Shares 2
YRC ব্যাডমিন্টন টুর্নামেন্ট ফেস্ট ২০২১ ফাইনাল!
Last updated on 16-Jul-2024 , By Raihan Opu Bangla
Yamaha Riders Club (YRC) কিছু দিন আগে তারা আয়োজন করেছিল একটি ব্যাডমিন্টন টুর্নামেন্ট ফেস্ট ২০২১। কয়েকদিন আগেই এই টুর্নামেন্টটি শেষ হয়েছে। ফাইনালে YRC রাজশাহী চ্যাম্পিয়ন এবং YRC ময়মনসিংহ রানার আপ হবার গৌরব অর্জন করে।
এই টুর্নামেন্টটিতে শুধু YRC নয় আরও অনেক জনপ্রিয় ক্লাবের সদস্যরা অংশ গ্রহণ করেছিল। ক্লাব গুলোর মধ্যে ছিল FZS FI Club, R-Lovers club, BMC, Mirpur bikers, Team 365, BCB, এবং CMBD এর মত অনেক জনপ্রিয় ক্লাব। সবাই এতে অংশগ্রহণ করেছে ও অনেক উপভোগ করেছে।
YRC Presents Cox’s Bazar Riding Fiesta 2019
YRC ব্যাডমিন্টন টুর্নামেন্ট ফেস্ট ২০২১
এই টুর্নামেন্ট এ ৯০টির ও বেশি দল অংশ গ্রহণ করেছে। টুর্নামেন্টটি দুটি ভাগে বিভক্ত ছিলঃ এক, বিভাগীয় পর্যায় এবং দুই জাতীয় পর্যায়। এছাড়া ১২টি মেয়েদের দলও এই টুর্নামেন্টে অংশগ্রহণ করেছিল। এছাড়া জনপ্রিয় কিছু বাইকিং গ্রুপও এই ব্যাডমিন্টন ফেস্টে অংশ গ্রহণ করেছিল। এই টুর্নামেন্ট এর ফাইনাল অনুষ্ঠিত হয় ৮ জানুয়ারি ২০২১ তারিখে। পুরো বাংলাদেশ থেকে এই টুর্নামেন্টে দল গুলো অংশগ্রহণ করেছিল।
সব টিমকে হারিয়ে ফাইনালে YRC রাজশাহী এবং YRC ময়মনসিংহ ফাইনালে পৌছায়। ফাইনালে YRC রাজশাহী চ্যাম্পিয়ন এবং YRC ময়মনসিংহ রানার আপ হবার গৌরব অর্জন করে।
ফাইনাল এবং চ্যাম্পিয়ন ফাইনাল এর দিন, এসিআই মোটরস এর এক্সিকিউটিভ ডিরেক্টর জনাব সুব্রত রঞ্জন দাস এবং এসিআই মোটরস এর অন্যান্য এক্সিকিউটিভরা সেখানে উপস্থিত ছিলেন ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
- ৯০টিরও বেশি দল সারা বাংলাদেশ থেকে অংশগ্রহণ করেছিল
- ফাইনালে YRC রাজশাহী চ্যাম্পিয়ন এবং YRC ময়মনসিংহ রানার আপ হয়
- বিজয়ী দলের সদস্যরা হচ্ছেনঃ জনি এবং বাবু
- মেয়েদের দল থেকে বিজয়ী হয়েছেঃ টিম CMBD 1
- মেয়েদের দলের বিজয়ী সদস্যরা হচ্ছেঃ মিশফিকা এবং নাঈমা
- মিক্স ডুয়েলে চ্যাম্পিয়ন সদস্যরা হচ্ছেঃ মিসফিকা এবং সেজান
- বিজয়ী দলের বক্তব্য থেকে আমরা জানতে পারি যে, আত্মবিশ্বাস থাকা জরুরী
- এরপর সেখানে ফায়ার ওয়ার্কস শো, বারবি কিউ, এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়
পুরুস্কার বিতরনী অনুষ্ঠানের পর সেখানে বিজয়ী এবং সবার জন্য ছিল ফায়ার ওয়ার্কস শো, বারবি কিউ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। সবাই এই ব্যাডমিন্টন টুর্নামেন্ট ফেস্ট অনেক উপভোগ করেছে। আমরা আশা করছি ভবিষ্যতে YRC এই ধরনের আরও প্রোগ্রাম ও টুর্নামেন্ট এর আয়োজন করবে। ধন্যবাদ।
T
Published by Raihan Opu Bangla