Shares 2

শুরু হয়েছে Yamaha R15M এবং Yamaha R15 V4 এর প্রি-বুকিং

Last updated on 31-Jul-2024 , By Raihan Opu Bangla

বাংলাদেশে যখন স্পোর্টস সেগমেন্টের মোটরসাইকেলের কথা আসে তখন Yamaha R15 V3 এই নামটি বেশি শোনা যায়। কারণ এই বাইকটি স্পোর্টস সেগমেন্টে অনেক বেশি জনপ্রিয়তা পেয়েছে। তবে এরপর কি আসবে! এই প্রশ্নটি সবার মনে এসেছে। আর ইয়ামাহা তাদের কাস্টোমারদের জন্য সারপ্রাইজ প্যাকেজ নিয়ে এসেছে। 

Yamaha R15

হ্যা! সারপ্রাইজ প্যাকেজ ই বলা যায়। গত কয়েক মাস আগেই ইন্ডিয়াতে লঞ্চ হয়েছে Yamaha R15M এবং Yamaha R15 V4

লঞ্চ হবার পর থেকে বাংলাদেশের বাইকাররা বাইকটির প্রতি বেশ আকর্ষণ অনুভব করছে। যদিও এই বাইকটি আগের ভার্সনের থেকে অনেক কিছু পরিবর্তিত হয়ে এসেছে। তারা অপেক্ষা করছে কবে বাইকটি বাংলাদেশে লঞ্চ হবে।

এসিআই মোটরস বাংলাদেশে ইয়ামাহা মোটরসাইকেল  অফিশিয়াল ডিস্ট্রিবিউটর। সম্প্রতি তারা Yamaha R15M এবং Yamaha R15 V4 বাইক দুটির প্রি-বুকিং নেয়া শুরু করেছে। 

প্রি-বুকিং এর ক্ষেত্রে এসিআই মোটরস বাইক দুটি ডিস্কাউন্ট দিচ্ছে। বাইক দুটির দাম ধরা হয়েছে যথাক্রমে Yamaha R15M এর দাম হচ্ছে ৫৫৫,০০০/- এবং R15 V4 নীল কালার ৫৪৫,০০০/-, R15 V4 লাল ও কালো কালার এর দাম হচ্ছে ৫৪০,০০০/- টাকা। প্রি-বুকিং এমাউন্ট হচ্ছে ১,০০,০০০/- টাকা।

Yamaha R15 V4

প্রি-বুকিং ডিস্কাউন্ট হিসেবে প্রি-বুকিং করলে কাস্টোমার পেয়ে যাবেন ১০,০০০ টাকার ডিস্কাউন্ট। তবে যদি কোন ইয়ামাহা ব্যবহারকারী মানে বর্তমানে তিনি ইয়ামাহা এর কোন বাইক ব্যবহার করছেন তিনি যদি প্রি-বুকিং দিয়ে থাকেন তবে তিনি পাবেন ২০,০০০/- টাকা ডিস্কাউন্ট।

R15 সিরিজ ছাড়াও এসিআই মোটরস আরও একটি নতুন বাইক নিয়ে আসতে যাচ্ছে এবং সেই বাইকটি হচ্ছে Yamaha FZX। বাইকটি রেট্রো লুকস ও স্টাইলের জন্য বেশ জনপ্রিয়তা পেয়েছে। বাইকটি দাম ধরা হয়েছে, ৩৫০,০০০/- টাকা। 

এই বাইকটির জন্য প্রি-বুকিং এমাউন্ট হচ্ছে ৫০,০০০/- টাকা। এছাড়া প্রি-বুকিং করলে কাস্টোমার পাবেন ৫,০০০/- টাকা ক্যাশব্যাক ও ইয়ামাহা ব্যবহারকারী যদি কেউ প্রি-বুকিং করেন তবে তিনি পাবেন ১০,০০০ টাকা। 

Yamaha R15 M

প্রি-বুকিং প্রসেসঃ

প্রি-বুকিং এর জন্য ইয়ামাহা এর অফিশিয়াল প্রি-বুকিং ওয়েবসাইট এ গিয়ে ফর্ম পূরণ করতে হবে। আপনি কোন ডিলার পয়েন্ট থেকে আপনার পছন্দের বাইকটি নিতে ইচ্ছুক সেটা সিলেক্ট করুন। এরপর আপনার সকল তথ্য দেখে আপনি ফর্মটি সাবমিট করুন। এরপর আপনি একটি মেসেজ ও কোড পাবেন। তারপর ঠিক ৭২ ঘণ্টার ভেতর প্রি-বুকিং এমাউন্ট আপনার ডিলার পয়েন্টে জমা করুন। এমাউন্ট পে করার পর আপনি একটি কনফার্মেশন মেসেজ পেয়ে যাবেন, যে আপনার প্রি-বুকিং সফল হয়েছে।

গতকাল এসিআই সেন্টারে এক ইফতার পার্টি ও প্রি-বুকি লঞ্চিং প্রোগ্রাম আয়োজন করা হয়েছিল। সেখানে এসিআই মোটরস এর এক্সিকিউটিভ ডিরেক্টর সুব্রত রঞ্জন দাস সহ এসিআই মোটরস এর উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

Bike pre booking process

এছাড়া এই প্রোগ্রামে বাইকবিডির ফাউন্ডার ও সিইও শুভ্র সেন সহ টিম বাইকবিডি এই ইভেন্টে উপস্থিত ছিল। 

বাংলাদেশের বাইকাররা ও বাইকপ্রেমীরা এই বাইক গুলো অফিশিয়ালি লঞ্চ হবার অপেক্ষায় রয়েছে। আশা করছি এসিআই মোটরস দ্রুত বাইক গুলো অফিশিয়ালি এক লঞ্চিং প্রোগ্রামের মাধ্যমে লঞ্চ করবে। ধন্যবাদ। 

Published by Raihan Opu Bangla

Best Bikes

Honda CB Hornet 160R

Honda CB Hornet 160R

Price: 169800.00

Honda CB Hornet 160R ABS

Honda CB Hornet 160R ABS

Price: 255000.00

Honda CB Hornet 160R CBS

Honda CB Hornet 160R CBS

Price: 212000.00

View all Best Bikes

Latest Bikes

Revoo C03

Revoo C03

Price: 0.00

Revoo A01

Revoo A01

Price: 0.00

Yadea E8S Pro

Yadea E8S Pro

Price: 0.00

View all Sports Bikes

Upcoming Bikes

Revoo C03

Revoo C03

Price: 0.00

Revoo A01

Revoo A01

Price: 0.00

Yadea E8S Pro

Yadea E8S Pro

Price: 0.00

View all Upcoming Bikes