Shares 2

ইয়ামাহা ঈদ উল আযহা ক্যাশব্যাক অফার - ২৫,০০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক

Last updated on 30-Jul-2024 , By Raihan Opu Bangla

বাংলাদেশের মোটরসাইকেল ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় ব্র্যান্ড হচ্ছে ইয়ামাহা। ইয়ামাহা ঈদ উল আযহা উপলক্ষ্যে নিয়ে এসেছে ক্যাশব্যাক অফার। এসিআই মোটরস বাংলাদেশে ইয়ামাহা মোটরসাইকেলের অফিশিয়াল ডিস্ট্রিবিউটর। ইয়ামাহা তাদের সিলেক্টেড মডেলের উপর দিচ্ছে ক্যাশব্যাক অফার। 

 ইয়ামাহা ঈদ উল আযহা ক্যাশব্যাক অফার

ইয়ামাহা তাদের এই ক্যাশব্যাক অফারে দিচ্ছে সর্বোচ্চ ২৫,০০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক। এই অফারটি চলবে পরবর্তি ঘোষণা না দেয়া পর্যন্ত।

এই অফারে ইয়ামাহা তাদের সবচেয়ে জনপ্রিয় স্পোর্টস মোটরসাইকেল Yamaha R15 V3 মডেলটিতে দিচ্ছে ২৫,০০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক। ১৫০সিসি সেগমেন্টে Yamaha R15 V3 বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় স্পোর্টস বাইক। 

ক্যাফে রেসার বাংলাদেশে অনেক বেশি জনপ্রিয় না হলেও বর্তমানে এই জনরার বাইকের বেশ চাহিদা তৈরি হয়েছে। ইয়ামাহা তাদের লাইন আপে যুক্ত করেছে রেট্রো লুকিং ও স্টাইলিশ Yamaha XSR 155। 

এই বাইকটি লঞ্চ হবার পর বেশ সাড়া ফেলে। অনেক ক্যাফে রেসার লাভার তারা বাইকটি বর্তমানে রাইড করছেন। ঈদ উপলক্ষ্যে ইয়ামাহা এই বাইকটিতেও দিচ্ছে ২৫,০০০ টাকার ক্যাশব্যাক। 

কয়েক মাস আগে ইয়ামাহা বাংলাদেশে লঞ্চ করেছে তাদের সবচেয়ে লেটেস্ট মডেলের স্পোর্টস বাইক Yamaha R15M এবং Yamaha R15 V4। তারা এই মডেল দুটি বেশ বড় একটি ইভেন্টের মাধ্যমে বাংলাদেশে লঞ্চ করে। 

এই লঞ্চিং প্রোগ্রামে Yamaha R15M ও R15 V4 এর সাথে আরও লঞ্চ করা হয়েছে Yamaha FZ-X 150। বাইকটির লুকস ও স্টাইল এবং সেই সাথে এর রেট্রো ডিজাইন সবার মনোযোগ আকর্ষণ করেছে। 

লঞ্চ হবার আগে থেকেই বাইকটির জনপ্রিয়তা অনেক বেশি ছিল। বর্তমানে Yamaha R15M মডেলটির দাম হচ্ছে ৫,৫৫,০০০ টাকা, এবং R15 V4 এর অনেক গুলো কালার ভার্সন থাকার কারণে প্রতিটির দাম আলাদা ভাবে ধরা হয়েছে। 

R15 V4 Racing Blue এর দাম ধরা হয়েছে ৫,৪৫,০০০ টাকা ও R15 V4 Dark Knight এবং Metallic Red এই দুটির দাম ধরা হয়েছে ৫,৪০,০০০ টাকা। 

Yamaha FZS Fi V3 ABS

ইয়ামাহা সম্প্রতি Yamaha FZS Fi V3 ABS বাইকটির ভিনটেজ কালার ভার্সন লঞ্চ করেছে। এই বাইকটি এর রেগুলার ভার্সন থেকে লুকস ও স্টাইলে বেশ আকর্ষণীয়। বর্তমানে বাইকটির দাম হচ্ছে ২,৫১,০০০ টাকা। 

১৫০সিসি সেগমেন্টের অন্যতম জনপ্রিয় মডেল হচ্ছে Yamaha FZS Fi V2। যদি কিছু দিন আগেও শোনা যাচ্ছিল যে বাইকটি ডিস্কন্টিনিউ করা হবে। তবে এখন এই মডেলটি পাওয়া যাচ্ছে। বর্তমানে এই মডেলটির দাম হচ্ছে ২,২০,০০০ টাকা। 

দামের ক্ষেত্রে হয়ত এখন বাইকের দাম কিছুটা বেশির দিকে। তবে আমরা আশা করছি দ্রুত এই অবস্থার পরিবর্তন হবে এবং দাম আবারও কমে আসবে। যদি আপনি এই ঈদে ইয়ামাহার বাইক ক্রয় করতে চান এবং ক্যাশব্যাক উপভোগ করতে চান তবে আপনার কাছাকাছি ইয়ামাহা শোরুমে যোগাযোগ করুন। ধন্যবাদ।

Published by Raihan Opu Bangla