Shares 2
অন্য জেলার বাইক কিনলে যে সমস্যাগুলোর সম্মুখীন আপনি হতে পারেন
Last updated on 12-Nov-2023 , By Ashik Mahmud Bangla
নতুন বাইক নিজের সুবিধামতো কেনা যায় , কিন্তু সেকেন্ড হ্যান্ড বাইক কেনার সময় অনেক ক্ষেত্রে অন্য জেলার বাইক কিনতে হয়। এর অন্যতম প্রধান কারণ হচ্ছে , দেখা যাচ্ছে আপনি একটি ফ্রেশ সেকেন্ড হ্যান্ড বাইক কিনতে চাচ্ছেন কিন্তু সেটা আপনার জেলায় খুঁজে পাচ্ছেন না। পাশের জেলায় আপনার পছন্দমতো সেই বাইকটা আছে । যখন আমাদের সামনে এমন পরিস্থিতি আসে তখন আমরা অনেকেই চিন্তায় পরে যায় কি করবো ?
শুরুতেই একটা কথা বলে রাখি আইন অনুযায়ী রেজিস্ট্রেশন নম্বর যে কোন জেলারই হতে পারে , এর জন্য কোন সমস্যা নেই। তবে সমস্যা আছে আমাদের মানসিকতার মধ্যে। আজ আমি আমার জীবনের অভিজ্ঞতা থেকে অন্য জেলার বাইক কিনলে যে সমস্যাগুলোর সম্মুখীন আপনি হতে পারেন সেগুলো নিয়ে আলোচনা করবো।
অন্য জেলার বাইক কিনলে যে সমস্যাগুলোর সম্মুখীন আপনি হতে পারেন
১- আমাদের মানসিকতা এখনো পরিবর্তন হয় নি , তাই আপনি যখন ঢাকার রাস্তায় অন্য জেলার বাইক চালাবেন তখন অনেকেই আপনাকে মানসিকভাবে ছোট করার চেষ্টা করবে। এই ঘটনা আমার সাথে বহুবার হয়েছে , যারা অন্য জেলার বাইক ব্যবহার করেন তারা এটা খুব ভালোভাবে জানেন। যাদের মানসিকতা ওই ধরণের সবার আগে তাদের মানসিকতা পরিবর্তন করা জরুরী। আপনি এইগুলো নিয়ে কখনো মন খারাপ করবেন না।
২- আপনি ঢাকায় থাকেন , কিন্তু আপনি বাইক কিনলেন চট্টগ্রামের । সেক্ষেত্রে আপনি যখন বাইকের মালিকানা পরিবর্তন করবেন আপনাকে তখন চট্টগ্রাম যেতে হতে পারে। এতে করে আপনার সময় এবং অর্থ দুইটায় অপচয় হবে।
৩- বাইক একটা সম্পদ , এটা যেমন জীবনের চলার পথকে সহজ করে ঠিক তেমনি বিপদ আপদেও কাজে আসে। কিন্তু আপনার যদি কখনো ইমারজেন্সি টাকার প্রয়োজন হয় আর বাইকটা বিক্রি করতে হয় সেক্ষেত্রে আপনি চাওয়া মাত্র অন্য জেলার বাইকটা বিক্রি করতে পারবেন না। এখানে আপনাকে কিছুটা ধৈর্য্য রাখতে হবে।
৪- ঢাকার বিআরটিএ থেকে যত দ্রুত কাজ হয় , জেলা শহরের বিআরটি গুলোতে কাজ এত বেশি দ্রুত হয় না। তাই আপনি যদি ছোট যে কোন কাজ করাতে চান সেক্ষেত্রে আপনার কিছুটা সময় বেশি লাগবে।
৫- আমি শুরুতেই বলেছিলাম আমাদের মধ্যে মানসিকতার অনেক সমস্যা রয়েছে , আপনি যখন অন্য জেলার বাইক বিক্রি করতে যাবেন তখন আপনি আপনার ন্যায্য মূল্যের থেকে দাম কিছুটা কম পাবেন। তাই এই জিনিসটিও আপনার মাথায় রাখতে হবে।
সেকেণ্ড হ্যান্ড বাইক যেই জেলার হউক না কেনো সেটা আপনি বাংলাদেশের যে কোন জায়গায় চালাতে পারবেন। কিন্তু আপনি কি কি সমস্যার সম্মুখীন হতে পারেন সেটা আমি আমার জীবনের অভিজ্ঞতা আপনাদের সামনে তুলে ধরলাম। সব সময় নিয়ন্ত্রিত গতিতে বাইক রাইড করুন।
ধন্যবাদ
T
Published by Ashik Mahmud Bangla