Shares 2

YRC ব্যাডমিন্টন টুর্নামেন্ট ফেস্ট ২০২১

Last updated on 18-Jul-2024 , By Raihan Opu Bangla

Yamaha Riders Club (YRC) আয়োজন করেছে ব্যাডমিন্টন টুর্নামেন্ট ফেস্ট ২০২১। এই টুর্নামেন্টে YRC এর মেম্বাররা ছাড়াও বাইকিং কমিউনিটির অনেক বাইক গ্রুপ এবং মেম্বার্স এই প্রতিযোগীতায় অংশ গ্রহণ করছে।

yrc badminton tournament fest 2021 yamaha

YRC বাংলাদেশের অন্যতম জনপ্রিয় একটি বাইকিং ক্লাব। তারা সমাজ ও সামাজিক কাজের তাদের নিজের প্রতিনিয়ত নিয়োজিত রেখেছে। সব সময় তারা তাদের সামাজিক দায়বদ্ধতা থেকে নিজের সবটুকু দিয়ে কন্ট্রিবিউট করার চেষ্টা করেছে। বাইকিং ক্লাব গুলোর মধ্যে তারাই অন্যতম ক্লাব যারা লক ডাউনের সময় গরিব ও অসহায় মানুষদের সহায়তায় রাস্তায় নেমেছিল। 


এই বছর তারা বাংলাদেশের বাইকারদের জন্য নিয়ে এসেছে ব্যাডমিন্টন টুর্নামেন্ট। এই আয়োজন বাইকিং কমিউনিটিকে আরও একতা বদ্ধ করে তুলবে এবং সেই সাথে তাদের মধ্যে একটি বন্ধুত্বপূর্ন সম্পর্ক আরও দৃঢ় হবে।


YRC Presents Cox’s Bazar Riding Fiesta 2019


YRC ব্যাডমিন্টন টুর্নামেন্ট ফেস্ট ২০২১

  • এই টুর্নামেন্টে ৮০টি দল অংশগ্রহণ করতে যাচ্ছে
  • এই টুর্নামেন্টটি দুটি ভাগে বিভক্ত - একটি বিভাগীয় এবং অন্যটি জাতীয়
  • যারা বিভাগীয় প্রতিযোগীতায় জয় হবেন তারা তাদের পরবর্তি ধাপ মানে জাতীয় পর্যায়ে খেলতে পারবেন
  • মেয়েদের ১২টি দল এই টুর্নামেন্ট এ অংশ গ্রহণ করবে
  • শুধু মাত্র YRC এর মেম্বার্সরাই এই টুর্নামেন্ট এ অংশ তা নয়, FZS FI Club, R-Lovers, BMC, Mirpur bikers, Team 365, BCB, এবং CMBD এর মত ক্লাবের মেম্বার্সরাও অংশ গ্রহণ করবে
  • এই টুর্নামেন্ট এর ফাইনাল ম্যাচ ৮ জানুয়ারি ২০২১ তারিখ বিজি প্রেস মাঠে অনুষ্ঠিত হবে


আসলে এই আয়োজনটি বাইকারদের একটি গেট টুগেদারও বলা যায়। এই টুর্নামেন্ট এ ১২টি মেয়েদের দল অংশ গ্রহণ করছে। শুধু মাত্র YRC নয় দেশের বিভিন্ন বাইকার গ্রুপ ও ক্লাব এই টুর্নামেন্ট এ অংশ গ্রহণ করবে। তাদের মধ্যে উল্লেখ যোগ্য হচ্ছে FZS FI Club, R-Lovers, BMC, Mirpur bikers, Team 365, BCB, CMBD এর মত সনামধন্য বড় বড় ক্লাব।yrc badmintor tournament 2021 in bangladesh

এই টুর্নামেন্টে ৮০টি টিম অংশ গ্রহণ করতে যাচ্ছে, আর এদের মধ্যে যেই টিমটি বেস্ট তারা বিজয়ী হবে। ধাপে ধাপে প্রতিটি টিম জয়ী হয়ে ফাইনাল ম্যাচের দিকে এগিয়ে যাবে। বলা যায় বিভাগীয় জয়ী দল গুলো ফাইনাল ম্যাচের জন্য ঢাকায় আসতে হবে। ইয়ামাহা রাইডার্স ক্লাব সব সময় বাইকারদের মধ্যে একটা ভ্রাতৃত্ববোধ নিয়ে কাজ করে থাকে। এই টুর্নামেন্টটা তাদের কে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে। ধন্যবাদ।

Published by Raihan Opu Bangla