Shares 2
Yamaha Riding Academy (YRA) - বাইক রাইডিং ট্রেইনিং । বাইকবিডি
Last updated on 15-Jul-2024 , By Ashik Mahmud Bangla
যারা বাইক রাইডিং বা চালানো শিখতে আগ্রহী তাদের জন্য YRA – Yamaha Riding Academy শুরু করেছে Yamaha Riding Training । পুরো প্রোগ্রামটি ACI Motors পরিচালনা করেছে । আর এটি ইয়ামাহা রাইডিং ট্রেইনিং এর তৃতীয় সিজন ।
ইয়ামাহা বাংলাদেশ সব সময় আলাদা এবং ইউনিক কিছু চিন্তা ভাবনা করে থাকে । ইয়ামাহা রাইডিং ট্রেইনিং এর তৃতীয় সিজন হচ্ছে এর মধ্যে অন্যতম একটি ইভেন্ট । ইয়ামাহা রাইডিং ট্রেইনিং এর প্রথম সিজন অনুষ্ঠিত হয় ২০১৮ এর শুরুর দিকে এবং এর সেকেন্ড সিজন অনুষ্ঠিত হয় ২০১৮ এর শেষের দিকে । তবে সেই সময় শুধু মাত্র মেয়েদের কেই বাইক এবং স্কুটার রাইডিং ট্রেইনিং দেয়া হতো ।
তবে এই তৃতীয় সিজনে ছেলে মেয়ে উভয়ের জন্য ই রাখা হয়েছে রাইডিং ট্রেইনিং এর ব্যবস্থা । YRA Riding Training – তৃতীয় সিজন তৃতীয় সিজনের রাইডিং ট্রেইনিং এর রেজিস্ট্রেশন শুরু হয়েছিল অনেক দিন আগে । শুরুতে কয়েকজন কে নিয়ে গত ১৯ অক্টোবর ২০১৯ তারিখ বিজি প্রেস মাঠে শুরু হয়েছে রাইডিং ট্রেইনিং । প্রোগ্রামটির উদ্বোধন করেন এসিআই মোটরস এর এক্সিকিউটিভ ডাইরেক্ট সুব্রত রঞ্জন দাস, এছাড়া আরও এসিআই এর অন্যান্য কর্মকর্তারাও সেখানে উপস্থিত ছিল ।
ট্রেইনিং প্রোগ্রামটি হয়েছে একটি খোলা মাঠে, এছাড়া মাঠে ঢেকে দেয়া হয়েছিল বালু দিয়ে যাতে করে রাইডিং ট্রেইনিং এর সময় বড় ধরনের কোন দুর্ঘটনা না ঘটে । ছেলে ও মেয়েদের ট্রেইনিং সেশন দুটি ভাগে বিভক্ত করা হয়েছে । একটা সকালে এবং অন্যটি দুপুরের পরের সেশন । রাইডিং ট্রেইনিং প্রশিক্ষক তাদের বাইক রাইডিং এর উপর বেসিক ধারনা দিয়েছেন এবং তারা যাতে নিজেরাই বাইক রাইড করতে পারে সেই বিষয়টিও খেয়াল রেখেছেন ।
Also Read: Yamaha FZS Fi V3 ৭৫০০ কিলোমিটার রাইড - আসাদুল কবীর পরাগ
ধীরে ধীরে সবাই, যারা এই প্রোগ্রামে উপস্থিত ছিলেন তারা নিজেরাই বাইক রাইডিং করতে সক্ষম হয়েছেন এবং সফল ভাবে বাইক রাইডিং করতে পেরেছেন । মেয়েরা রাইডিং এর ক্ষেত্রে অনেক পারোদর্শিতা দেখিয়েছে । মেয়েদের যিনি প্রশিক্ষনের দায়িত্বে ছিলেন তার ইন্সট্রাকশন অনুযায়ী মেয়েরা খুব সহজেই অল্প সময়ে স্কুটার রাইডিং করতে পারেন ।
তবে আকর্ষনীয় দিক হচ্ছে সেখানে শিশুদের জন্য ছিল - রাইডিং ট্রেইনিং এর ব্যবস্থা । সেখানে ইয়ামাহা রাইডিং ট্রেইনিং প্রশিক্ষকের মাধ্যমে সেও Yamaha TTR50 - যেটি একটি ৫০সিসির একটি ছোট মোটরসাইকেল দিয়ে রাইডিং ট্রেইনিং নিয়েছে । যারা রাইডিং ট্রেইনিং নিতে এসেছিলেন তারা সবাই হেলমেট এবং সেফটি গার্ড পরে, পুরোপুরি সেফটি নিশ্চিত করে রাইডিং ট্রেইনিং দেয়া হয়েছে । এই রাইডিং ট্রেইনিং আগামী সপ্তাহে আবার নতুন রাইডার যারা বাইক রাইডিং শিখতে আগ্রহী তাদের নিয়ে অনুষ্ঠিত হবে ।
FAQ – Frequently Asked Questions
- কখন ইয়ামাহা রাইডিং ট্রেইনিং অনুষ্ঠিত হয়?উত্তরঃ Yamaha Riding Training - বর্তমানে তৃতীয় সিজন শুরু হয়েছে গত ১৯ তারিখ ২০১৯ থেকে । আর এটি আগামী কয়েক সপ্তাহ চলবে, প্রতি শনিবার ।
- কোথায় ইয়ামাহা রাইডিং ট্রেইনিং অনুষ্ঠিত হয়?উত্তরঃ বিজি প্রেস, তেজগাও, ঢাকা - তে ইয়ামাহা রাইডিং ট্রেইনিং অনুষ্ঠিত হয় ।
- ইয়ামাহা রাইডিং ট্রেইনিং কি?উত্তরঃ ইয়ামাহা রাইডিং ট্রেইনিং হচ্ছে যারা বাইক রাইডিং শিখতে আগ্রহী তাদের জন্য একটী রাইডিং ট্রেইনিং ইভেন্ট ।
- কারা ইয়ামাহা রাইডিং ট্রেইনিং এ অংশ গ্রহন করতে পারবে?উত্তরঃ যে কেউ এই ট্রেইনিং প্রোগ্রামে অংশ গ্রহন করতে পারবে । তবে তাদের কে অবশ্যই অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে । এরপর সিরিয়াল অনুযায়ী তাদের এসএমএস এর মাধ্যমে জানানো হবে ।
- YRA – Yamaha Riding Academy কি?উত্তরঃ পুরো বিশ্বজুড়ে ইয়ামাহা রাইডিং ট্রেইনিং হচ্ছে একটা ইভেন্ট, যেখানে যারা বাইক রাইডিং শিখতে আগ্রহী ও ভাল ভাবে বাইক রাইড করতে চান তাদের জন্য ইয়ামাহা রাইডিং ট্রেইনিং একাডেমি ।
ইয়ামাহা রাইডিং ট্রেইনিং হচ্ছে YRA – Yamaha Riding Academy এর একটি ভাল উদ্যোগ, যেখানে যারা বাইক রাইডিং শিখতে আগ্রহী তারা বাইক রাইডিং শিখতে পারবেন । এটা ছেলে এবং মেয়ে উভয়ের জন্য বাইক ও স্কুটার রাইডিং শিখতে এবং রাইডার হতে আগ্রহী করবে ।
T
Published by Ashik Mahmud Bangla