Shares 2

এমন ৪ টি বাইক যেগুলোর দাম পাঁচ লাখ পঞ্চাশ হাজার থেকেও বেশি

Last updated on 16-Nov-2023 , By Ashik Mahmud Bangla

আজ আমি আপনাদের সাথে এমন ৪ টি বাইক নিয়ে আলোচনা করবো যে বাইকগুলোর দাম ২০২২ সালে আমাদের দেশে বাজারে পাঁচ লাখ পঞ্চাশ হাজার টাকার থেকেও বেশি , অর্থাৎ এই বাইকগুলো যদি আপনি কিনেন তাহলে বাইক রেজিস্ট্রেশন সহ এই বাইকগুলোর দাম প্রায় ৬ লাখ টাকার কাছাকাছি হবে। আমাদের মধ্যে এমন অনেক বাইকার আছেন যারা চান তাদের বাইকটা বাংলাদেশের সবচেয়ে দামি বাইকগুলোর মধ্যে একটি হউক। চলুন তাহলে জেনে নেয়া যাক সেই বাইকগুলো নিয়ে , আর কি কি আছে এই বাইকগুলোতে।

 যেগুলোর দাম পাঁচ লাখ পঞ্চাশ হাজার

এমন ৪ টি বাইক যেগুলোর দাম পাঁচ লাখ পঞ্চাশ হাজার থেকেও বেশি

Yamaha R15M

১- Yamaha R15M

বাংলাদেশের সবচেয়ে দামি বাইকগুলোর মধ্যে যে বাইকটি সবার প্রথমে আছে সেই বাইকটি হচ্ছে Yamaha এর Yamaha R15MR15M বাইকটিতে ব্যবহার করা হয়েছে 150 Cc ইঞ্জিন , ইঞ্জিন থেকে ম্যাক্সিমাম 18.4 BHP পাওয়ার এবং 14.2 NM টর্ক উৎপন্ন হয়। এই বাইকটির সামনে ব্যবহার করা হয়েছে 100/80-17 সেকশন টায়ার এবং পেছনে ব্যবহার করা হয়েছে 140/70-17 সেকশন টায়ার। বাইকটিতে রয়েছে Dual Channel ABS সহ অত্যাধুনিক সব ফিচার।

Yamaha R15M

অনেকেই জানলে হয়তো অবাক হবেন আমরা Team BikeBD এই বাইকটি টেস্ট রাইড করার সময় বাইকটি থেকে মাইলেজ পেয়েছিলাম 50 Kmpl (Approx) । আপনারা যদি সেই টেস্ট রাইড ভিডিওটি দেখতে চান তাহলে এই লিংকে প্রবেশ করুন। বর্তমানে আমাদের দেশের বাজারে বাইকের দাম বেড়ে চলেছে, তাই এই বাইকটির আপডেট বাজার মূল্য জানতে এই লিংকে প্রবেশ করুন।  Yamaha R15M Fuel Tank Capacity 11 Litres 

Yamaha R15 V4

২- Yamaha R15 V4

বাংলাদেশের সবচেয়ে দামি বাইকগুলোর মধ্যে যে বাইকটি ২য় অবস্থানে আছে সেই বাইকটি হচ্ছে Yamaha এর Yamaha R15 V4 R15 V4 বাইকটিতে ব্যবহার করা হয়েছে 150 Cc ইঞ্জিন , ইঞ্জিন থেকে ম্যাক্সিমাম 18.1 BHP পাওয়ার এবং 14.2 NM টর্ক উৎপন্ন হয়। Yamaha R15M এবং Yamaha R15 V4 এর মধ্যে টেকনিক্যাল কিছু পার্থক্য রয়েছে , Yamaha R15 V4 এর বর্তমান বাজার মূল্য এবং এই বাইকটি সম্পর্কে বিস্তারিত জানতে এই লিংকে প্রবেশ করুন। Yamaha R15 V4 Weight 142 Kg এবং Yamaha R15 V4 Fuel Tank Capacity 11 L

Honda CB150R Exmotion

৩- Honda CB150R Exmotion

Honda এর Honda CB150R Exmotion বাংলাদেশে রেয়ার বাইকগুলোর মধ্যে একটি , এই বাইকটি আমাদের দেশের রাস্তায় খুব বেশি একটা দেখা যায় না। Exmotion বাইকটিতে ব্যবহার করা হয়েছে 150 Cc ইঞ্জিন , ইঞ্জিন থেকে ম্যাক্সিমাম 19.7 BHP পাওয়ার এবং 14.5 NM টর্ক উৎপন্ন হয়। বাইকটিতে ৬ টি গিয়ার রয়েছে এবং Honda CB150R Exmotion Chassis Type Diamond Frame । এই বাইকটি সম্পর্কে বিস্তারিত জানতে এবং বাইকটির আপডেট বাজার মূল্য জানতে এই লিংকে প্রবেশ করুন। Honda CB150R Exmotion Top Speed 135 Kmph (Approx) 

New Honda CBR 150R

৪- New Honda CBR 150R

Honda এর New Honda CBR 150R বাংলাদেশের জনপ্রিয় স্পোর্টস বাইকের মধ্যে একটি। CBR 150R  বাইকটিতে ব্যবহার করা হয়েছে 150 Cc ইঞ্জিন , ইঞ্জিন থেকে ম্যাক্সিমাম 16.9 BHP পাওয়ার এবং 14.4 NM টর্ক উৎপন্ন হয়। বাইকটির সামনে এবং পেছনে উভয় চাকায় ডিস্ক ব্রেক ব্যবহার করা হয়েছে এবং নিরাপত্তার দিক মাথায় রেখে এই বাইকটিতে Dual Channel ABS ব্যবহার করা হয়েছে। Honda CBR 150R বাইকটি সম্পর্কে বিস্তারিত জানতে এই লিংকে প্রবেশ করুন। New Honda CBR 150R  Weight 139 Kg এবং New Honda CBR 150R Top Speed 140 Kmph (Approx) 

একটা জিনিস সব সময় খেয়াল রাখবেন আপনি যতো দামি ব্যবহার করেন না কেনো আপনার বাইকের গতি সব সময় নিয়ন্ত্রনের মধ্যে রাখুন , কখনো অতিরিক্ত গতিতে বাইক রাইড করবেন না।

ধন্যবাদ

FAQ:

১- বাংলাদেশে বাইকের দাম ২০২২ এ কত ?

উত্তরঃ বাংলাদেশের সকল বাইকের আপডেট মূল্য জানতে এই লিংকে প্রবেশ করুন। 

২- বাংলাদেশে বাজাজ মোটরসাইকেলের দাম ২০২২ এ কত ?

উত্তরঃ বাজাজ বাজাজ মোটরসাইকেলের দাম ২০২২ এ কত এই সম্পর্কে বিস্তারিত জানতে এই লিংকে প্রবেশ করুন। 

Published by Ashik Mahmud Bangla