Shares 2

Yamaha XTZ 150 Crosser ফিচার রিভিউ - রাইড করুন অজানা গন্তব্যে

Last updated on 14-Jul-2024 , By Ashik Mahmud Bangla

এডভেঞ্চার ডুয়েল স্পোর্টস এর ক্ষেত্রে ইয়ামাহা মোটরসাইকেল দুটি অপশন রেখেছে তাদের মধ্যে নতুন হচ্ছে Yamaha XTZ 150 Crosser । দুটি বাইক ই ২০১৯ সালে লঞ্চ করা হয়েছে । বাইকের সামনের দিকে ব্রেক হিসেবে দেয়া হয়েছে স্ট্যান্ডার্ড এবিএস । তাই আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি Yamaha XTZ 150 Crosser এর ফিচার রিভিউ । চলুন রাইড করা যাক এই বাইকটিতে ।

2019 yamaha xtz 150 crosser top speed

Yamaha XTZ 150 Crosser - ওভার ভিউ

ইয়ামাহা এক্সটিজেড ১৫০ ক্রসার হচ্ছে একটি ছোট ক্যাপাসিটির ডুয়েল ট্রেইনার মোটরসাইকেল, যাতে দেয়া হয়েছে এক্সটিজেড ডুয়েল স্পোর্টস ব্যাজ । এই সিরিজের বড় ক্যাপাসিটির বাইকের জন্য একে অনেকে Tenere ও বলে থাকেন । এই সিরিজটি সাধারন ভাবে জনপ্রিয় এবং সবার কাছেই পরিচিত এর ইকোনোমিক প্যাকেজ ও নানা ফিচারের কারনে । ইয়ামাহা এক্সটিজেড ১৫০ বাইকটি আরবান এবং শহরে উভয় জায়গাতে চলাচলের জন্য উপযোগী করে ডিজাইন করা হয়েছে । মোটরসাইকেলটি পারফর্মেন্স এবং ডাইনিজম এর কম্বিনেশনের সাথে ফিচার যুক্ত হয়ে বাইকটিকে করেছে ইকোনোমিক্যাল । এছাড়া একে করে তুলে ট্রেন্ডি স্পোর্টি স্ট্রীট লিগ্যাল মোটরসাইকেল । এক্সটিজেড ১৫০ ২০১৪ সালে প্রথমবারের মত সাউথ আমেরিকার মার্কেটে বাজারজাত করা হয় । এরপর বাইকটি সফলতার সাথে এন্ট্রি লেভেল মার্কেটে নিজের অবস্থান ধরে রেখেছে । ২০১৯ সালে বাইকটি নতুন ভাবে আপডেট করা হয়েছে, এতে দেয়া নতুন ভাবে কিছু ফিচার্স এবং নিরাপত্তা বাড়ানোর জন্য দেয়া হয়েছে স্ট্যান্ডার্ড এবিএস । বাইকটির দুটি ভিন্ন ভিন্ন ডিজাইনে পাওয়া যাবে । বাইক দুটি Crosser-S এবং Crosser-Z এই নামে বাজারে ছাড়া হবে ।  2019 yamaha xtz 150 crosser fuel tank design

2019 Yamaha XTZ 150 Crosser - ডিজাইন এবং স্টাইল

২০১৯ সালের ইয়ামাহা এক্সটিজেড ১৫০ ক্রসার বাইকটি ডিজাইন করা হয়েছে লুকস, ডিজাইন এবং প্র্যাক্টিক্যাল ফিচার সমৃদ্ধ করে । বাইকটি পাহাড়ী বা এডভেঞ্চার স্পোর্টস এর ক্ষেত্রে ব্যবহার করার জন্য ডিজাইন করা হয়েছে । সর্বোপরি বলা যায় বাইকটি একটি ডুয়েল স্পোর্টস মোটরসাইকেল । এক্সটিজেড ১৫০ ক্রসার বাইকটি ডিজাইনে যদিও দেখতে মনে হতে পারে বাইকটি ডার্ট বাইক, তবে বাইকটি তবে বাইকটির লুকসের ক্ষেত্রে সব দিকে থেকেই একে স্পোর্টি করা হয়েছে । এই বাইকটির স্যাডেল হাইট উচু এবং হুইল অনেক বড় এর সাথে যুক্ত হয়েছে লং ট্রাভেল সাসপেনশন ও হাই গ্রাউন্ড ক্লিয়ারেন্স । হুইল ফেন্ডার গুলো ট্রেইল বাইকের মত ই অনেকটা উচু এবং এক্সহস্ট ও এক রকম উচুতে দেয়া হয়েছে । 2019 yamaha xtz 150 crosser s

 আমরা আগেই বলেছি বাইকটি দুটি ভার্সনের বাজারে নিয়েছে আসা হয়েছে । Crosser-S বাইকটির সামনের দিকে দেয়া হয়েছে নিচু ডিজাইনের ফ্রন্ট মাডগার্ড, অন্য দিকে Crosser-Z এর ফ্রন্টে দেয়া হয়েছে একটু উচু মাডগার্ড ফ্ল্যাপ । যদিও এই পার্থক্য তেমন কোন ব্যাপার নয়, তবে রাইডাদের পছন্দের কথা চিন্তা করে অপশন রাখা হয়েছে । এবার ডিজাইনের কথা বলা যায়, হেডল্যাম্প ও টেইল ল্যাম্প গুলো হচ্ছে কম্পেক্ট । এগুলো ফিক্সড এবং হুইল ফেন্ডারের উপরে দেয়া হয়েছে । ওডো কনসোল হচ্ছে এনালগ এবং ডিজিটালের কম্বো । এখানেও Crosser-S এবং Crosser-Z এর ক্ষেত্রে স্পিডমিটারের ডিজাইন একটু আলাদা করে তৈরি করা হয়েছে ।2019 yamaha xtz 150 crosser z

 ফুয়েল ট্যাঙ্কের আকারটি অনেকটাই স্পোর্টি করে তুলে ধরা হয়েছে এবং এর সাথে যুক্ত করা হয়েছে প্লাস্টিক বিকিনি ফেন্ডার্স । ফুয়েল ট্যাঙ্কটি একটু উচু করে দেয়া হয়েছে যাতে করে রাইডার পিলিয়ন ও ফুয়েল ট্যাঙ্কের মাঝে জায়গাতে ঠিক ভাবে বসতে পারেন । এখানে সিটটি একটু উচু এবং বাকানো, টেইল এর দিকে দেয়া হয়েছে এডিভি যেমন ল্যাগেজ র‍্যাক ও হেভি ডিউটি গ্রেইব রেইল । বোঝাই যাচ্ছে বাইকটি প্র্যাক্টিক্যাল এবং একটি উদ্দেশ্য নিয়ে তৈরি করা হয়েছে । বাইকটির প্যানেল ও কাউল গুলো অনেক কম্পেক্ট ভাবে ডিজাইন করা হয়েছে এবং এস ও জেড ভার্সনের ক্ষেত্রে বাইকের কালার ও গ্রাফিক্সের কিছুটা পরিবর্তন আনা হয়েছে । সবশেষে বলা যায় যে, বাইকের বাকি অংশটুকু পুরোটাই খোলা, যাতে করে বাইকটি যেকোন ট্রেইল বা রাস্তায় সুন্দর ভাবে চলতে পারে অনেকটা ডুয়েল স্পোর্টস বাইকের মত ।2019 yamaha xtz 150 crosser wheel brake suspension system

Yamaha XTZ 150 Crosser - হুইল, ব্রেক, চেসিস এবং সাসপেনশন

যদিও ইয়ামাহা এক্সটিজেড ১৫০ ক্রসার বাইকটি ছোট ক্যাপাসিটির একটি মোটরসাইকেল তারপরও এর বডি প্রোফাইল বেশ আকর্ষনীয় । এস এবং জেড দুটি ভার্সনের ফ্রেম, হুইল, ব্রেক এবং সাসপেনশন সিস্টেম একই রকম । সাধারন ভাবে বলা যায় যে বাইকটির ফ্রেম হচ্ছে সেমি ডাবল স্টীল ক্রেডেল ফ্রেম । এই স্টীল টিউব ফ্রেম হালকা, শক্ত এবং স্টেবল হওয়াতে সব ধরনের আবহাওয়া ও রাস্তায় চলাচলে সক্ষম । যেহেতু বাইকটি ডুয়েল ট্রেইন ক্যারেক্টারের, তাই হুইল গুলো শুধু মাত্র স্ট্রীট ফোকস করেই নয় পাহাড়ী বা অন্যান্য আরবান রাস্তায় চলাচলের জন্য উপযোগী ।2019 yamaha xtz 150 crosser looks design stylle feature price

 এই মোটরসাইকেলটির ফ্রন্ট হুইল হচ্ছে ১৯ ইঞ্চি এবং রেয়ার হুইল হচ্ছে ১৭ইঞ্চি ডায়ামিটারের । হুইল গুলো হচ্ছে স্টিল স্পোক রিম এবং টায়ার গুলো হচ্ছে ডুয়েল ট্রেইনস টিউব টাইপ টায়ার । সামনের হুইলের ডায়ামিটার বড় হবার কারনে অনেক কঠিন পরিস্থিতির মধ্যেও বাইকটি রাইড করা অনেক আনন্দের । ২০১৯ সালের এডিশনে সবচেয়ে বড় যে পরিবর্তন আনা হয়েছে তা হলো বাইকটির ব্রেকিং সিস্টেম । বাইকটির দুটি ভার্সনেই দেয়া হয়েছে হাইড্রোলিক ডিস্ক ব্রেকিং সিস্টেম, ফ্রন্ট এবং রেয়ার উভয় ব্রেকেই দেয়া হয়েছে । অপর দিকে ফ্রন্ট ব্রেকে দেয়া হয়েছে সিঙ্গেল চ্যানেল এবিএস সিস্টেম । তাই যেকোন খারাপ পরিস্থিতে বাইকটি রাইড করা অনেক নিরাপদ ।2019 yamaha xtz 150 crosser specification feature price এবার আশা যাক সাসপেনশন এর কথায়, Crosser-S Crosser-Z উভইয় বাইকের সাসপেনশন সিস্টেম একই ভাবে সেট আপ করা । এখানে সাসপেনশন সিস্টেম অনেক বেশি রেসপন্সিভ এবং কম্পিটিটিভ এর সাথে অনেক বেশি ট্রাভেল করে থাকে, যা সাধারন ভাবে একটি অফ রোড মোটরসাইকেলে দেয়া হয় । এখানে ফ্রন্ট সাসপেনশন হচ্ছে আপ রাইট টেলিস্কোপিক ফর্ক এবং রেয়ার সাসপেনশন হচ্ছে সুইং আর্ম লিংকড মনোশক । ফ্রন্ট সাসপেনশন ১৮০মিমি ও রেয়ার সাসপেনশন ১৬০মিমি ট্রাভেল করে থাকে । এখানে উল্লেখ যে, Crosser-S বাইকটিতে দেয়া হয়েছে লোয়ার মাড গার্ড সেট আপ, তাই ফর্ক ব্যারেল অনেকটা খোলাই থাকে । কিন্তু Crosser-Z এর ক্ষেত্রে ফেন্ডার একটু উচু করে মাউন্ট করা, ফর্ক ব্যারেল কভার করা হয়েছে ফ্ল্যাক্সিব্যাল রাবার কুশন্স । আর বাকি সব কিছুই দুটি বাইকের একই রকম ।2019 yamaha xtz 150 crosser seating riding feature

Yamaha XTZ 150 Crosser - রাইডিং, হ্যান্ডেলিং এবং কন্ট্রোলিং

ইয়ামাহা এক্সটিজেড ১৫০ ক্রসার বাইকটি সম্পূর্ন রূপে আপ রাইট ফিচারিং এর সাথে রয়েছে সিট, হ্যান্ডেল বার এবং অন্যান্য কন্ট্রোল লিভার । এখানে সিটটি পুরো সিঙ্গেল পিস সিট এবং সিটটি পিলয়ন ও রাইডারের বসার জন্য অনেক স্পেস রয়েছে । বাইকটির সিট অনেকটা কার্ভ করে তৈরি করা হয়েছে যাতে রাইডার সহজেই রাইড করতে পারেন এবং পিলিয়ন সিটের অবস্থান ও উচু করে যথাস্থানে দেয়া হয়েছে ।  এই ফিচারটিতে দেয়া হয়েছে ৮৩৫মিমি স্যাডেল হাইট, যদিওবা  এর গ্রাউন্ড ক্লিয়ারেন্স হচ্ছে ২৩৫ মিমি, যা সাধারন ভাবে অনেক উচু । তাই নিচু উচ্চতার রাইডাররা খুব সহজেই বাইকটি রাইড করতে পারেবন ।2019 yamaha xtz 150 crosser tail lamp exhaust

 বাইকের পিলিয়ন সিট অনেক বড় ও প্রশস্ত এটা আমরা আগেই বলেছি, পিলিয়ন সিটের সাথে দু পাশেই দেয়া হয়েছে হেভি ডিউটি গ্রেইব রেইল । টেইলের দিকে দেয়া হয়েছে একটি লাগেজ র‍্যাক । তাই ট্যুরিং, লং রাইড বা প্রতিদিনের মালামাল আনা নেয়ার কাজে বাইকটির ল্যাগেজ র‍্যাক অনেক সহায়তা করবে । কম্ফোর্টের দিক থেকে ইয়ামাহা এক্সটিজেড ১৫০ ক্রসারে লং ট্রাভেল সাসপেনশন থাকার কারনে রাইডিং অনেক বেশি আরামদায়ক । হুইল বড় হবার কারনে এবড়ো খেবড়ো বা উচু নিচু রাস্তায় রাইড করার সময় কোন ধরনের সমস্যাতে পরতে হয় না রেগুলার স্ট্রীট বাইকের তুলনায় । সবশেষে, বাইকটির ওজন ১৩১ কেজি হওয়াতে খুব সহজেই একে হ্যান্ডেল করা যায় ।2019 yamaha xtz 150 crosser engine specification power torque performance

Yamaha XTZ 150 Crosser - ইঞ্জিন ফিচার

Crosser-S এবং Crosser-Z এই দুটি মডেলের ক্ষেত্রে দেয়া হয়েছে একই রকম ইঞ্জিন । শুধু মাত্র ক্র্যাঙ্ক কেসের বাইরের দিকে যে অংশ রয়েছে তার কালারে ভিন্নতা রয়েছে । Crosser-S এর ক্ষেত্রে ক্র্যাঙ্ক কেসের কালার হচ্ছে কালো এবং Crosser-Z এর ক্ষেত্রে ক্র্যাঙ্ক কেসের কালার হচ্ছে র‍্যাগড মেটাল টোন । তবে ভিতরের অংশে তেমন কোন পরিবর্তন নেই । XTZ150 এর ইঞ্জিন হচ্ছে সিঙ্গেল সিলিন্ডার, ফোর স্ট্রোক, এয়ার কুল্ড ইঞ্জিন যাতে যুক্ত করা হয়েছে RAM এয়ার কুলিং সিস্টেম । ইঞ্জিনের সাথে যুক্ত করা হয়েছে দুটি ভাল্ব, SOHCvalvetrain যা যুক্ত করা হয়েছে ফুয়েল ইঞ্জেকশন সিস্টেমের সাথে ।2019 yamaha xtz 150 crosser engine specification feature

 ইঞ্জিনের সিলিন্ডার ডাইমেনশ স্কয়ার এবং এর বোর ও স্ট্রোক হচ্ছে 57.3mm এবং 57.9mm । তবে কম্প্রেশন রেশিও এখনও অফিশিয়ালি ঘোষনা করা হয়নি । ইঞ্জিনের সাথে যুক্ত করা হয়েছে ইলেক্ট্রিক স্টার্ট, এতে কোন কনভেনশনাল কিক স্টার্ট দেয়া হয়নি । এছাড়া ইঞ্জিনের সাথে যুক্ত করা হয়েছে ৫ স্পিড গিয়ার বক্স । এবার আশা যাক ইঞ্জিনের পাওয়ার এবং টর্ক এর ব্যাপারে । বাইকটির ইঞ্জিন থেকে 12.2HP এবং 12.55NM পর্যন্ত শক্তি উৎপন্ন করতে পারে বলে ধারনা করা হচ্ছে । বাইকটির স্কয়ার সিলিন্ডার, ফুয়েল ইঞ্জেকশন সিস্টেম এবং ওজন কম হওয়ার কারনে যেকোন পরিস্থিতিতেই বাইকটি পারফর্ম করতে প্রস্তুত ।2019 yamaha xtz 150 crosser looks design stylle feature

Yamaha XTZ 150 Crosser - স্পেসিফিকেশন

Specification

2019 Yamaha XTZ 150 Crosser

EngineSingle Cylinder, Four Stroke, Air Cooled, SOHC 2-Valve Engine
Displacement149.3cc
Bore x Stroke57.3mm x 57.9mm
Compression Ratio
Maximum Power12.2HP (9.09KW) @ 7,500RPM
Maximum Torque12.55NM (1.28kgf.m) @ 6,000RPM
Fuel SupplyFuel Injection
IgnitionElectronic
Starting MethodElectric Start
Clutch TypeWet, Multiple-Disc
LubricationWet Sump
Transmission5 Speed; 1-N-2-3-4-5

Dimension

Frame TypeSemi-Double Cradle Frame
Dimension (LxWxH)2,050mm x 825mm x 1,140mm
Wheelbase1,350mm
Ground Clearance235mm
Saddle Height836mm
Weight (Kerb)131 Kg (Dry 124 Kg)
Fuel Capacity12 Liters; Reserve 3 Liters
Engine Oil Capacity1.25 Liters

Wheel, Brake & Suspension

Suspension (Front/Rear)Telescopic Fork, 180mm Travel / Linked Mono Shock Absorber, 160mm Travel
Brake system (Front/Rear)245mm Hydraulic Disk with Anti-lock Braking System (ABS) / 203mm Hydraulic Disk
Tire size (Front / Rear)Front: 90/90-19 M/C 52P Rear: 110/90-17 M/C 60P Both Tube Type

Battery12V 5.0AH, MF
Headlamp12V Halogen Bulb
SpeedometerAnalog

*All the specifications are subject to change upon company rules, policy, offer & promotion. BikeBD is not liable for the changes. 

2019 yamaha xtz 150 crosser odo speedometer feature

Yamaha XTZ 150 Crosser - রাইড করুন অজানাতে

ইয়ামাহা এক্সটিজেড ১৫০ ক্রসার বাইকটি সত্যিকার অর্থে ছোট ক্যাপাসিটির একটি ডুয়েল ট্রেইন বাইক । বাইকটি অনেক ইকোনমিক এবং সমৃদ্ধ করা হয়েছে ট্রেন্ডি ফিচার দিয়ে । সবশেষে এসে, আমরা বাইকটি কিছু কোর ফিচার আপনাদের সামনে তুলে ধরছি ।

  • বাইকের ডিজাইন করা হয়েছে এডভেঞ্চার স্পোর্টস দিকে লক্ষ্য রেখে ।
  • বডি প্যানেল এর পুরোটাই ভিন্ন ভিন্ন অবস্থায় রাইড করার জন্য এবং আধুনিক স্টাইল যুক্ত করা হয়েছে ।
  • ইকোনমিক্যাল এবং ইফিসিয়েন্ট, ইঞ্জিনের সাথে যুক্ত করা হয়েছে ফুয়েল ইঞ্জেকশন সিস্টেম ।
  • ঝামেলা মুক্ত এয়ার কুলিং সিস্টেম, এর সাথে যুক্ত করা হয়েছে Yamaha RAM এয়ার কুলিং সিস্টেম যা এর কার্যক্ষমতা বাড়িয়ে তুলেছে ।
  • ড্যাশবোর্ড হচ্ছে এনালগ-ডিজিটাল দুটির কম্বো নিয়ে তৈরি, ওডো কনসোলে দেয়া হয়েছে ঘড়ি, ইকো রাইডিং মুড, গিয়ার ইন্ডিকেটর ।
  • আরামদায় সিট এবং রাইডিং, পিলিয়ন এর জন্য প্রশস্ত সিট, ল্যাগেজ স্পেস ও হেভি ডিউটি গ্রেইব রেইল ।
  • রেসপন্সিভ ও লং ট্রাভেল সাসপেনশন সিস্টেম ।
  • হাইড্রোলিক ডিস্ক ব্রেক, ফ্রন্ট ও রেয়ার উভয় ব্রেকেই স্ট্যান্ডার্ড দেয়া হয়েছে ।
  • ২০১৯ এর XTZ150 ক্রসার বাইকটির ব্রেকিং আর উন্নত করা হয়েছে এবিএস ব্রেকিং সিস্টেম যুক্ত করে ।
  • সবশেষে, বাইকটি ওজনে হালকা হওয়াতে বাইকটির লং ট্রাভেল, হাইকিং এবং প্রতিদিনের কমিউটিং এর ক্ষেত্রে অনেক বেশি সহায়তা করবে ।2019 yamaha xtz 150 crosser feature review ride wherever the destination

তাই, আপনারা দেখতেই পাচ্ছেন ওভারঅল এপিয়ারেন্স এর ক্ষেত্রে বলা যায় যে বাইকটি ওজনে হালকা ও পারফর্মেন্স এর ক্ষেত্রে এগিয়ে থাকা এডভেঞ্চার স্পোর্টস বাইক । আশা করি আপনারা বাইকটি সম্পর্কে একটি ধারনা পেয়েছেন । আমাদের সাথেই থাকুন আর বাইকের রিভিউ, ফিচার্স, দাম এবং আরও অনেক কিছু জানতে । ধন্যবাদ সবাইকে ।

Published by Ashik Mahmud Bangla