Shares 2
Yamaha FZS V2 DD এবং Yamaha FZS V3 এর দাম বাড়ল!
Last updated on 16-Jul-2024 , By Raihan Opu Bangla
খবর শোনা যাচ্ছে যে অনেক দিন ধরে মার্কেটে না থাকা Yamaha FZS V2 DD এবং Yamaha FZS V3 বাইক দুটি আবারও এভেইলেবল হতে যাচ্ছে। তবে শোনা যাচ্ছে যে দুটি মডেলের দাম কিছুটা হলেও বেড়ে যাবে বলে আশংকা করা যাচ্ছে।
Yamaha FZS V2 DD এবং Yamaha FZS V3 এর দাম বাড়ল!
ইয়ামাহা এর FZS সিরিজের দুটি মডেলের বাইক অনেক দিন থেকে এভেইলেবল ছিল না। তবে এখন শোনা যাচ্ছে খুব শীঘ্রই আবার বাইক দুটি এভেইলেবল হবে। তবে এবার বাইক দুটির দাম আগের চেয়ে কিছুটা বেড়ে যাবে। যতদূর ধারণা করা হচ্ছে এই বাইক দুটির দাম হতে পারে, Yamaha FZS V2 DD ২,৩২,০০০/- এবং Yamaha FZS V3 ২,৫৮,০০০/- টাকা।
Yamaha FZS FI V3 Review
এখন অনেকেই ভাবতে পারেন কেন বাইক দুটির দাম বেড়ে যাবে। এটা সত্যিকার অর্থেই একটি প্রশ্ন কেন দাম বেড়ে যাচ্ছে। এর পেছনে কয়েকটি কারণ রয়েছে।
- ডলারের রেট বেড়ে যাওয়া
- কোভিড এর কারনে শিপমেন্ট খরচ বেড়ে যাওয়া
- ইন্ডিয়া থেকে বাইকটি ক্রয়ের খরচ বেড়ে যাওয়া
আন্তর্জাতিক বাজারে ডলারের রেট কিছুটা বেড়ে গিয়েছে। এতে করে পন্য আমদানীর ক্ষেত্রে ক্রয় খরচ বেড়ে গিয়েছে। অপর দিকে কোভিড-১৯ এর কারনে শিপমেন্ট খরচ আগের থেকে কন্টেইনার প্রতি অনেক বেড়েছে তাই সেটা পন্যের উপর যোগ হচ্ছে। এ কারনে বাইক দুটির দাম অনেকাংশে বেড়ে গিয়েছে।
অপরদিকে, ইন্ডিয়া থেকে বাইকের ক্রয় খরচ আগের চেয়ে বেশি হয়ে গিয়েছে। তাই সেক্ষেত্রে আগের দামে বাইক বিক্রয় করা সম্ভব হচ্ছে না। আবার বলা যায় এই আমদানী খরচের কারণেই বাইকের দাম কিছুটা বেড়ে গিয়েছে।
বাংলাদেশের বাইকাররা অনেক দিন থেকে এই দুটি বাইক খুজে যাচ্ছেন। কিন্তু কোভিড-১৯ এর উপর বাইকের আমদানী অনেকটাই কমে যায়। কারণ লকডাউনের সময় সব কিছুই বন্ধ ছিল। এর কোভিড-১৯ পরবর্তিতে আবার অবস্থা কিছুটা স্বাভাবিক হলেও বাজারে উপর প্রভাব পরেছে। তার কারণে সব কিছুর দাম কিছুটা বেড়ে গিয়েছে।
ইয়ামাহা Yamaha FZS V2 DD এবং Yamaha FZS V3 বাইক দুটি বাইকারদের কাছে বেশ জনপ্রিয় কিন্তু এভেইলেবল না থাকায় অনেকে ক্রয় করতে পারেননি। তবে আমরা আশা করছি দাম কিছু বেশি হলেও সবাই তাদের প্রিয় ব্র্যান্ডের বাইকটি ক্রয় করেবেন। ধন্যবাদ।
T
Published by Raihan Opu Bangla