Shares 2
Yamaha FZS FI বাইকটি বাইকবিডির রিভিউ দেখে ক্রয় করি - আদিল
Last updated on 29-Jul-2024 , By Shuvo Bangla
আমি মোঃ আদিল হোসেন, আমি একটি Yamaha FZS FI বাইক ব্যবহার করি । কর্মরত আছি উপ-সহকারী প্রকৌশলী, বাঘাবাড়ী ১৭১ মেঃওঃ বিদ্যুৎ কেন্দ্রে,বিউবো,শাহজাদপুর,সিরাজগঞ্জ এ ।
Yamaha FZS FI কেন কিনলাম -
বাইকের প্রতি ভালোবাসা সেই ছোট বেলা থেকেই। কর্ম ক্ষেত্রের প্রয়োজনে পাশাপাশি শখ থেকেই বাইক কেনার সিদ্ধান্ত নেয়া। তবে কোন বাইকটা কিনবো এটা নিয়ে অনেক দিধাদন্দে পড়ে গিয়েছিলাম।
কিন্তু সঠিক সিদ্ধান্ত নিতে পেরেছিলাম, কারন প্রায় গত ৩ বছর থেকে আমি BikeBD এর YouTube এর সাথে সংযুক্ত ছিলাম। অনেক বাইকের রিভিউ দেখেছি তার মধ্যে আমার জন্য কোনটি সঠিক সেটা বেছে নিয়ে কিনার সিদ্ধান্ত নেই।
আমার খুব ভাল লেগে যায় Yamaha FZS FI বাইকটি। যখন কেনার প্রস্তুতি নিচ্ছি ঠিক তার কিছু দিনের মধ্যেই BikeBD এর Facebook পেজ এ দেখতে পেলাম বাইকটির দাম ক্যাশব্যাক সহ ২ লক্ষ টাকা।
তাই এই অফারটি একদম হাত ছাড়া করতে চাইনি। সব কিছু ঠিকঠাক করে ১৪ মে ২০২০ আমি Fz-s V2.0 বাইকটি ক্রয় করি , সিরাজগঞ্জ এর ACI Motors Ltd এর অফিসিয়াল Yamaha Showroom থেকে।
বাইকটি চালিয়ে আমি খুব সন্তুষ্ট হয়েছি।যেহেতু গত মার্চ থেকে বাংলাদেশে লকডাউন চলছে, তাই খুব বেশি বাইকটি চালানোর সুযোগ করে উঠতে পারিনি।
বাইকের কেনার আগের প্রস্তুতি, কেনার পরে কি কি মেইনটেইন করে বাইক চালাতে হবে এসব আমি BikeBD এর রিভিউ গুলো থেকেই জানতে পেরেছিলাম, তাই যত টুকু সম্ভব সে সব কিছু মেইনটেইন করে বাইক চালানোর চেষ্টা করেছি।
সব সময় ইকো মুডে চালানোর কারনে মোটামুটিভাবে ৪৩ কিলোমিটার প্রতি লিটারে মাইলেজ পেয়েছি। সঠিক সময়ে ইঞ্জিন অয়েল পরিবর্তন করেছি, এবং সাথে অয়েল ফিল্টার পরিবর্তন করেছি।
Yamaha Bike এর রিকমেন্ডেশন অনুযায়ী Yama Lub 10W40 গ্রেডের ইঞ্জিন অয়েল ব্যবহার করেছি। সব মিলিয়ে পারফরমেন্স বেশ ভাল অনুভব করছি। এখন পর্যন্ত কোন পার্টস পরিবর্তনের প্রয়োজন হয়নি।
ছোট একটি ট্যুরে গিয়েছিলাম, প্রায় ৩০ কিলোমিটার দূরে। আমার সিনিয়ার বড় ভাই দের সাথে। মজার বেপার হল সেই ভাইয়েরাও Fz-s V2.0 ব্যবহার করে। আমরা মাঝে মধ্যেই আমাদের বাইক চেঞ্জ করতাম। তিনি আমারটা চালাতেন আর আমি ওনারটা।
বাইক নিয়ে ট্যুর দিতে বেশ ভালই লাগে। ইচ্ছে আছে দূরে কোথাও ট্যুর করার। বাইক যত বেশি রান করছি বাইক তত বেশি স্মুথ হচ্ছে।
বাইক টার লুক্স আমার কাছে খুবই ভাল লেগেছে, এই বাইক এর ব্রেকিং অনেক ভাল অন্য বাইক এর তুলনায়, বাইকটি রাইড করে বেশ কমফোর্টেবল ফিল করি। সিটিং পজিশন ভাল হওয়ায় কোন ব্যাক পেইন পাইনি এখনো।
আর এর মাইলেজ এখন পর্যন্ত আমাকে সন্তুষ্ট করেছে। আশা করছি ব্রেকিং পিরিয়ড শেষ হলে আরও ভাল মাইলেজ পাবো। আর পিলিয়ন নিয়ে বাইকটি চালাতে আরও বেশি ভাল লাগে,রেয়ার সাসপেনশন বেশ স্মুথ কাজ করে।
সব মিলিয়ে এই ছিল আমার অল্প সময়ে ব্যবহারের ছোট কিছু অভিজ্ঞতা। BikeBD এর বিভিন্ন রিভিউ থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য গুলো বাইক কে সঠিকভাবে পরিচালনা করতে অনেক বেশি সাহায্য করে।
আশা করছি BikeBD Team বাংলাদেশের বাইকার ভাইদের বিভিন্ন সমস্যাগুলো সমাধানের জন্য সমসাময়িক সব সমস্যাগুলো নিয়ে রিভিউ দিবেন। ধন্যবাদ ।
T
Published by Shuvo Bangla