Shares 2
Yamaha R15 V1 বাইকের সাথে আমার রাইডিং অভিজ্ঞতা - শাওন
Last updated on 30-Jul-2024 , By Shuvo Bangla
আমি জি. আর. শাওন । আমি আজকে Yamaha R15 V1 বাইকের সাথে আমার রাইডিং অভিজ্ঞতা শেয়ার করবো । আমায় বাইকটি বর্তমানে ২০,০০০ কিলোমিটার রানিং।
আমার বাসা ভোলা জেলার সদরেই অবস্থিত । আমার জীবনের প্রথম বাইক ছিল Yamaha RX100 । যেটা আমার আব্বুর ছিল পড়বর্তীতে আমি কিছু দিন ব্যবহার করি । আমার কাছে বাইক একটি স্বাধীন বাহন যখন যেইদিক খুশি যাওয়া যায় এবং বাইক ট্যুর আমি বেশি পছন্দ করি এবং বাইকিং এর মাধ্যমে অনেক নতুন মানুষের সাথে পরিচয় হয়েছে তাই আমার বাইকিং বেশি ভালো লাগে ।
এই বাইকটি তখন বাজারে অন্য বাইক থেকে আমার নজর বেশি কারে এবং স্পোর্টস বাইক হওয়াতে আমার বেশি ভালো লেগে যায় । বাইকটি আমি এখন লং রাইড এ ব্যবহার করি এবং মাঝে মাঝে অফিসে যাওয়া হয় । বাইকটি আমি সেকেন্ডহ্যান্ড ক্রয় করি আমার এলাকার একজনের থেকে ।
বাইকটি কিনতে যাওয়ার সময় আমি অনেক এক্সসাইটেড ছিলাম কারণ তখন আমার আরো একটি স্বপ্ন বাস্তব হতে যাচ্ছিলো কাঙ্খিত স্পোর্টস বাইক টি আমার হতে যাচ্ছিলো।
যেহুতু এটি আমার পছন্দের বাইক তাই প্রথম রাইডটা ও আমার অনেক বেশি এক্সসাইটমেন্ট এ ভরা ছিল । বাইকটার অনেকগুলো ফিচারই রয়েছে এর মধ্যে আউটলুক / সিটিং পজিশন ইত্যাদি আমার অনেক ভালো লাগে। বাইকটি আমি ভোলার ইয়ামাহা শোরুম থেকে রেগুলার সার্ভিস করাই । আপদত আমার খুব বেশি চালানো হয় না তাই খুব একটা সার্ভিস করানো হয় না।
তবে শোরুমে সার্ভিস করিয়ে অনেক ভালো ফিডব্যাক পাই । আমি সেইরকম স্পিডিং পছন্দ করিনা তাই ঐরকম সর্বোচ্চ স্পিড চেক করা হয় নাই তবে ১০৫ পর্যন্ত স্পিড তুলেছিলাম একদিন।।
Yamaha R15 V1 বাইকের কিছু ভালো দিক -
- ফ্যামিলি সহ রাইড করে কম্ফোর্ট
- রেডিপিকআপ ভালো
- আউটলুক ভালো
- দ্রুত পার্টস চেঞ্জ করা লাগে না
- সিটিং পজিশন ভালো
Yamaha R15 V1 বাইকের কিছু খারাপ দিক -
- স্পেয়ার পার্টস এর দাম বেশি
- স্টক হেডলাইট এর আলো কম
- স্পোর্টস বাইকের তুলনায় সিট হাইট কম
- মাইলেজ কম
এই বাইক নিয়ে আমি কয়েকবার লং ট্যুর করেছি। আমি বাইকটি নিয়ে খুলনা গিয়েছিলাম এবং এইটাই ছিল এই বাইক নিয়ে আমার সর্বোচ্চ লং ট্যুর। বাইকটি লং ট্যুরে আমাকে হতাশ করেনি । মুটামুটি দীর্ঘসময় আমি বাইকটি চালিয়েছি হাইওয়েতে পারফরমেন্স ও ছিল আলহামদুলিল্লাহ ভালোই ।
বাইকটি নিয়ে আমার চূড়ান্ত মতামত হলো কার কাছে কেমন লাগছে জানি না তবে আমি বাইকটি নিয়ে সন্তুষ্ঠ । আমি ভবিষ্যতে আরো চালাবো বাইকটি । ধন্যবাদ ।
লিখেছেনঃ জি. আর. শাওন
T
Published by Shuvo Bangla