Shares 2
Yamaha YZF-R3 ও MT03 এর বিপণন বন্ধ করছে Yamaha Motor India
Last updated on 21-Dec-2025 , By Badhan Roy
বিশ্বখ্যাত জাপানিজ মোটরসাইকেল ব্র্যান্ড ইয়ামাহা নিয়ে নতুন করে বলার কিছু নেই। ইয়ামাহার পারফরম্যান্স ওরিয়েন্টেড মোটরসাইকেল গুলো সারা বিশ্বে সকল বাইকারের কাছে অত্যন্ত জনপ্রিয়। এন্ট্রি-লেভেল স্পোর্টস ও ন্যাকেড সেগমেন্টে YZF-R3 এবং MT03 মডেলের মোটরসাইকেল দুইটি অনেক বাইকারের স্বপ্ন।
কিন্তু সম্প্রতি এই চমৎকার দুইটি মেশিনের বিপণন বন্ধের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে Yamaha Motor India. ভারতে এই দুই মডেলের মোটরসাইকেল বিক্রয় বন্ধ ঘোষণা করার পাশাপাশি তাদের অফিশিয়াল ওয়েবসাইট থেকে এই দুই মডেলের ইনফরমেশনও সরিয়ে ফেলা হয়েছে এমন তথ্যও পাওয়া গেছে।

Yamaha YZF-R3 ও MT03 এর বিপণন বন্ধ করছে Yamaha Motor India
Yamaha YZF-R3 এবং MT-03 মডেল দুটি ভারতের বাজারে বন্ধ হওয়ার মূল কারণগুলো নিয়ে অনুসন্ধান করে জানা গেছে বাইকগুলো থাইল্যান্ড থেকে সম্পূর্ণ তৈরি অবস্থায় বা (CBU) সিবিইউ ইউনিট হিসেবে ভারতে আসত। ফলে উচ্চ ট্যাক্সের কারণে বাইক দুইটির দাম সাধারণ বাইকারদের নাগালের বাইরে চলে গিয়েছিল বেশ আগেই।

অপরদিকে এই বাইক দুইটির দাম বেশি হওয়ায় বাজারে এই সেগমেন্টের অন্যান্য প্রতিযোগী যেমন Kawasaki Ninja 300, KTM RC 390 ইত্যাদির তুলনায় এর বিক্রির পরিমান এবং স্পেয়ার পার্টস এভেইলেবিলিটি ছিল খুবই নগণ্য। ডিলারদের কাছে থাকা আগের সব ইউনিট বিক্রি বা স্টক আউট হয়ে যাওয়ায় ডিলাররাও নতুন করে উক্ত দুই মডেল অর্ডার করেনি।
আরও পড়ুনঃ বাংলাদেশে সকল মোটরসাইকেলের দাম

ফলে Yamaha কোম্পানি নির্ধারিত সেলস ভলিউম অর্জন না হওয়ায় বাইকগুলো ভারতে আপাতত প্রি-বুকিং ও সেলস বন্ধ হয়ে গেছে। তবে ইন্ডাস্ট্রি ইনসাইট এবং অটোমোবাইল ইনসাইডার এর রিপোর্ট অনুযায়ী অদূর ভবিষ্যতে ভারতে বাইকগুলির ইঞ্জিনের কিছু পরিবর্তন এবং আপডেটেড ডিজাইনের সাথে CKD প্রডাকশন করা হতে পারে বলে আশাবাদ ব্যক্ত করা হয়েছে। কিন্তু ইয়ামাহা মোটর ইন্ডিয়া এবং ইয়ামাহা গ্লোবাল এ বিষয়ে কিছু ব্যাক্ত করেনি।
তাই শেষকথা হচ্ছে পারফরম্যান্স আর বিল্ড কোয়ালিটির দিক থেকে বিশ্বব্যাপী Yamaha R3 বা MT-03 ৩০০ সিসি সেগমেন্টে সেরা হলেও উচ্চমূল্য আর আমদানি জটিলতায় এই সেগমেন্টের বাইকগুলোর দক্ষিণ এশিয়ার বাজারে টিকে থাকা কঠিন হয়ে পড়েছে। বাংলাদেশে যখন সিসি লিমিট ৩৫০ পর্যন্ত করা হলো তখন আমাদের সবার চোখ ছিল ইয়ামাহার ৩২১ সিসির দুই দানব R3 এবং MT03 এর দিকে।
আরও পড়ুনঃ বাংলাদেশে সকল ইয়ামাহা মোটরসাইকেলের দাম
কিন্তু সম্প্রতি আমাদের প্রতিবেশী দেশ ভারতের বাজারে এই মোটারসাইকেল দুটি ডিস্কন্টিনিউড হওয়াতে এটা একপ্রকার হতাশাজনক খবর তা বলাই যায়। তবে আমরা আশাবাদী ভবিষ্যতে ইয়ামাহা হয়তো এই বাইকগুলো সাউথ এশিয়ার জন্য লোকাল CKD অ্যাসেম্বলিং বা অন্য কোনো উপায়ে সাশ্রয়ী দামে আমাদের সামনে নিয়ে আসবে এবং বাংলাদেশেও আমরা এই বাইকগুলো চালাতে পারবো। ধন্যবাদ।
বাইক বিষয়ক সকল জাতীয় ও আন্তর্জাতিক তথ্যের জন্য বাইকবিডির সাথেই থাকুন।
T
Published by Badhan Roy