাচল করে এবং যথেষ্ট আলোর ব্যবস্থা আছে এরকম স্থানে পার্ক করুন। মেরামত প্রক্রিয়া চলাকালীন সময়ে কোন দুর্ঘটনা এড়াতে ফুয়েল ট্যাঙ্কটি সম্পূর্ণরূপে খালি করুন ও বের করা ফুয়েল নিরাপদ দূরত্বে সঠিকভাবে সংরক্ষন করুন। এরপর, ম্যানুফ্যাকচারার ম্যানুয়েল মোতাবেক নির্দেশ অনুসরণ করে মোটরসাইকেল থেকে সাবধানে ফুয়েল ট্যাঙ্কটি আলাদা করে নিন। এইসময়ে ফুয়েল লাইন, বৈদ্যুতিক সংযোগ, এবং অন্যান্য সংযুক্ত অংশগুলো সাবধানে খুলে রাখুন এবং পুনরায় নিশ্চিত হোন যাতে ভেতরে ফুয়েলের কোন তলানী না থাকে।
Also Read: পাম্প থেকে পেট্রোল চুরি বোঝার উপায় এবং এর সমাধান
তো ফুয়েল ট্যাঙ্কটি আলাদা করা হলে সেটি ভালোভাবে পরিস্কার করুন; ধুলো-ময়লা, তেল চিটচিটে ময়লা, ও নষ্ট হয়ে যাওয়া রঙও পরিস্কার করে ফেলুন। এছাড়াও বিশেষ রাস্ট-ক্লিনার বা মেটাল ক্লিনার লিকুইড ব্যবহার করে ট্যাঙ্কের ভেতরের মরিচা ও ময়লা গাদ থাকলে তা পরিস্কার করে নিন। ফুয়েল ট্যাঙ্কটি ভেতরে ও বাইরে পরিস্কার হয়ে গেলে তা ভালোভাবে পর্যবেক্ষন করে মরিচার কারনে সৃষ্ট গর্ত, ছিদ্র, ও অন্যান্য ক্ষয়ক্ষতির পরিমান নিশ্চিত হোন। ক্ষতিগ্রস্ত অংশে তারের ব্রাশ বা মেটাল শিরিষের সাহায্যে মরিচা, নস্ট পেইন্ট, বা অন্যান্য ময়লা ভালোভাবে ঘসে পরিস্কার করে নিন। এরপর ট্যাঙ্কটি ডিগ্রিজার এজেন্ট ব্যবহার করে পরিস্কার করে শুকনো কাপড় দিয়ে মুছে মুকিয়ে ফেলুন।
এবার ফুয়েল ট্যাঙ্কটিতে মরিচায় সৃষ্ট গর্ত বা ছিদ্র মেরামতের পালা। ক্ষতিগ্রস্ত অংশটি ও তার পাশের স্থানে দরকারে মরিচারোধী প্রাইমার লাগিয়ে নিতে পারেন। তারপর ক্ষতিগ্রস্ত অংশটিতে মেটাল বডি ফিলার বা পুটি দিয়ে গর্ত বা ছিদ্র ভরাট করে নিন। পুটির ধার কেটে পাশের মেটাল সারফেসের সাথে পুটি মিলিয়ে নিন, তারপর নির্দিষ্ট সময়ের জন্য সেটি শুকাতে রেখে দিন। এক্ষেত্রে মেটাল পুটি লাগানোর বিশেষ নির্দেশাবলী অনুসরণ করুন। পুটি ঠিকমতো শুকিয়ে গেলে একটি শক্ত বাঁধুনি নিশ্চিত করতে শিরিষ কাগজ ব্যবহার করে পুটির পৃষ্ঠটি মসৃণ করুন।
ফুয়েল ট্যাঙ্কটির মরিচায় সৃষ্ট গর্ত বা ছিদ্র যদি বেশ বড় হয় তবে তা মেরামতের জন্য ফাইবারগ্লাস ক্লথ ব্যবহার করতে হবে। এক্ষেত্রে ক্ষতিগ্রস্ত অংশটি পুরোপুরি কভার করার জন্য ফাইবারগ্লাস ক্লথ পরিমান মতো কেটে নিন। ক্ষতিগ্রস্ত অংশটিতে ফাইবারগ্লাস ক্লথ ট্রিটমেন্টের বিশেষ আঠার একটি স্তর দিন আর তাতে ফাইবারগ্লাস ক্লথ চেপে চেপে বসিয়ে দিন। তারপর বসানো ফাইবারগ্লাস ক্লথ এর উপরে আঠার আরেকটি স্তর প্রয়োগ করুন। ম্যানুফ্যাকচারারের নির্দেশিত সময় পর্যন্ত ফাইবারগ্লাস লেয়ারটিকে গলে মিলে গিয়ে শক্ত হতে সময় দিন, আর তারপর শিরিষ কাগজ ব্যবহার করে বাইরের পৃষ্ঠটি মসৃণ করুন।
Also Read: মোটরসাইকেলের ৬টি সাধারন সমস্যা ও এর প্রতিকার - যা আপনার জানা উচিত
তো, আপনার মোটরসাইকেলের ফুয়েল ট্যাঙ্কটির মরিচায় সৃষ্ট গর্ত বা ছিদ্র এভাবে মেরামত হয়ে গেলে তা রং করে একটি ভালো ফিনিশ দিতে হবে। তবে মেরামত করা অংশ ও অন্যান্য অংশ ভবিষ্যতে মরিচা তৈরি হওয়া থেকে রক্ষা করতে একটি ফুয়েল-রেজিসট্যান্ট প্রাইমার দিয়ে আক্রান্ত স্থানগুলিতে একটি লেয়ার দিন। আর তারপরই ফুয়েল ট্যাঙ্কটিতে আপনার পছন্দমতো ফুয়েল-রেজিসট্যান্ট রঙের প্রলেপ দিয়ে ট্যাঙ্কটি মেরামতের কাজ সমাপ্ত করে ফেলুন।
তো, ফুয়েল ট্যাঙ্কটির মরিচায় সৃষ্ট গর্ত বা ছিদ্র মেরামত করে রং করা হয়ে গেলে তা পুনরায় আপনার মোটরসাইকেলে সেট করার জন্য প্রস্তুত হয়ে যাবে। সুতরাং সাবধানতার সাথে তা পুনরায় মোটরসাইকেলে লাগিয়ে ফেলুন। ফুয়েল লাইন, বৈদ্যুতিক সংয়োগ ও অন্যান্য সংযোগ ঠিকমতো লাগান। ফুয়েল ভরে লাইন অন করবার আগে সবকিছু পুনরায় নিরিক্ষন করুন্। সবকিছু পুনরায় নিশ্চিত হয়ে একটি পরীক্ষামূলক রাইড দিন। ব্যাস আপনার মোটরসাইকেল এখন পুনরায় রাইডের জন্য প্রস্তুত, সুতরাং আপনার নিরাপদ রাইড উপভোগ করুন, ধন্যবাদ।
T
Published by Saleh Bangla